উইন্ডসর কাসল। লন্ডনের পশ্চিমে অবস্থিত ১১০০ শতকের এই প্রাসাদটি। সপ্তাহান্তের বেশির ভাগ সময়ই রানি এলিজাবেথ থাকেন এই ১০০০ ঘর বিশিষ্ট প্রাসাদে, বিশেষ করে ইস্টারের সময়। বিখ্যাত শিল্পীদের আঁকা (রুবেনস, ক্যানালেত্তো) বিরল ছবি রয়েছে এই প্রাসাদে। রয়েছে প্রাচীন আমলের বিরল আসবাবপত্রও, যেমন দ্বিতীয় চার্লসের খাট। মধ্যযুগের সেন্ট জর্জ চ্যাপেল ও হল রয়েছে এখানেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy