IPL 2023: top 3 most expensive players of the 10 franchises this year dgtl
IPL 2023
কারও দাম ৮ কোটি তো কারও সাড়ে ১৮! আইপিএলে দলগুলির সবচেয়ে দামি ৩ ক্রিকেটার কারা
রেকর্ড দামে পছন্দের ক্রিকেটারদের কিনে আইপিএলের দল সাজিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। নিলাম শেষে কোন দলে কারা হলেন সবচেয়ে মূল্যবান? রইল ১০টি ফ্র্যাঞ্চাইজির সেরা তিনের হদিস।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৪:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৩৪
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই বেজে গিয়েছে আইপিএলের বাদ্যি। ৯০ মিনিটের খেলা ছেড়ে ফের ২০ ওভারের ক্রিকেটে মেতে উঠবে খেলার দুনিয়া। তার আগে আইপিএলের নিলাম পর্ব মিটে গিয়েছে শুক্রবার।
ছবি: সংগৃহীত।
০২৩৪
এ বারে আইপিএলের নিলামে মোট ৪০৫ জনের নাম ছিল। তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। তাঁদের মধ্যে বিক্রি হয়েছেন মোট ৮০ জন ক্রিকেটার। খরচ হয়েছে মোট ১৬৭ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
০৩৩৪
রেকর্ড দামে পছন্দের ক্রিকেটারদের কিনে আগামী আইপিএলের জন্য দল সাজিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। নিলাম শেষে কোন দলে কারা হলেন সবচেয়ে মূল্যবান? রইল ১০টি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামি ৩ ক্রিকেটারের হদিস।
ছবি: সংগৃহীত।
০৪৩৪
কলকাতা নাইট রাইডার্সের তালিকার দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, এ বছর সবচেয়ে দামি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
০৫৩৪
কলকাতা দলে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পাচ্ছেন শ্রেয়স আইয়ার। তাঁর দাম ১২ কোটি ২৫ লক্ষ টাকা। গত আইপিএলে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
ছবি: সংগৃহীত।
০৬৩৪
কেকেআরের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁকে ১২ কোটি টাকা দিয়ে দলে রেখেছেন কর্তৃপক্ষ।
ছবি: সংগৃহীত।
০৭৩৪
চেন্নাই সুপার কিংসে কিন্তু সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় প্রথম তিনে নেই মহেন্দ্র সিংহ ধোনি। এ বছর এই দলের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন বেন স্টোকস। তাঁকে দেওয়া হচ্ছে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা।
ছবি: সংগৃহীত।
০৮৩৪
চেন্নাইয়ে এর পরেই রয়েছেন রবীন্দ্র জাদেজা। ফ্র্যাঞ্চাইজি থেকে তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা। উল্লেখ্য, চেন্নাই দলটিতে প্রথম দুই দামি ক্রিকেটারই অলরাউন্ডার।
ছবি: সংগৃহীত।
০৯৩৪
সিএসকের সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন দীপক চাহার। তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে দলে রেখেছেন কর্তৃপক্ষ।
ছবি: সংগৃহীত।
১০৩৪
ব্যাঙ্গালোর দলটির দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, এ বছর সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর দর ১৫ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
১১৩৪
দরের হিসাবে কোহলির পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে দলে রাখা হয়েছে ১১ কোটি টাকা দিয়ে।
ছবি: সংগৃহীত।
১২৩৪
আরসিবিতে তৃতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রিকেটার হর্ষল পটেল। ভারতের এই অলরাউন্ডারকে দলে রাখতে আরসিবি খরচ করেছে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা।
ছবি: সংগৃহীত।
১৩৩৪
মুম্বই ইন্ডিয়ানস দলের তালিকায় চোখ রাখলে প্রথমেই উঠে আসছে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ক্যামেরন গ্রিনের নাম। আইপিএলে এ বার তাঁর দর উঠেছে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা।
ছবি: সংগৃহীত।
১৪৩৪
মুম্বইয়ের তালিকায় এ বছর দ্বিতীয় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা। মুম্বই দলের নেতৃত্বও দেবেন তিনি।
ছবি: সংগৃহীত।
১৫৩৪
মুম্বইয়ে তৃতীয় সর্বোচ্চ মূল্য পাচ্ছেন ভারতীয় এক উইকেটরক্ষক, ব্যাটার। তিনি ঈশান কিশান। তাঁকে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দিচ্ছেন নীতা অম্বানীরা।
ছবি: সংগৃহীত।
১৬৩৪
সানরাইজার্স হায়দরাবাদ দলে এ বছর সবচেয়ে বেশি দাম পাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তাঁকে দেওয়া হচ্ছে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা।
ছবি: সংগৃহীত।
১৭৩৪
হায়দরাবাদের দ্বিতীয় সর্বোচ্চ দামি হলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর জন্য ৮ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করছে দল।
ছবি: সংগৃহীত।
১৮৩৪
রাহুল ত্রিপাঠী এ বছর হায়দরাবাদের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার। তিনি পাচ্ছেন সাড়ে ৮ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
১৯৩৪
পঞ্জাব কিংস দলে রয়েছেন এ বছর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। তিনি স্যাম কারেন। ২৪ বছর বয়সি এই ইংল্যান্ডের অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছে পঞ্জাব।
ছবি: সংগৃহীত।
২০৩৪
পঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। তিনি এ বছর পাচ্ছেন ১১ কোটি ৫০ লক্ষ টাকা।
ছবি: সংগৃহীত।
২১৩৪
পঞ্জাব দলে দরের বিচারে এর পর রয়েছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার পাচ্ছেন ৯ কোটি ২৫ লক্ষ টাকা। লক্ষণীয়, পঞ্জাব দলে প্রথম তিন দামি ক্রিকেটারই বিদেশি।
ছবি: সংগৃহীত।
২২৩৪
দিল্লি ক্যাপিটালসে এ বছর সবচেয়ে দামি হলেন ব্যাটার তথা উইকেটরক্ষক ঋষভ পন্থ। তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
২৩৩৪
দামের বিচারে দিল্লিতে ঋষভের পরেই রয়েছেন আর এক ভারতীয় অলরাউন্ডার অক্ষর পটেল। তিনি পাচ্ছেন ১২ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
২৪৩৪
দিল্লির তৃতীয় দামি ক্রিকেটারও ভারতীয়। পৃথ্বী শ’কে দিল্লি রেখেছে ৮ কোটি টাকা দিয়ে।
ছবি: সংগৃহীত।
২৫৩৪
রাজস্থান রয়্যালসে সবচেয়ে দামি ক্রিকেটার সঞ্জু স্যামসন। ব্যাটার তথা উইকেটরক্ষককে রাজস্থান রেখেছে ১৪ কোটি টাকা দিয়ে।
ছবি: সংগৃহীত।
২৬৩৪
রাজস্থানের দ্বিতীয় সর্বোচ্চ দামি হলেন ইংল্যান্ডের জস বাটলার। তিনি পাচ্ছেন ১০ কোটি টাকা। তিনিও ব্যাটার এবং উইকেটরক্ষক।
ছবি: সংগৃহীত।
২৭৩৪
দুই ব্যাটার তথা উইকেটরক্ষকের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করার পর রাজস্থান তিন নম্বর স্থানটি রেখেছে বোলারের জন্য। রাজস্থানে দরের বিচারে তৃতীয় প্রাক্তন নাইট প্রসিদ্ধ কৃষ্ণ। পাচ্ছেন ১০ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
২৮৩৪
লখনউ সুপার জায়ান্টস দলে এ বছর সবচেয়ে বেশি দর উঠেছে লোকেশ রাহুলের। ভারতীয় ব্যাটার পাচ্ছেন ১৭ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
২৯৩৪
রাহুলের পর বিদেশি উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরাণকে দলে রেখেছে লখনউ। তিনি পাচ্ছেন ১৬ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
৩০৩৪
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস এ বছর লখনউ থেকে পাচ্ছেন ১০ কোটি টাকা। তিনি দরের বিচারে দলে তৃতীয়।
ছবি: সংগৃহীত।
৩১৩৪
গুজরাত টাইটানস দলে সবচেয়ে বেশি দাম পাচ্ছেন হার্দিক পাণ্ড্য। তাঁকে দেওয়া হচ্ছে ১৫ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
৩২৩৪
গুজরাত দলে দরের বিচারে যুগ্ম প্রথম আফগানিস্তানের স্পিনার রশিদ খান। হার্দিকের সঙ্গে তিনিও পাচ্ছেন ১৫ কোটি টাকা।
ছবি: সংগৃহীত।
৩৩৩৪
গুজরাতে তৃতীয় হিসাবে রাহুল তেওয়াটিয়া পাচ্ছেন ৯ কোটি টাকা। ভারতের এই অলরাউন্ডার রয়েছেন হার্দিক এবং রশিদের ঠিক পরেই।
ছবি: সংগৃহীত।
৩৪৩৪
আইপিএলের বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলগুলির দরের বিচারে প্রথম তিনে পাওয়া যায়নি। তবে তাঁরাও কম যান না। ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনিকে চেন্নাই এ বছর দিচ্ছে ১২ কোটি টাকা। কলকাতায় সুনীল নারাইন পাচ্ছেন ৬ কোটি টাকা। পঞ্জাব শিখর ধাওয়ানকে দিচ্ছে ৯ কোটি টাকা। সাড়ে ৫ কোটি টাকায় বেঙ্গালুরুতে রয়েছেন দীনেশ কার্তিক। দিল্লিতে ডেভিড ওয়ার্নার পাচ্ছেন ৬ কোটি ২৫ লক্ষ টাকা। সাড়ে ৬ কোটি টাকায় রাজস্থানে রয়েছেন যুজবেন্দ্র চহাল। ওই দলেই রবিচন্দ্রন অশ্বিন পাচ্ছেন ৫ কোটি টাকা। গুজরাতে মহম্মদ শামি পাচ্ছেন ৬ কোটি ২৫ লক্ষ টাকা। শুভমন গিল পাচ্ছেন ৮ কোটি টাকা। এ ছাড়া, মুম্বইয়ে সূর্যকুমার যাদবকে দেওয়া হচ্ছে ৮ কোটি। এই দলে ৩০ লক্ষ টাকা দিয়ে রাখা হয়েছে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনকে।