KKR management has failed to utilize the auction to build their team for IPL 2024 dgtl
Kolkata Knight Riders
নিলামে কোন ক্রিকেটারদের নিতে পারত কলকাতা, কোথায় ব্যর্থ হল কেকেআর?
নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল কেকেআর। গৌতম গম্ভীর এ বার কেকেআরের মেন্টর হওয়ায় অনেকেই মনে করেছিলেন, বুদ্ধির ছাপ থাকবে ক্রিকেটার কেনার ক্ষেত্রে। কিন্তু চমক দিতে পারল না কলকাতা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইপিএলের বহু প্রতীক্ষিত নিলাম। পরের বছরের প্রতিযোগিতা শুরুর আগে সব দলই ঘর গুছিয়ে নিল। কেমন হল কেকেআরের দলগঠন। কোথায় ব্যর্থ হলেন কেকেআর ম্যানেজমেন্ট। চেষ্টা করলে কোন কোন খেলোয়াড়দের নেওয়া যেত দলে। আসুন দেখে নেওয়া যাক।
০২১৭
নিলাম শুরু হওয়ার আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে ঢেলে দল সাজানোর পরিকল্পনাও করেছিলেন। গৌতম গম্ভীর এ বার কেকেআরের মেন্টর হওয়ায় অনেকেই মনে করেছিলেন, বুদ্ধির ছাপ থাকবে ক্রিকেটার কেনার ক্ষেত্রে। কিন্তু চমক দিতে পারল না কলকাতা।
০৩১৭
অন্তত ছ’জন ক্রিকেটারকে হাতছাড়া করেছে নাইটরা। প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা। এই টাকায় আরও অনেককে নিতে পারত তারা।
০৪১৭
স্টার্ককে কিনতে এত খরচ করে ফেলায় পরের দিকে অনেক খেলায়াড়ের জন্য বিডই করার সাহস দেখাতে পারেনি কেকেআর।
০৫১৭
সবার আগে বলতে হবে রভম্যান পাওয়েলের নাম। নিলাম শুরু হয়েছিল এই ক্রিকেটারকে দিয়ে। শুরু থেকেই দর হাঁকতে থাকে কেকেআর। কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে যায় তারা।
০৬১৭
রাসেল এর বিকল্প হিসেবে পাওয়েল খেলতে পারতেন। কিন্তু চেষ্টা করেও তাঁকে নিতে পারেনি কলকাতা।
০৭১৭
পরিকল্পনার অভাবে কলকাতা পায়নি জস ইংলিসকে। হাতছাড়া হয় স্টাবসও। গুরবাজের জন্যও ঝাঁপায়নি কলকাতা। কলকাতা উইকেটরক্ষক হিসাবে নেয় শ্রীকর ভরতকে।
০৮১৭
রাসেলের বিকল্প হিসাবে যেমন পাওয়েলকে নিতে পারত কেকেআর, তেমনি নারাইনের বিকল্প হিসাবে সুযোগ ছিল ওয়ানিন্দু হাসরঙ্গকে নেওয়ার। কিল্তু পারেনি কলকাতা।
০৯১৭
কেকেআর নিতে পারত কোয়েটজে এবং ক্রিস ওকসকে। কিন্তু এ ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে তারা।
১০১৭
রেকর্ড টাকা দিয়ে এমন এক জনকে নিয়েছে কলকাতা, যিনি চোটের জন্য কতটা খেলতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।
১১১৭
রভম্যান পাওয়েলকে পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল কলকাতা। না পাওয়া গেলে অনেকেই ভেবেছিলেন কেকেআর আক্রমণাত্মক ভাবে এগোবে। কোথায় কী! সময় গড়াল, কেকেআর নিস্তেজ হয়ে পড়ল।
১২১৭
প্যাট কামিন্স, হর্ষল পটেল, ওয়ানিন্দু হাসারঙ্গ পর পর বেরিয়ে গেলেন। বিশেষত বোলিং বিভাগ শক্তিশালী করতে হর্ষলকে দরকার ছিল। তার জন্য বিডই করল না কেকেআর।
১৩১৭
মাঝের একটা সময় গৌতম গম্ভীর, বেঙ্কি মাইসোরেরা কারও প্রতিই আগ্রহ দেখাচ্ছিলেন না। একের পর এক ক্রিকেটার নিলামে উঠছিল আর তাঁরা মুখ ফিরিয়ে রেখেছিলেন।
১৪১৭
কেকেআরের ঘুম ভাঙল শেষ বেলায়। মণীশ পাণ্ডে ‘ঘরে’ ফিরলেন। এ ছাড়া মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন, সাকিব হুসেনকে নেওয়া হল।
১৫১৭
মণীশ পাণ্ডেকে নেওয়া হয়েছে মিডল অর্ডারের কথা ভেবেই। কিন্তু শ্রেয়স আয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিংহদের মাঝে সুযোগ পাওয়া যাবে কি?
১৬১৭
কেকেআরের বড় অপ্রাপ্তির জায়গা অলরাউন্ডার। আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ার এবং অনুকূল রায় ছাড়া কেউ নেই।
১৭১৭
নিলামে রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শাহরুখ খান, হর্ষল পটেল, জেরাল্ড কোয়েৎজির মতো অলরাউন্ডার ছিলেন। কারও দিকেই ঝাঁপায়নি তাঁরা।