Advertisement
০৩ নভেম্বর ২০২৪
England castle

কোথাও ১০০০ ঘর তো কোথাও ৮০টি শৌচালয়! এই প্রাসাদগুলি আপনার চোখ ধাঁধিয়ে দেবে

বাকিংহাম রাজপ্রাসাদ। সরকারি ভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবন। ১৭০৩ সাল লাগাদ এটি তৈরি হয়েছিল বলে জানা যায়।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৬
Share: Save:
০১ ১৫
বাকিংহাম রাজপ্রাসাদ। সরকারি ভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবন। ১৭০৩ সাল লাগাদ এটি তৈরি হয়েছিল বলে জানা যায়। এর পর ১৭৬১ সালে রাজা তৃতীয় জর্জের সময় ও পরবর্তীতে ১৯ শতকে এটির বিস্তৃতি ঘটে। প্রায় সাড়ে ৮ লক্ষ বর্গফুটের এই প্রাসাদে মোট ৭৭৫টি ঘর রয়েছে। এর মধ্যে বিলাসবহুল শৌচালয়ই রয়েছে ৮০টি।

বাকিংহাম রাজপ্রাসাদ। সরকারি ভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবন। ১৭০৩ সাল লাগাদ এটি তৈরি হয়েছিল বলে জানা যায়। এর পর ১৭৬১ সালে রাজা তৃতীয় জর্জের সময় ও পরবর্তীতে ১৯ শতকে এটির বিস্তৃতি ঘটে। প্রায় সাড়ে ৮ লক্ষ বর্গফুটের এই প্রাসাদে মোট ৭৭৫টি ঘর রয়েছে। এর মধ্যে বিলাসবহুল শৌচালয়ই রয়েছে ৮০টি।

০২ ১৫
সপ্তাহের বেশির ভাগ সময় রানি দ্বিতীয় এলিজাবেথ এই প্রাসাদে থাকেন। বছরে প্রায় ৫০ হাজার অতিথি এই প্রাসাদে আসেন। রানির নিজস্ব পছন্দের গ্যালারিতে রয়েছে সারা বিশ্বের অন্যতম সেরা প্রায় ৪৫০টি ছবি। ৪০ একর খেলার মাঠও রয়েছে এই প্রাসাদ সংলগ্ন এলাকায়।

সপ্তাহের বেশির ভাগ সময় রানি দ্বিতীয় এলিজাবেথ এই প্রাসাদে থাকেন। বছরে প্রায় ৫০ হাজার অতিথি এই প্রাসাদে আসেন। রানির নিজস্ব পছন্দের গ্যালারিতে রয়েছে সারা বিশ্বের অন্যতম সেরা প্রায় ৪৫০টি ছবি। ৪০ একর খেলার মাঠও রয়েছে এই প্রাসাদ সংলগ্ন এলাকায়।

০৩ ১৫
উইন্ডসর কাসল। লন্ডনের পশ্চিমে অবস্থিত ১১০০ শতকের এই প্রাসাদটি। সপ্তাহান্তের বেশির ভাগ সময়ই রানি এলিজাবেথ থাকেন এই ১০০০ ঘর বিশিষ্ট প্রাসাদে, বিশেষ করে ইস্টারের সময়। বিখ্যাত শিল্পীদের আঁকা (রুবেনস, ক্যানালেত্তো) বিরল ছবি রয়েছে এই প্রাসাদে। রয়েছে প্রাচীন আমলের বিরল আসবাবপত্রও, যেমন দ্বিতীয় চার্লসের খাট। মধ্যযুগের সেন্ট জর্জ চ্যাপেল ও হল রয়েছে এখানেই।

উইন্ডসর কাসল। লন্ডনের পশ্চিমে অবস্থিত ১১০০ শতকের এই প্রাসাদটি। সপ্তাহান্তের বেশির ভাগ সময়ই রানি এলিজাবেথ থাকেন এই ১০০০ ঘর বিশিষ্ট প্রাসাদে, বিশেষ করে ইস্টারের সময়। বিখ্যাত শিল্পীদের আঁকা (রুবেনস, ক্যানালেত্তো) বিরল ছবি রয়েছে এই প্রাসাদে। রয়েছে প্রাচীন আমলের বিরল আসবাবপত্রও, যেমন দ্বিতীয় চার্লসের খাট। মধ্যযুগের সেন্ট জর্জ চ্যাপেল ও হল রয়েছে এখানেই।

০৪ ১৫
রানির সঙ্গে এই প্রাসাদে বিশ্বের রাষ্ট্রনেতাদের বৈঠক হয়েছে অনেক বার। প্রায় ৫ লক্ষ বর্গফুটের এই প্রাসাদের রক্ষণাবেক্ষণের খরচ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ১৯৯২ সালে আগুন লাগার পর এই প্রাসাদ মেরামত করতে ২৩৫ কোটি টাকা খরচ হয়েছিল।

রানির সঙ্গে এই প্রাসাদে বিশ্বের রাষ্ট্রনেতাদের বৈঠক হয়েছে অনেক বার। প্রায় ৫ লক্ষ বর্গফুটের এই প্রাসাদের রক্ষণাবেক্ষণের খরচ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ১৯৯২ সালে আগুন লাগার পর এই প্রাসাদ মেরামত করতে ২৩৫ কোটি টাকা খরচ হয়েছিল।

০৫ ১৫
হোলিরুড হাউস। ১৬০০ শতকে স্কটল্যান্ডের রাজা-রানিরা থাকতেন এই প্রাসাদে। আরও আগে ১১২৮ সালে এটি ছিল একটি মনাস্ট্রি। স্কটল্যান্ডের রাজা চতুর্থ জেমস এটি তৈরি করেন। পরে ইংল্যান্ডের রাজারানিরা এটির দেখভাল করতেন। স্কটল্যান্ডের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এই প্রাসাদ।

হোলিরুড হাউস। ১৬০০ শতকে স্কটল্যান্ডের রাজা-রানিরা থাকতেন এই প্রাসাদে। আরও আগে ১১২৮ সালে এটি ছিল একটি মনাস্ট্রি। স্কটল্যান্ডের রাজা চতুর্থ জেমস এটি তৈরি করেন। পরে ইংল্যান্ডের রাজারানিরা এটির দেখভাল করতেন। স্কটল্যান্ডের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এই প্রাসাদ।

০৬ ১৫
স্কটল্যান্ডে রানির অফিসিয়াল কাজকর্মও হয় এই প্রাসাদ থেকেই। তাঁদের ব্যক্তিগত থাকার জায়গা, আর্ট গ্যালারি খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। স্কটল্যান্ডের প্রায় ১০০ জন শাসকের ছবি রয়েছে এই গ্যালারিতে। প্রায় ৮৬ কোটি টাকা দিয়ে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ হয়েছে এই প্রাসাদে।

স্কটল্যান্ডে রানির অফিসিয়াল কাজকর্মও হয় এই প্রাসাদ থেকেই। তাঁদের ব্যক্তিগত থাকার জায়গা, আর্ট গ্যালারি খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। স্কটল্যান্ডের প্রায় ১০০ জন শাসকের ছবি রয়েছে এই গ্যালারিতে। প্রায় ৮৬ কোটি টাকা দিয়ে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ হয়েছে এই প্রাসাদে।

০৭ ১৫
স্কট-বারোনিয়াল স্টাইলের এই বালমোরাল প্রাসাদটি প্রায় ৫০ হাজার একর জমির উপর তৈরি। প্রাচীন ক্যালিডোনিয়ান স্টাইলে তৈরি এই প্রাসাদটি। প্রাসাদ লাগোয়া বেশ কিছু প্রাচীন বাংলোও রয়েছে। এটি একেবারে রানির নিজস্ব সম্পত্তি।

স্কট-বারোনিয়াল স্টাইলের এই বালমোরাল প্রাসাদটি প্রায় ৫০ হাজার একর জমির উপর তৈরি। প্রাচীন ক্যালিডোনিয়ান স্টাইলে তৈরি এই প্রাসাদটি। প্রাসাদ লাগোয়া বেশ কিছু প্রাচীন বাংলোও রয়েছে। এটি একেবারে রানির নিজস্ব সম্পত্তি।

০৮ ১৫
বালমোরাল প্রাসাদে সাধারণত রানি এলিজাবেথ থাকেন অগস্ট ও সেপ্টেম্বর মাস নাগাদ। এটিও দর্শকদের জন্য খুলে দেওয়া হয় গ্রীষ্মকালে।

বালমোরাল প্রাসাদে সাধারণত রানি এলিজাবেথ থাকেন অগস্ট ও সেপ্টেম্বর মাস নাগাদ। এটিও দর্শকদের জন্য খুলে দেওয়া হয় গ্রীষ্মকালে।

০৯ ১৫
স্যান্ডরিংহ্যাম প্রাসাদ প্রায় ২০ হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত। ১৮৬২ সালে রানি ভিক্টোরিয়া এটি নিজের ছেলে সপ্তম এডওয়ার্ডের জন্য ক্রয় করেন। বড়দিন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রানি এলিজাবেথ থাকেন এই প্রাসাদেই। জনগণের উদ্দেশে বলা তাঁর বেশিরভাগ বার্তাই এই বাড়ি থেকে রেকর্ড হয়।

স্যান্ডরিংহ্যাম প্রাসাদ প্রায় ২০ হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত। ১৮৬২ সালে রানি ভিক্টোরিয়া এটি নিজের ছেলে সপ্তম এডওয়ার্ডের জন্য ক্রয় করেন। বড়দিন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রানি এলিজাবেথ থাকেন এই প্রাসাদেই। জনগণের উদ্দেশে বলা তাঁর বেশিরভাগ বার্তাই এই বাড়ি থেকে রেকর্ড হয়।

১০ ১৫
এই প্রাসাদকে বলা হয় ইংল্যান্ডের সবচেয়ে আরামদায়ক জায়গা। এটি ইংল্যান্ডের প্রথম কয়েকটি বাড়ির অন্যতম যেখানে প্রথমবার ফ্লাশিং টয়লেট, শাওয়ার বাথ, গ্যাস লাইটিংয়ের ব্যবস্থা ছিল। ১৮৭০ সাল লাগাদ পুনর্নির্মাণ করা হয় এটি।

এই প্রাসাদকে বলা হয় ইংল্যান্ডের সবচেয়ে আরামদায়ক জায়গা। এটি ইংল্যান্ডের প্রথম কয়েকটি বাড়ির অন্যতম যেখানে প্রথমবার ফ্লাশিং টয়লেট, শাওয়ার বাথ, গ্যাস লাইটিংয়ের ব্যবস্থা ছিল। ১৮৭০ সাল লাগাদ পুনর্নির্মাণ করা হয় এটি।

১১ ১৫
উত্তর আয়ারল্যান্ডের লিসবার্নের কাছে এই প্রাসাদে রানি সবচেয়ে কম দিন থেকেছেন। ১৮ শতকের শেষের দিকে এই হিলসবোরো প্রাসাদ তৈরি করেন উইলস হিল। দু’একর জমির উপর তৈরি এই দোতলা জর্জিয়ান ম্যানসনটি।

উত্তর আয়ারল্যান্ডের লিসবার্নের কাছে এই প্রাসাদে রানি সবচেয়ে কম দিন থেকেছেন। ১৮ শতকের শেষের দিকে এই হিলসবোরো প্রাসাদ তৈরি করেন উইলস হিল। দু’একর জমির উপর তৈরি এই দোতলা জর্জিয়ান ম্যানসনটি।

১২ ১৫
১৯২২ সালে আয়ারল্যান্ড গঠনের পর ব্রিটিশ সরকাররকে হিলসবোরো প্রাসাদ বিক্রি করা হয়। এর ডাইনিং হলে ৩২ জন অতিথি এক সঙ্গে বসতে পারেন।

১৯২২ সালে আয়ারল্যান্ড গঠনের পর ব্রিটিশ সরকাররকে হিলসবোরো প্রাসাদ বিক্রি করা হয়। এর ডাইনিং হলে ৩২ জন অতিথি এক সঙ্গে বসতে পারেন।

১৩ ১৫
১৯৮৫ সালে অ্যাংলো-আইরিশ চুক্তিও হয় এই হিলসবোরো প্রাসাদে। এটি সাধারণের জন্য খুলে দেওয়া হয় এপ্রিল, মে, জুন সেপ্টেম্বরে। এই প্রাসাদের বাগান, সমাধিক্ষেত্র, উডল্যান্ড দেখলে চোখ ফেরানো যায় না।

১৯৮৫ সালে অ্যাংলো-আইরিশ চুক্তিও হয় এই হিলসবোরো প্রাসাদে। এটি সাধারণের জন্য খুলে দেওয়া হয় এপ্রিল, মে, জুন সেপ্টেম্বরে। এই প্রাসাদের বাগান, সমাধিক্ষেত্র, উডল্যান্ড দেখলে চোখ ফেরানো যায় না।

১৪ ১৫
১৭০০ শতকের কেনসিংটন রাজপ্রাসাদের বর্তমান বাসিন্দা কেমব্রিজের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী কেট। প্রায় ৪.৫ মিলিয়ন ডলার (৩৩ কোটি টাকা) খরচ করে ১৯টি ঘরের স্যুটের রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

১৭০০ শতকের কেনসিংটন রাজপ্রাসাদের বর্তমান বাসিন্দা কেমব্রিজের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী কেট। প্রায় ৪.৫ মিলিয়ন ডলার (৩৩ কোটি টাকা) খরচ করে ১৯টি ঘরের স্যুটের রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

১৫ ১৫
রানির বোন মার্গারেট প্রথম দিকে এই বাড়িতে থাকতেন। ১৮ শতকের আমলের বাগান রয়েছে এখানে। এই প্রাসাদেই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। ছবি ও আসবাবপত্র ছাড়াও প্রিন্সেস ডায়ানার পোশাকের প্রদর্শনী দর্শকের কাছে এই প্রাসাদের অন্যতম আকর্ষণ।

রানির বোন মার্গারেট প্রথম দিকে এই বাড়িতে থাকতেন। ১৮ শতকের আমলের বাগান রয়েছে এখানে। এই প্রাসাদেই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। ছবি ও আসবাবপত্র ছাড়াও প্রিন্সেস ডায়ানার পোশাকের প্রদর্শনী দর্শকের কাছে এই প্রাসাদের অন্যতম আকর্ষণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE