Including Pushpa 2, eight Indian movies those crossed 1000 crore in box office dgtl
1000 Crore Club
সাত দিনেই হাজার কোটি! ‘পুষ্পা’র আগে ১০০০ কোটির ক্লাবে ‘রাজ’ করেছে ছয় নায়কের ছবি
শুধু ‘পুষ্পা ২: দ্য রুল’ নয়। ১০০০ কোটি টাকা ক্লাবে রয়েছে বহু ভারতীয় ছবি। দক্ষিণী ছবির পাশাপাশি সেই তালিকায় রয়েছে হিন্দি ছবির নামও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে অল্লু অর্জুনের ছবি।
০২২০
বক্স অফিস সূত্রে খবর, ‘পুষ্পা ২: দ্য রুল’ সমস্ত ভারতীয় ছবির ক্ষেত্রে মাইলফলক গড়ে তুলেছে। এই ছবিটিই সর্বপ্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে ১০০০ কোটি টাকা ক্লাবে নাম লিখিয়েছে।
০৩২০
শুধু ‘পুষ্পা ২: দ্য রুল’ নয়। ১০০০ কোটি টাকা ক্লাবে রয়েছে বহু ভারতীয় ছবি। দক্ষিণী ছবির পাশাপাশি সেই তালিকায় রয়েছে হিন্দি ছবির নামও।
০৪২০
২০২৩ সালের জানুয়ারি মাসে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায় জন আব্রাহমকে।
০৫২০
মুক্তি পাওয়ার ৫১ দিনের মাথায় বক্স অফিস থেকে ১০৪৬.৬০ কোটি টাকা উপার্জন করেছে ২৫০ কোটি টাকা বাজেটের ছবি ‘পাঠান’।
০৬২০
২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ছবিটি। এই ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন আমির খান। ফতিমা সানা শেখ এবং সানিয়া মলহোত্রের কেরিয়ারে এই ছবিটি ছিল মাইলফলক।
০৭২০
৭০০ কোটি টাকার ব্যবসা করেছিল ‘দঙ্গল’। ছবিটি মুক্তি পাওয়ার এক বছর পর চিনের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছিল ‘দঙ্গল’। বিশ্ব জুড়ে বক্স অফিস থেকে মোট ১৯৬৮ কোটি টাকা উপার্জন করেছে ছবিটি।
০৮২০
২০১৫ সালে মুক্তি পাওয়ার পর ভারতে সাড়া ফেলেছিল ‘বাহুবলী’ ছবির প্রথম পর্ব। তার দু’বছর পর এই তেলুগু ছবিটির দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুসন’ মুক্তি পায়। ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিল এই ছবিটিও।
০৯২০
এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’র দ্বিতীয় পর্বে প্রভাস, রানা দগ্গুবতি, অনুষ্কা শেট্টি এবং তামান্নার মতো দক্ষিণী তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছে। গ্লোবাল বক্স অফিস থেকে ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
১০২০
২০২২ সালে ২৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশন ড্রামা ঘরানার তেলুগু ছবি ‘আরআরআর’। সম্প্রতি অস্কারের শিরোপাও জুটিয়ে ফেলেছে এই ছবির গান ‘নাটু নাটু’। এই গানের তালে মেতে উঠেছে বিশ্ব।
১১২০
১০০০ কোটি টাকার ক্লাবে পা ফেলেছে ‘আরআরআর’ ছবিটি। বিশ্ব জুড়ে বক্স অফিস থেকে ১২৫০ কোটি টাকা উপার্জন করেছে এই ছবি। ‘আরআরআর’-এর পরিচালনার দায়িত্বে ছিলেন এসএস রাজামৌলি।
১২২০
‘আরআরআর’ ছবিতে এনটি রামারাও জুনিয়র, রামচরণের মতো দক্ষিণী অভিনেতাদের পাশাপাশি বলিপাড়ার তারকারাও এই ছবিতে কাজ করেছিলেন। আলিয়া ভট্ট এবং অজয় দেবগন অভিনয় করেছিলেন ‘আরআরআর’-এ।
১৩২০
২০১৮ সালে ‘কেজিএফ’ ছবির প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর পরবর্তী পর্ব মুক্তির অপেক্ষায় মুখিয়ে ছিল দর্শক। তিন বছর পর ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। ১০০০ কোটি টাকা ক্লাবে রয়েছে এই ছবিটি।
১৪২০
গ্লোবাল বক্স অফিস থেকে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে কন্নড় ছবি ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্ব। দক্ষিণী অভিনেতা যশের পাশাপাশি এই ছবিতে হিন্দি ফিল্মজগতের তারকা সঞ্জয় দত্ত এবং রবিনা টন্ডনও অভিনয় করেছেন।
১৫২০
১০০০ কোটি টাকার ক্লাবে নাম রয়েছে শাহরুখের আরও একটি ছবির। ২০২৩ সালেই পর পর দু’টি ছবি দিয়ে বক্স অফিস মাতিয়েছিলেন বলিউডের ‘বাদশা’।
১৬২০
বক্স অফিস সূত্রে খবর, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় মুক্তি পায় ‘জওয়ান’। শাহরুখের এই ছবি মুক্তির ১৮ দিনের মাথায় ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলে।
১৭২০
চলতি বছরের জুন মাসে নাগ অশ্বিনের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলুগু ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। এই ছবিতে দক্ষিণী তারকা প্রভাসের পাশাপাশি মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় বলি তারকা অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনকে।
১৮২০
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি মুক্তির ১৫ দিন পর বক্স অফিসে তা ১০০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে।
১৯২০
১০০০ কোটি টাকা ক্লাবে নাম না লেখালেও বক্স অফিস থেকে খুব একটা কম উপার্জন করেনি সলমন খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। গ্লোবাল বক্স অফিস থেকে ৯১৮ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
২০২০
কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটির বাজেট ছিল ৯০ কোটি টাকা। মুক্তির পর বক্স অফিস থেকে বাজেটের দশ গুণ উপার্জন করেছে ছবিটি।