Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Deadliest Horror Movie

দেখলেই নাকি খুলে যায় ‘নরকের দ্বার’, মারা যান দর্শক! এটিই কি বিশ্বের ভয়ঙ্করতম সিনেমা?

১৯৮৮ সালে বুদাপেস্টের এক প্রেক্ষাগৃহে হঠাৎ করে চালু হয়ে যায় ছবিটি। ছবিটি শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই প্রেক্ষাগৃহের ভিতর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে পুড়ে মারা যান ৫৬ জন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৫
Share: Save:
০১ ১৮
Antrum movie scene

‘কনজুরিং’ ফিল্ম সিরিজ় হোক বা ‘দ্য রিং’— হলিউডে এমন বহু সিনেমা রয়েছে যা দেখলে ভয়ে রাতের ঘুম উড়ে যায়। আন্তর্জাতিক স্তরেও এমন কয়েকটি হরর ঘরানার ছবি রয়েছে, যা দেখার পর ভয় ঘিরে ধরে দর্শককে। কিন্তু ভয় পাওয়া এক রকম এবং ভূতের ছবি দেখতে গিয়ে মারা যাওয়া অন্য রকম। সত্তরের দশকে এমন একটি ভূতের ছবি বানানো হয়েছিল যা দেখার পরেই দর্শকের মৃত্যু হয়েছিল। এমনকি, বহু দুর্ঘটনারও যোগ রয়েছে এই ছবির সঙ্গে।

ছবি: সংগৃহীত

০২ ১৮
Antrum movie scene

ছবির নাম ‘আনট্রাম’। ১৯৭০ সালে এই ছবি বানানোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায়। প্রযোজক এবং পরিচালক তখন শুধুমাত্র ছবি মুক্তির অপেক্ষায়।

ছবি: সংগৃহীত

০৩ ১৮
Antrum movie scene

ছবি তৈরির প্রায় এক দশক পরে বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘আনট্রাম’ ছবিটি পাঠানোর জন্য আবেদন জানানো হয়। কিন্তু একটিও চলচ্চিত্র উৎসব ছবি দেখানোর আবেদন গ্রহণ করেনি। ১৯৮০ সাল পর্যন্ত সকলে ‘আনট্রাম’কে অন্যান্য ভূতের ছবির মতোই ভেবে এসেছিলেন। কিন্তু আবেদন খারিজ করার পর তাঁদের সকলের মত পরিবর্তন হয়।

ছবি: সংগৃহীত

০৪ ১৮
Antrum movie scene

যে চলচ্চিত্র উৎসবগুলিতে ‘আনট্রাম’ ছবিটি দেখানোর জন্য আবেদন জানানো হয়েছিল, সেই উৎসবগুলির সঙ্গে জড়িত একের পর এক উদ্যোক্তা মারা যেতে থাকেন। কিন্তু ঠিক কী কারণে তাঁরা প্রাণ হারিয়েছিলেন, তা জানা যায়নি।

ছবি: সংগৃহীত

০৫ ১৮
Antrum movie scene

অনেকের দাবি, ‘আনট্রাম’ ছবিটি দেখানো হয়নি বলেই তাঁদের মৃত্যু হয়েছিল। ওই ছবির মধ্যে এমন কিছু রয়েছে, যার অভিশাপ এসে পড়েছিল উদ্যোক্তাদের উপর। এই ঘটনার পর থেকে ছবিটি নিয়ে আলোচনা বাড়তে থাকে।

ছবি: সংগৃহীত

০৬ ১৮
Antrum movie scene

বহু বছর দেশ-বিদেশের কোনও প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি ‘আনট্রাম’। কিন্তু ১৯৮৮ সালে বুদাপেস্টের এক প্রেক্ষাগৃহে হঠাৎ করে চালু হয়ে যায় ছবিটি। ছবিটি শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই প্রেক্ষাগৃহের ভিতর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে পুড়ে মারা যান ৫৬ জন।

ছবি: সংগৃহীত

০৭ ১৮
Antrum movie scene

অনেকের দাবি, প্রজেক্টরে যান্ত্রিক ত্রুটি থাকার ফলে প্রেক্ষাগৃহের ভিতর আগুন ধরে যায়। আবার কেউ কেউ দাবি করেছিলেন যে, প্রজেক্টর সঠিক ভাবেই কাজ করছিল। প্রেক্ষাগৃহের ভিতর বসে থাকা এক দর্শকই নাকি আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।

ছবি: সংগৃহীত

০৮ ১৮
Antrum movie scene

কিন্তু সকলের মনে একটি ভয় উঁকি মারছিল। তা হল ‘আনট্রাম’। ছবিটি দেখার ফলেই নাকি এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছিলেন অনেকে।

ছবি: সংগৃহীত

০৯ ১৮
Antrum movie scene

তার পর বহু বছর ‘আনট্রাম’ দেখানো হয়নি প্রেক্ষাগৃহে। মানুষের মনের ভয় খুব সহজে কাটেনি। দুর্ঘটনার ৫ বছর পর ক্যালিফোর্নিয়ার একটি প্রেক্ষাগৃহে দেখানো হয় ছবিটি। কিন্তু ওই প্রেক্ষাগৃহের দর্শকও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাননি।

ছবি: সংগৃহীত

১০ ১৮
Antrum movie scene

১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহে ‘আনট্রাম’ ছবিটি চালু হওয়ার কিছু ক্ষণ পরেই দর্শকের মধ্যে তুমুল ঝামেলা এবং হাতাহাতি শুরু হয়। এই ঝামেলায় পদপিষ্ট হয়ে মারা যান ৩০ জন।

ছবি: সংগৃহীত

১১ ১৮
Antrum movie scene

আবার শুরু হয় ‘আনট্রাম’ ছবি ঘিরে বিতর্ক। এই ছবি কেউ দেখলেই তাঁর মৃত্যু হবে বলে ধারণা তৈরি হয়ে যায়। পরে যদিও জানা গিয়েছিল যে, প্রেক্ষাগৃহের কর্মী পপকর্নের সঙ্গে মাদক মিশিয়ে দিয়েছিলেন। সেই পপকর্ন খেয়েই সেখানে উপস্থিত দর্শকরা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন।

ছবি: সংগৃহীত

১২ ১৮
Antrum movie scene

তবে মাদক মেশানোর ঘটনাটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শক। তাঁদের দাবি, আসল ঘটনাটি চাপা দেওয়ার জন্যই এমন খবর রটানো হয়েছে। আসলে, ‘আনট্রাম’ ছবিটির সঙ্গেই এর যোগ রয়েছে।

ছবি: সংগৃহীত

১৩ ১৮
Antrum movie scene

রহস্যজনক ভাবে ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহ থেকে ‘আনট্রাম’ ছবির কোনও রিল খুঁজে পাওয়া যায়নি। তার পর ছবিটি আর কোনও দিন কোনও প্রেক্ষাগৃহ বা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি। অনেকেই ভাবতেন যে, এই ছবিটি ‘অভিশপ্ত’।

ছবি: সংগৃহীত

১৪ ১৮
Antrum movie scene

২০১৮ সালে আবার মুক্তি পায় ‘আনট্রাম’। তথ্যচিত্র নির্মাণকারী একটি দলের হাতে ওই ছবির ৩৫ মিলিমিটার দৈর্ঘ্যের রিল আসে। তা পর্যবেক্ষণ করে দলের সদস্যরা জানিয়েছিলেন যে, ১৯৭০ সালে যে ছবিটি তৈরি করা হয়েছিল তাতে বিভিন্ন অদ্ভুত চিহ্ন এবং বিভিন্ন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়েছে।

ছবি: সংগৃহীত

১৫ ১৮
Representative image of cemetery

যে চিহ্ন চোখের সামনে দেখলে বা যে বিশেষ কম্পনের আওয়াজ শুনলে ‘অলৌকিক’ জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়ে যায়, সেগুলিই ব্যবহার করা হয়েছিল আগের ‘আনট্রাম’ ছবিতে। তাই ছবিটি দেখার ফলেই নাকি দর্শকের সামনে ‘নরকের দ্বার’ খুলে যেত। নানা অশুভ ঘটনাও ঘটত তাঁদের সঙ্গে।

প্রতীকী ছবি

১৬ ১৮
Antrum movie scene

আগেকার ‘আনট্রাম’ ছবির সঙ্গে সাদৃশ্য বজায় রেখে আবার নতুন করে ২০১৮ সালের ১৪ অক্টোবর ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডেভিড আমিতো এবং মাইকেল লাইকিনি। ব্রুকলিন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রথম দেখানো হয়।

ছবি: সংগৃহীত

১৭ ১৮
Antrum movie scene

তবে, নতুন ভাবে মুক্তিপ্রাপ্ত ‘আনট্রাম’ ছবিটি দেখার পর কোনও দুর্ঘটনার সম্মুখীন হননি দর্শক। শুধুমাত্র ব্রুকলিন চলচ্চিত্র উৎসবেই নয়, এই ছবিটি বহু দর্শক নেটমাধ্যমেও দেখেছিলেন। কিন্তু তাঁরা সকলে বহাল তবিয়তেই ছিলেন।

ছবি: সংগৃহীত

১৮ ১৮
Antrum movie scene

অনেকে মনে করেন, পুরনো ছবিটির সঙ্গেই অভিশাপ জড়িয়েছিল। নতুন ছবির সঙ্গে তার কোনও রকম যোগ নেই। যদিও একাংশের দাবি, ‘আনট্রাম’ ছবিটি নিয়ে মানুষের মনে শুরু থেকেই ভুল ধারণা তৈরি হয়ে রয়েছে। এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়।

ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy