একটা আণুবীক্ষনিক ভাইরাস মৃত্যুভয়ের কাঁপুনি ধরিয়ে দিল প্রকাণ্ড এই পৃথিবীর কোনা থেকে কোনায়। হাজারে হাজারে কফিনের লাইন, গণকবর, গণচিতা— এমন দৃশ্য বিশ্ব সম্প্রতি দেখেনি। ‘মহাশক্তিধর’ আমেরিকা অসহায় হয়ে দেখছে। ‘মহাশক্তিধর’ বিজ্ঞান এক বছরে কাবু করতে পারেনি কোভিড-১৯কে। অদ্ভুত একটা বছর। ভয়ঙ্কর একটা বছর। এই চিত্র-প্রতিবেদনে আনন্দবাজার ডিজিটাল বেছে নিল বছরের প্রত্যেকটা মাসের বিশ্বের একটা করে সেরা ছবি। সেই মাসের ছবি। সেই মাসের-কথা বলা ছবি।
বিপদের শুরু ডিসেম্বর থেকে। আতঙ্ক হয়ে দাঁড়াল জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার দাবানলও তাই, চিনের ভাইরাস সংক্রমণও তাই। বহু বন্যপ্রাণ কেড়ে নিয়ে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে মে মাসে। কিন্তু করোনার মারণগ্রাস চিন থেকে ছড়িয়ে পড়ার পর সারা পৃথিবীকে এখনও জর্জরিত করে রেখেছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় অজানা এক ভাইরাস নিয়ে সতর্কবার্তা পোস্ট করেন চিনের চিকিৎসক লি ওয়েনলিয়াং। তার পর সে দেশের গবেষকরা আবিষ্কার করেন, ওই ভাইরাস থেকে ইতিমধ্যেই মানবশরীরে সংক্রমণ ছড়িয়েছে। ১১ জানুয়ারি চিনে ওই ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হয়ে প্রথম এক রোগীর মৃত্যু হয়। ২৩ জানুয়ারি উহানে সম্পূর্ণ লকডাউন ঘোষিত হয়। ২১ জানুয়ারি আমেরিকায় প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। ৩০ জানুয়ারি পৃথিবী জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।