সময়টা ১৯৮৯ সাল। ককপিটে ওঠার সময় হয়ে এসেছে। ক্রু সদস্যরা সকলেই নিজেদের কাজে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও কানে এল, ‘‘কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি উঠে পড়ুন।’’ তাঁকে বিমান চালাতে দেখলে যাত্রীরা ভয় পেয়ে বিমান থেকে নেমে পড়বেন! সেই আশঙ্কাতেই কি তাড়াহুড়ো করে সকলের নজর এড়িয়ে ককপিটে উঠে পড়লেন নিবেদিতা ভাসিন, ভারতের কনিষ্ঠতম মহিলা বিমান পাইলট?
বিশ্ব জুড়েই পুরুষেরা সব সময় মহিলাদের থেকে এগিয়ে, কর্মক্ষেত্রে এই বিভাজনরেখা আরও যেন স্পষ্ট করে অনেক সময় বুঝিয়ে দেওয়া হয়। পিতৃতান্ত্রিক সমাজে লিঙ্গবৈষম্যের দিক দিয়ে বিচার করলে বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৫। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এই তথ্য অনুসারে, পিতৃতান্ত্রিক সমাজচিত্র আরও প্রকট হয়ে ওঠে বিশ্ববাসীর সামনে। তালিকায় পিছিয়ে থাকা সত্ত্বেও ভারতের বিমানসংস্থাগুলি সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নজির গড়ে তুলেছে।