Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Hindi Movie

Bollywood blockblaster: প্রথম ভারতীয় ব্লকবাস্টার ছবি কোনটি? কেমন আয় করেছিল সেই সিনেমা?

১৯৪০-এর দশকের গোড়ায় সাহস দেখাতে সমর্থ হয়েছিলেন ছবির পরিচালক। ছবির একটি গান ‘ধীরে ধীরে আ রে বাদল’-ও খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১১:০৫
Share: Save:
০১ ১৯
সাম্প্রতিক কালে ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় ব্লকব্লাস্টার ছবি কী? এ কথায় জবাব হবে— ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’।

সাম্প্রতিক কালে ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় ব্লকব্লাস্টার ছবি কী? এ কথায় জবাব হবে— ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’।

০২ ১৯
বক্স অফিসে ৫০ দিনে ‘কেজিএফ ২’-এর আয় ১২৫০ কোটি। ‘আরআরআর’ আয় করেছে ৩০৯ কোটি।

বক্স অফিসে ৫০ দিনে ‘কেজিএফ ২’-এর আয় ১২৫০ কোটি। ‘আরআরআর’ আয় করেছে ৩০৯ কোটি।

০৩ ১৯
 এমন ব্লকব্লাস্টার সিনেমার তালিকায় রয়েছে ‘মুঘল-এ-আজম’, ‘শোলে’, ‘হাম আপকে হ্যায় কওন!’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘গদর: এক প্রেম কথা’, ‘বাহুবলী ২: দি কনক্লুশন’, ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়টস্’ -এর মতো ছবি।

এমন ব্লকব্লাস্টার সিনেমার তালিকায় রয়েছে ‘মুঘল-এ-আজম’, ‘শোলে’, ‘হাম আপকে হ্যায় কওন!’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘গদর: এক প্রেম কথা’, ‘বাহুবলী ২: দি কনক্লুশন’, ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়টস্’ -এর মতো ছবি।

০৪ ১৯
কিন্তু জানেন কি, ভারতীয় সিনেমার প্রথম ব্লকব্লাস্টার ছবি কী? কারাই বা ছিলেন সেই ছবির নায়ক-নায়িকা?

কিন্তু জানেন কি, ভারতীয় সিনেমার প্রথম ব্লকব্লাস্টার ছবি কী? কারাই বা ছিলেন সেই ছবির নায়ক-নায়িকা?

০৭ ১৯
বম্বে টকিজের প্রযোজনায় ‘কিসমত’ ছবির পরিচালক ছিলেন জ্ঞান মুখোপাধ্যায়।

বম্বে টকিজের প্রযোজনায় ‘কিসমত’ ছবির পরিচালক ছিলেন জ্ঞান মুখোপাধ্যায়।

০৮ ১৯
এ ছাড়া মুখ্যচরিত্রে অভিনয় করেছেন, মুমতাজ শান্তি এবং ডেভিড।

এ ছাড়া মুখ্যচরিত্রে অভিনয় করেছেন, মুমতাজ শান্তি এবং ডেভিড।

০৯ ১৯
‘কিসমত’ হল প্রথম ভারতীয় সিনেমা, যেটি  বক্স অফিসে প্রায় এক কোটি টাকা আয় করেছিল। ১৯৪৩-এ সেই অঙ্কটি যে বিপুল, তাতে কোনও সন্দেহ নেই।

‘কিসমত’ হল প্রথম ভারতীয় সিনেমা, যেটি বক্স অফিসে প্রায় এক কোটি টাকা আয় করেছিল। ১৯৪৩-এ সেই অঙ্কটি যে বিপুল, তাতে কোনও সন্দেহ নেই।

১০ ১৯
উল্লেখ্য, ‘কিসমত’-ই বলিউডের প্রথম ছবি যার প্রধান চরিত্র এক জন ‘অ্যান্টি-হিরো’।

উল্লেখ্য, ‘কিসমত’-ই বলিউডের প্রথম ছবি যার প্রধান চরিত্র এক জন ‘অ্যান্টি-হিরো’।

১১ ১৯
অশোক কুমার অভিনীত ওই চরিত্রের নাম শেখর। যে এক জন ‘দক্ষ’ পকেটমার। পকেটমারিকে একেবারে ‘শিল্পে’র পর্যায়ে নিয়ে গিয়েছে সে।

অশোক কুমার অভিনীত ওই চরিত্রের নাম শেখর। যে এক জন ‘দক্ষ’ পকেটমার। পকেটমারিকে একেবারে ‘শিল্পে’র পর্যায়ে নিয়ে গিয়েছে সে।

১২ ১৯
‘কিসমত’ ছবির কাহিনিতেও ছিল সাহসের ছোঁয়া। নায়িকা অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়ে পড়ে— ১৯৪৩-এ দাঁড়িয়ে এমন গল্প নিয়ে ছবি নির্মাণ বেশ কঠিন ছিল।

‘কিসমত’ ছবির কাহিনিতেও ছিল সাহসের ছোঁয়া। নায়িকা অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়ে পড়ে— ১৯৪৩-এ দাঁড়িয়ে এমন গল্প নিয়ে ছবি নির্মাণ বেশ কঠিন ছিল।

১৩ ১৯
১৯৪০-এর দশকের গোড়ায় সেই সাহস দেখাতে সমর্থ হয়েছিলেন ছবির পরিচালক।

১৯৪০-এর দশকের গোড়ায় সেই সাহস দেখাতে সমর্থ হয়েছিলেন ছবির পরিচালক।

১৪ ১৯
 ছবির একটি গান ‘ধীরে ধীরে আ রে বাদল, মেরা বুলবুল শো রহা হ্যায়’-ও খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়।

ছবির একটি গান ‘ধীরে ধীরে আ রে বাদল, মেরা বুলবুল শো রহা হ্যায়’-ও খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়।

১৫ ১৯
 ১৯৬১ সালে এই জনপ্রিয় ছবির পুনর্নির্মাণ করেন পরিচালক নরেশ সায়গল। ছবির নাম ‘বয়ফ্রেন্ড’।

১৯৬১ সালে এই জনপ্রিয় ছবির পুনর্নির্মাণ করেন পরিচালক নরেশ সায়গল। ছবির নাম ‘বয়ফ্রেন্ড’।

১৬ ১৯
পুনর্নির্মিত ছবিতে অভিনয় করেন শাম্মী কপূর, মধুবালা এবং ধর্মেন্দ্র।

পুনর্নির্মিত ছবিতে অভিনয় করেন শাম্মী কপূর, মধুবালা এবং ধর্মেন্দ্র।

১৭ ১৯
আরও উল্লেখযোগ্য তথ্য হল, আমিরবাই কর্নাটকি, যিনি ‘কিসমত’-এ আটটি গানের মধ্যে ছ’টি গান গেয়েছিলেন, তিনিই আবার ‘বয়ফ্রেন্ড’-এ শাম্মী কপূরের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

আরও উল্লেখযোগ্য তথ্য হল, আমিরবাই কর্নাটকি, যিনি ‘কিসমত’-এ আটটি গানের মধ্যে ছ’টি গান গেয়েছিলেন, তিনিই আবার ‘বয়ফ্রেন্ড’-এ শাম্মী কপূরের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

১৮ ১৯
ভারতের প্রথম ব্লকবাস্টার ‘কিসমত’-এর আর একটি অবদানকে ভোলা সম্ভব নয়। সেটি এই ছবির অন্যতম গান ‘আজ হিমালয় কে চটি সে’। ১৯৪২-এ ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণকারী কবি প্রদীপ এই গানের রচয়িতা।

ভারতের প্রথম ব্লকবাস্টার ‘কিসমত’-এর আর একটি অবদানকে ভোলা সম্ভব নয়। সেটি এই ছবির অন্যতম গান ‘আজ হিমালয় কে চটি সে’। ১৯৪২-এ ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণকারী কবি প্রদীপ এই গানের রচয়িতা।

১৯ ১৯
এই গানের পঙক্তি ‘'দূর হটো এ দুনিয়াওয়ালো, হিন্দুস্তাঁ হমারা হ্যায়’ পরাধীন ভারতে প্রায় স্লোগানের পর্যায়ে উন্নীত হয়। প্রসঙ্গত, কবি প্রদীপ ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের কালে ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’ নামে কালজয়ী গানটি রচনা করেন।

এই গানের পঙক্তি ‘'দূর হটো এ দুনিয়াওয়ালো, হিন্দুস্তাঁ হমারা হ্যায়’ পরাধীন ভারতে প্রায় স্লোগানের পর্যায়ে উন্নীত হয়। প্রসঙ্গত, কবি প্রদীপ ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের কালে ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’ নামে কালজয়ী গানটি রচনা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy