অনেকেই জানেন, ব্রোঞ্জ ও লৌহ যুগে বর্তমান ব্রিটেনের প্রাচীন অধিবাসীরা দেবতাকে তুষ্ট করতে বা মৃতের আত্মার শান্তির জন্য নানা জিনিস উপহার হিসাবে নদীতে অর্পণ করতেন। সম্প্রতি পূর্ব লন্ডনের এক জায়গায় খনন কার্য চালানোর পর গবেষকদের দাবি, খ্রিস্টপূর্ব নবম শতকে ব্রোঞ্জ যুগে শুধুমাত্র টেমস নদীকে শ্রদ্ধা জানাতে একটি আস্ত মন্দিরই গড়ে উঠেছিল।