Kapil Sharma show and how much the cast get for each episode in new season dgtl
Kapil Sharma
কপিল শর্মার পারিশ্রমিক ছুঁয়েছে ১ কোটি! শোয়ের নয়া কলাকুশলীর আয় শুনলে বিস্মিত হতে হবে
চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কপিল শর্মা শোয়ের নতুন সিজ়ন। তবে প্রথম থেকেই বিতর্কের মুখে নয়া সিজ়ন। জেনে নিন কোন কলাকুশলী কত আয় করছেন এই শো থেকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১০:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কপিল শর্মা শোয়ের নতুন সিজ়ন। কপিল তো রয়েইছেন, তবে বদলে গিয়েছে পুরনো অনেক কলাকুশলী। একগুচ্ছ নয়া টেলি তারকা নিয়ে শুরু হয়েছে এই নয়া সিজ়ন। বদলে গিয়েছে কলাকুশলী পারিশ্রমিকও। কোন শিল্পী কত আয় করছেন কপিলের শো থেকে?
ফাইল চিত্র।
০২২০
প্রতি এপিসোডের জন্য সব থেকে বেশি টাকা নেন কপিল নিজে। প্রতিটি এপিসোডে থাকার জন্য তিনি যে পরিমাণ টাকা নেন, তা বাকি কলাকুশলীর থেকে অনেকটাই বেশি।
ফাইল চিত্র।
০৩২০
প্রতি পর্বে অভিনয়ের জন্য কপিল নেন ১ কোটি টাকা। এর আগের সিজ়নেও প্রতি পর্বে তাঁর পারিশ্রমিক আকাশছোঁয়া হলেও তা কখনও ১ কোটির মাত্রা ছোঁয়নি।
ফাইল চিত্র।
০৪২০
কপিল শর্মা শো-তে সম্প্রতি যোগ দিয়েছেন কৌতুকাভিনেতা সিদ্ধার্থ সাগর। নিজের হাস্যরসে দর্শকদের মাতিয়ে রেখেছেন। তাঁর পারিশ্রমিকও নেহাত কম না।
ফাইল চিত্র।
০৫২০
প্রতি পর্বে এসে দর্শকদের মনোরঞ্জন করার জন্য সিদ্ধার্থ পান ১১ লক্ষ টাকা করে।
ফাইল চিত্র।
০৬২০
এই সিজ়নেরও ‘গুড়িয়া লন্ড্রিওয়ালি’র চরিত্রে দর্শকদের মন মজিয়েছেন কিকু সারদা।
ফাইল চিত্র।
০৭২০
নয়া সিজ়নের প্রতি পর্বের জন্য কিকু নেন ৬ লক্ষ টাকা করে।
ফাইল চিত্র।
০৮২০
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৃষ্টি রোডে-ও নয়া সিজ়নের নয়া সংযোজন। কপিলের শো-তে তাঁর চরিত্রের নাম ‘গজ়ল’।
ফাইল চিত্র।
০৯২০
শোয়ের প্রতি পর্বে ‘গজ়ল’ হয়ে ফিরে আসার জন্য সৃষ্টি পান ৫ লক্ষ টাকা।
ফাইল চিত্র।
১০২০
কপিলের ছোটবেলার বন্ধু তথা চন্দন প্রভাকর প্রথম সিজ়ন থেকেই কপিলের এই শো-তে রয়েছেন। এই শো-তে ‘চন্দু’র ভূমিকায় তিনি অনবদ্য।
ফাইল চিত্র।
১১২০
কপিল শর্মা শোতে তাঁর পারিশ্রমিকে কোনও বদল হয়নি। আগের সিজ়নেও পর্বপিছু ৫ লক্ষ করে পেতেন চন্দন। নয়া সিজ়নেও পাচ্ছেন ৫ লক্ষ করেই।
ফাইল চিত্র।
১২২০
দ্বিতীয় সিজ়নের মাঝামাঝি থেকে এই শোয়ে মুখ্য অতিথির ভূমিকায় কাজ করছেন অর্চনা পূরণ সিংহ।
ফাইল চিত্র।
১৩২০
কপিল শর্মা শো-র প্রতি পর্বে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকতে অর্চনা নেন ১০ লক্ষ টাকা।
ফাইল চিত্র।
১৪২০
কপিলের শর্মা শো-তে কপিলের পর্দার স্ত্রী বিন্দু শর্মার চরিত্রে অভিনয় করেন সুমনা চক্রবর্তী। প্রথম সিজ়ন থেকেই সুমনা এই শোয়ের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
ফাইল চিত্র।
১৫২০
শোয়ের নতুন সিজ়নে প্রতি পর্বের জন্য সুমনার পারিশ্রমিক ৭ লক্ষ।
ফাইল চিত্র।
১৬২০
কপিলের শোয়ের নতুন সিজ়ন শুরু পর থেকেই তা একাধিক বিতর্কের মুখে পড়েছে।
ফাইল চিত্র।
১৭২০
কপিলের শোয়ের অন্যতম জনপ্রিয় মুখ ক্রুষ্ণা অভিষেক এই শো ছেড়ে গিয়েছেন। অনিয়মিত ভাবে উপস্থিত হন জনপ্রিয় কৌতুকাভিনেত্রী ভারতী সিংহ।
ফাইল চিত্র।
১৮২০
এর আগে এই শোয়ের অন্যতম জনপ্রিয় মুখ সুনীল গ্রোভারও শো ছেড়ে গিয়েছিলেন। তাঁর সঙ্গে কপিলের বিবাদও প্রকাশ্যে এসেছিল।
ফাইল চিত্র।
১৯২০
নিন্দকদের মতে, অন্য কেউ তাঁর থেকে বেশি জনপ্রিয় হয়ে যাক, তা মানতে পারেন না কপিল। সুনীল এবং ক্রুষ্ণার জনপ্রিয়তা তাঁর জনপ্রিয়তাকে ছাপিয়ে যাচ্ছে ভেবেই নাকি রাজনীতি করে বার করে দেওয়া হয়েছে এই দুই জনপ্রিয় মুখকে।
ফাইল চিত্র।
২০২০
শো থেকে সুনীলের বেরিয়ে যাওয়া মেনে নিতে পারলেও ক্রুষ্ণার বেরিয়ে যাওয়া দর্শক মেনে নিতে পারেননি। আর সেই কারণেই এই সিজ়নের শুরুতে এই শো বয়কটের ডাকও দেন দর্শকদের একাংশ।