সাধারণ তেলুগু পরিবারে জন্ম সত্য নাদেলার। বয়স এখন ৫৬। প্রাথমিক পড়াশোনা হায়দরাবাদের কলেজে। পরে বিদেশি ডিগ্রি নিয়ে ১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দেন নাদেলা। প্রথমে সার্ভার অ্যান্ড টুল বিভাগে কাজ করতে শুরু করেছিলেন। ধীরে ধীরে উন্নতি হয়। তাঁর নেতৃত্বে ক্লাউড কম্পিউটিং সংক্রান্ত কাজে যোগ দিয়ে বিপুল এগিয়ে যায় মাইক্রোসফট।
জলন্ধরের শিখ পরিবারের সন্তান বঙ্গা জন্মেছিলেন পুণেতে। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনা অফিসার। শিমলা, দিল্লি, হায়দরাবাদে স্কুল কলেজের পড়াশোনা। অর্থনীতি নিয়ে স্নাতক হওয়ার পর আমদাবাদ থেকে এমবিএ করেন। ১৯৮১ সালে কেরিয়ার শুরু নেসলে-তে শিক্ষানবিশ হিসাবে। তবে খুব শীঘ্রই ব্যাঙ্কিং সেক্টরে চলে আসেন। তার পর ক্রমশই উন্নতি হয়েছে বঙ্গার।
আমেরিকার কম্পিউটার নেটওয়ার্কিংয়ের নামী সংস্থা আরিস্টা নেটওয়ার্কের মাথায় রয়েছেন যিনি, তিনি এক ভারতীয় নারী। নাম জয়শ্রী উল্লাল। বয়স ৬২। লন্ডনের হিন্দু পরিবারে জন্ম হলেও জয়শ্রীর স্কুলের পড়াশোনা পুরোটাই দিল্লিতে। পরে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়তে আবার বিদেশে চলে আসেন জয়শ্রী। পরে বিদেশেই কর্মজীবন শুরু করেন।
এই জয়শ্রীকে বিশ্বের নেটওয়ার্কিং জগতের প্রথম পাঁচ সেরা প্রভাবশালীদের একজন বলে উল্লেখ করেছিল ফোর্বস পত্রিকা। পরে ব্যারন এবং ফরচুন নামের বাণিজ্য সংক্রান্ত পত্রিকাও তাঁকে বিশ্বের অন্যতম সেরা সিইও এবং অন্যতম সেরা ব্যবসায়ীর তকমা দেন। এই জয়শ্রীকেই ২০০৮ সালে আরিস্তা তাদের সিইও এবং প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জন্ম। বাবা এক ভারতীয় বায়ুসেনা অফিসার। বায়ুসেনার স্কুলেই পড়াশোনা। পরে বেনারসের আইআইটি (বিএইচইউ)-এ ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হন। আরোরা ২০১১-২০১৪ সাল পর্যন্ত গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০১৪ সালে সফট ব্যাঙ্কের প্রেসিডেন্ট হন। ২০১৮ সালে পালো অল্টোয় সিইও হিসাবে দায়িত্ব নেন নিকেশ।
লক্ষ্মণ নরসিংহ এখন আমেরিকার বহুজাতিক কফি সংস্থা স্টারবাকস-এর সিইও। এককালে পেপসিকো-র সিওও এবং রেকিট সংস্থার সিইও হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ৫৬ বছরের লক্ষ্মণের জন্ম মহারাষ্ট্রের পুণের এক হিন্দু পরিবারে। পুণেতেই ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হয়েছেন। পরে এমবিএ করেন বিদেশে। ২০২২ সালে তাঁকে নিজেদের সিইও হিসাবে ঘোষণা করে স্টারবাকস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy