KKR to choose between Nitish Rana and Shreyas Iyer to be the captain for IPL 2024 dgtl
IPL Auction 2024
কার নেতৃত্বে লড়বে কেকেআর? নাইট শিবিরে ‘গম্ভীর’ জটিলতা নিলামের আগেই
জল্পনার সূত্রপাত অধিনায়ক নির্বাচন নিয়ে। নীতীশ রানা না শ্রেয়স আয়ার, কার মাথায় উঠছে অধিনায়কের খেতাব, বিস্তর কথা উঠছে তাই নিয়ে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
সামনেই আইপিএলের নিলাম। কেকেআর শিবিরে এই বার কারা থাকছে, তাই নিয়ে জল্পনা তুঙ্গে ইতিমধ্যেই। গত বছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বে ছিলেন নীতীশ রানা। তবে চলতি বছরের আইপিএলে নীতীশের অধিনায়কত্বে খুব একটা ভাল খেলেনি কেকেআর।
০২১২
অন্য দিকে শ্রেয়স আয়ার গত বছর চোটের জন্য আইপিএলে খেলেননি। কিন্তু বিশ্বকাপে তিনি যথেষ্ট সফল। আইপিএল ম্যাচে থাকছেন কেকেআর শিবিরেই। তবে জল্পনার সূত্রপাত অধিনায়ক নির্বাচন নিয়ে। নীতীশ না শ্রেয়স, কার মাথায় উঠছে অধিনায়কের খেতাব, বিস্তর কথা উঠছে তাই নিয়ে।
০৩১২
কেকেআর শিবিরে মেন্টর হিসাবে যোগ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। কলকাতাকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দল গঠন থেকে অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে।
০৪১২
১৯ ডিসেম্বরের নিলামে চার জন বিদেশি-সহ ১২ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে কলকাতার সামনে। ৩২ কোটি ৭ লাখ টাকা খরচ করতে পারবেন কেকেআর কর্তৃপক্ষ।
০৫১২
আগামী আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে শ্রেয়স কিছুটা এগিয়ে থাকলেও নিলামের পর সম্পূর্ণ দল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেকেআর কর্তৃপক্ষ। ঘরোয়া ক্রিকেটে গম্ভীর এবং নীতীশ দু’জনেই দিল্লির ক্রিকেটার। গম্ভীরের কোচ সঞ্জয় ভরদ্বাজের কাছেই খেলা শিখেছেন নীতীশ।
০৬১২
দিল্লিতে ভরদ্বাজের এলবি শাস্ত্রী ক্রিকেট অ্যাকাডেমিতে দু’জনে একসঙ্গে অনুশীলনও করেছেন বহু দিন। ক্রিকেট মহলে গম্ভীরের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত নীতীশ। স্বভাবতই কেকেআরের অধিনায়ক হিসাবে নীতীশকে আবার বেছে নিতে পারেন গম্ভীর।
০৭১২
নীতীশের পক্ষে গম্ভীরের যুক্তি হতে পারে, দলের সেরা ব্যাটার শ্রেয়সের উপর বাড়তি চাপ না দিয়ে তাঁকে খোলা মনে খেলতে দেওয়া হোক। যদিও নীতীশ এখন খেলেন উত্তরপ্রদেশের হয়ে। তাঁর নেতৃত্বে ২০২৩ সালের আইপিএলে কেকেআরের ফলও ভাল হয়নি।
০৮১২
অন্য দিকে, কেকেআরে যোগ দেওয়ার আগে শ্রেয়স আইপিএল খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় দক্ষতায় নীতীশের থেকে এগিয়ে।
০৯১২
এটা উপেক্ষা করা কঠিন কেকেআর শিবিরের পক্ষে। তা ছাড়া দিল্লি ঋষভ পন্থকে অধিনায়ক করাতেই কিছুটা অভিমানে দল ছেড়েছিলেন সিনিয়র শ্রেয়স। দেশের অন্যতম সেরা ব্যাটারকে ১২ কোটি ২৫ লাখ টাকায় কিনে নিয়েছিল কেকেআর।
১০১২
এখনও আবার তাঁকে নীতীশের নেতৃত্বে খেলতে বলা হলে নতুন সমস্যা তৈরি হতে পারে। অসন্তুষ্ট হতে পারেন মুম্বইয়ের ব্যাটার।
১১১২
কেকেআর কর্তৃপক্ষ অবশ্য ২০২৪ সালের অধিনায়ক নিয়ে কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ ১৯ ডিসেম্বরের নিলামের পর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গম্ভীরের সঙ্গে আলোচনা করে এবং সব দিক খতিয়ে দেখে অধিনায়ক নির্বাচন করবে।
১২১২
কোচের ভোট শ্রেয়সের পক্ষে গেলেও গম্ভীরের সমর্থন নীতীশের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে কেকেআর শিবিরের অন্দরে অধিনায়ক নির্বাচন নিয়ে তৈরি হয়েছে কিছুটা জটিলতা।