Israel seeks 10 thousand construction workers and 5 thousand caregivers from India, offering a huge salary dgtl
Jobs in Israel
ভারত থেকে ১০ হাজার নির্মাণকর্মী এবং ৫ হাজার সেবাকর্মী চেয়ে পাঠাল বন্ধু দেশ! বেতন কল্পনাতীত
এনএসডিসি জানিয়েছে, ভারতের কাছে ১০ হাজার নির্মাণকর্মী এবং সেবাকর্মী হিসাবে কাজ করবেন, এমন পাঁচ হাজার জনকে চেয়ে পাঠিয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
পরিকাঠামো এবং স্বাস্থ্যখাতে উন্নতির প্রয়োজন। তাই প্রচুর পরিমাণ অদক্ষ শ্রমিক পাঠানোর আর্জি জানিয়ে ভারতের দ্বারস্থ হয়েছে ইজ়রায়েল। তেমনটাই জানিয়েছে ভারতের ‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি)’।
০২১৯
এনএসডিসি জানিয়েছে, ভারতের কাছে ১০ হাজার নির্মাণকর্মী, এবং সেবাকর্মী হিসাবে কাজ করবেন, এমন পাঁচ হাজার জনকে চেয়ে পাঠিয়েছে ইজ়রায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
০৩১৯
এনএসডিসি এ-ও জানিয়েছে, চলতি বছরের শুরুতেও ভারতের কাছে একই অনুরোধ জানিয়েছিল ইজ়রায়েল। কয়েক মাসের মধ্যে ফের এক বার এল অনুরোধ।
০৪১৯
তবে এই বিবৃতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ মঙ্গলবার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এর আগে যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় কর্মীদের ইজ়রায়েলে নিয়ে যাওয়া হয়েছিল, তার মধ্যে কিছু নির্বাচন সঠিক ছিল না।
০৫১৯
উল্লেখ্য, প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের আক্রমণের পর ‘হাতে মারার’ পাশাপাশি প্যালেস্টাইনিদের ‘ভাতে মারতে’ সক্রিয় হয়েছিল ইজ়রায়েল।
০৬১৯
বিভিন্ন আবাসন প্রকল্প এবং শিল্পক্ষেত্রে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে কাজ করা প্যালেস্টাইনি নাগরিকদের ছাঁটাই করে নেতানিয়াহুর সরকার। আর সেই জায়গায় সুযোগ যায় ভারতীয় শ্রমিকদের কাছে।
০৭১৯
ইজ়রায়েলের নির্মাণশিল্পে কর্মরত ৯০ হাজারের বেশি প্যালেস্টাইনিকে ছাঁটাই করা হয়। পরিবর্তে ভারত থেকে এক লক্ষ শ্রমিককে নিয়ে যাওয়া হবে বলে গত বছর জানিয়েছিল সে দেশের সরকার। সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।
০৮১৯
ইজ়রায়েলি দূতাবাসের বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ হাজার ভারতীয় কর্মীকে দু’টি পৃথক প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছে ইতিমধ্যেই।
০৯১৯
বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানে থাকা বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে এই নিয়োগ করা হয়েছে। এ বার আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।
১০১৯
নির্মাণকর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী সপ্তাহে। এনএসডিসি জানিয়েছে, নির্মাণকাজে নির্দিষ্ট দক্ষতার ভিত্তিতে কর্মীদের বেছে নেওয়া হবে।
১১১৯
ইজ়রায়েলের জনসংখ্যা, অভিবাসন এবং সীমান্ত কর্তৃপক্ষ পিআইবিএ-র একটি দল আগামী সপ্তাহে ভারত সফরে আসছে। কর্মীদের দক্ষতা পরীক্ষা করবে পিআইবিএ-র ওই দল। সেই পরীক্ষার ভিত্তিতেই নির্মাণকর্মীদের নির্বাচন হবে।
১২১৯
পিআইবিএ-র তরফে এই নিয়োগ প্রক্রিয়া মহারাষ্ট্রে হবে বলেও জানানো হয়েছে এনএসডিসির তরফে।
১৩১৯
পাশাপাশি ইজ়রায়েলের স্বাস্থ্যসেবা পরিষেবা উন্নত করতে ভারতের কাছে পাঁচ হাজার সেবাকর্মীও চেয়ে পাঠানো হয়েছে নেতানিয়াহু সরকারের তরফে।
১৪১৯
যে সব চাকরিপ্রার্থীর কাছে স্বীকৃত ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকবে, তাঁরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
১৫১৯
তবে ওই সেবাকর্মীদের অবশ্যই দশম শ্রেণির পরীক্ষায় পাশ করতে হবে এবং কমপক্ষে ৯৯০ ঘণ্টার প্রশিক্ষণ নেওয়ার শংসাপত্র থাকতে হবে বলে এনএসডিসি জানিয়েছে।
১৬১৯
ইজ়রায়েলের নির্মাণ শ্রমিক নিয়োগের প্রথম দফায় মোট ১৬,৮৩২ জন প্রার্থী পরীক্ষা দিতে উপস্থিত হয়েছিলেন। যার মধ্যে ১০,৩৪৯ জনকে বেছে নেওয়া হয়েছিল।
১৭১৯
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাঁরা আগে নির্বাচিত হয়েছেন বা আগামী দিনে নির্বাচিত হবেন, তাঁদের চিকিৎসা, বিমা, খাবার এবং বাসস্থানের মাসিক খরচ দেওয়া ছাড়াও প্রতি মাসে ১.৯২ লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে। প্রতি মাসে বোনাস হিসাবে ১৬,৫১৫ টাকাও দেওয়া হবে ওই কর্মীদের।
১৮১৯
২০২৩ সালের নভেম্বরে অদক্ষ কর্মী জোগানের জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং তেলঙ্গানা রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ করেছিল এনএসডিসি।
১৯১৯
উল্লেখ্য, যে কর্মীদের বেছে নেওয়া হবে, তাঁদের আগে একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণে ইজ়রায়েলি সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে কর্মীদের।