
ইসলামাবাদে ফের ক্ষমতাবদল? জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এ বার কুর্সিতে বসাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সেই লক্ষ্যে ‘পথের কাঁটা’ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে রাস্তা থেকে সরানোর তোড়জোড় শুরু করে দিয়েছে তাঁর সরকার। ফলে পশ্চিমের প্রতিবেশী দেশটি আবার রাজনৈতিক সঙ্কটের মুখে পড়তে চলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।