Abandoned houses in Japan are being sold for tiny price dgtl
Japan
নামমাত্র দামে ভাল বাড়ি খুঁজছেন? চলে আসুন এখানে
বাড়ি ভাড়া দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন? কিন্তু নতুন বাড়ি কেনার রসদ নেই? অথবা ব্যাঙ্ক লোন নিয়েও বাড়ি কেনার ঠিক ভরসা পাচ্ছেন না। এদিকে বন্ধুবান্ধব বা পরিচিত জনেরা দিব্যি যে যার মতো বাড়ি কিনে জোগাড় করে নিচ্ছেন মাথার উপর নিশ্চিন্ত ছাদ। এই রকম টানাপড়েনের পরিস্থিতির মধ্যে দিয়ে কম-বেশি আমাদের অনেককেই কখনও না কখনও যেতে হয়।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ১০:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
নামমাত্র খরচে এ বার চোখধাঁধানো বাড়ি পেতে পারেন আপনিও। তবে বদলাতে হবে ঠিকানা। বিষয়টা ঠিক কী?
০২১০
হতাশ হবেন না। নামমাত্র খরচে এ বার চোখধাঁধানো বাড়ি পেতে পারেন আপনিও। তবে বদলাতে হবে ঠিকানা। বিষয়টা ঠিক কী?
০৩১০
আসলে জাপানের বিভিন্ন শহরে প্রায় ৮০ লক্ষ পরিত্যক্ত বাড়ি পড়ে আছে। পরিত্যক্ত বাড়ির এই বাড়বাড়ন্ত হওয়ার জন্য জাপান সরকার খুব সামান্য দামে অনলাইনে এই বাড়িগুলি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
০৪১০
জাপান ছাড়াও অন্য দেশের বাসিন্দারাও কিনতে পারবেন এই বাড়িগুলি। কিছু বাড়ির ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজনীয় ট্যাক্স ও এজেন্ট কমিশন দিলেই চলবে। ভাল অবস্থায় থাকা বাড়ি অথবা বিলাসবহুল বাংলোগুলির ক্ষেত্রে অবশ্য দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ থেকে ১ কোটি ২৭ লক্ষ টাকার মতো।
০৫১০
এমনকি যে সব বাড়িগুলোর মেরামত প্রয়োজন সেগুলির জন্য সরকারের তরফে ভর্তুকিও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
০৬১০
কিন্তু এত পরিত্যক্ত বাড়ির বাড়বাড়ন্ত হওয়ার কারণ কী?
০৭১০
সূত্র বলছে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে চলাতেই এই অবস্থা দাড়িয়েছে জাপানে। সরকারি একটি রিপোর্টে দেখা যাচ্ছে, অবসরের পরেই মৃত্যুর হার জাপানে অত্যন্ত বেড়ে গেছে। তাই তাঁদের ঘরগুলিও ফাঁকা পড়ে থাকছে।
০৮১০
জনসমীক্ষায় দেখা যাচ্ছে যে, জাপানে প্রতি ৪ জনের মধ্যে মাত্র একজন ব্যক্তির বয়স ৬৫ বছরের বেশি। এর সঙ্গেই এই দেশে জন্মহারের থেকে মৃত্যুহার অত্যন্ত বেশি হওয়ায় পরবর্তী কয়েক বছরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারি রিপোর্টে।
০৯১০
এছাড়াও জাপানিরা বেশ কুসংস্কার প্রবণ। তাই যে সব বাড়িতে আত্মহত্যা, খুন বা অপঘাতে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, সেই সমস্ত বাড়িতে কেউ থাকতে চায় না সেখানে।