এখন প্রশ্ন হল, কী এই আয়রন বিম? এটি প্রকৃতপক্ষে একটি ‘বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম) যার সাহায্য শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং রকেট মাঝ আকাশেই ধ্বংস করতে পারবে আইডিএফ। তবে কোনও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে নয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজ়ার বিম ব্যবহার করে এই ধরনের আক্রমণ আটকাবে আয়রন বিম।
গত ২৫ অক্টোবর ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক জায়গায় আক্রমণ শানায় ইহুদি বায়ুসেনা। সূত্রের খবর, সেই হামলায় শিয়া মুলুকটির হাতে থাকা রাশিয়ার তৈরি ‘এস-৩০০’ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। যার জেরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে পারস্য উপসাগরের কোলের দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy