আবার ভারত বনাম পাকিস্তান। এবং আবার ভারতের জয়। দুই দেশের মধ্যে টি২০ ম্যাচ হলেই ভারতের জয় যেন মোটামুটি নিশ্চিত। অন্তত পরিসংখ্যান সেই কথাই বলছে। রেকর্ড বলছে, ক্রিকেট মাঠের দুই চিরশত্রু পরস্পরের বিরুদ্ধে খেলেছে ১০টি টি২০ ম্যাচ। রবিবারের ম্যাচ নিয়ে এর মধ্যে ভারত জিতেছে আটটি। পাকিস্তান জিতেছে মাত্র দু’টিতে।
ভারতের এই একচেটিয়া জয়ের শুরুটা দেড় দশক আগে। আইসিসি ওয়ার্ল্ড টি২০-এর সেই ম্যাচ হয়েছিল ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর, ডারবানে। প্রথমে ব্যাট করে মহম্মদ আসিফের দুর্দান্ত বোলিংয়ের সামনে নড়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন আসিফ। রবিন উথাপ্পা ছাড়া সে ভাবে কেউ ব্যাট করতেই পারেননি। মাত্র ১৪১ রানে শেষ হয় ভারতের ইনিংস।