Hyderabad born this engineer girl Manasa Varanasi becomes the Miss India world 2020 dgtl
Manasa Varanasi
টাকাকড়ির তথ্য ঘাঁটাঘাঁটি করতে করতেই ভারতসুন্দরী হয়ে বসলেন এই ইঞ্জিনিয়র
চলতি বছর ১০ ফেব্রুয়ারি একটি সৌন্দর্য প্রতিযোগিতা হয়। সেখানেই এই খেতাব জেতেন মানসা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
প্রিয়ঙ্কা চোপড়াই তাঁর অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণাকে পাথেয় করেই ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২০’ হলেন মানসা বারাণসী। চলতি বছর ১০ ফেব্রুয়ারি একটি সৌন্দর্য প্রতিযোগিতা হয়। সেখানেই এই খেতাব জেতেন মানসা।
০২১০
প্রিয়ঙ্কা চোপড়া যদি অনুপ্রেরণা হন, তাঁর জীবনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন মা, ঠাকুরমা এবং বোন। এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন মানসা।
০৩১০
জন্ম হায়দরাবাদে। শহরেরই এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে ‘ফিনান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ অ্যানালিস্ট’ হিসেবে কাজ করছেন। অর্থনীতির জগৎকে নতুন নতুন ভাবে উন্মোচন করতেই আনন্দ মানসার।
০৪১০
ভাল লাগার বিষয়ের মধ্যে অর্থনীতি যদি তালিকার প্রথম দিকে থাকে, তার পরেই রয়েছে বই পড়া, নাচ, যোগ, এবং প্রকৃতি প্রেমের মতো বিষয় রয়েছে।
০৫১০
শৈশব থেকেই লাজুক স্বভাবের। তাই নিজেকে ব্যক্ত করতে ভারতনট্যম এবং গানকেই বেছে নিয়েছেন তিনি।
০৬১০
এক সাক্ষাৎকারে মানসা বলেন, “যাঁরা সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ প্রিয়ঙ্কা চোপড়াকে। কারণ ওঁর মধ্যে একটা নতুন কিছু করার তাগিদ রয়েছে। যা আমাকে অনুপ্রেরণা দেয়।”
০৭১০
মানসা জানান, কখনও মডেলিংয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল না। বলেন, “আমি যে পরিবার থেকে উঠে এসেছি সেখানে এই পেশাক কখনওই উৎসাহের চোখে দেখা হয় না।”
০৮১০
তিনি আরও বলেন, “শৈশব থেকেই পড়াশোনায় ভাল। সব সময় পড়াশোনা নিয়েই মেতে থাকতাম। প্রথাগত পেশাগুলোকেই জীবনের লক্ষ্য করে এগোচ্ছিলাম।”
০৯১০
কোনও কিছু শেখার প্রতি তাঁর আগ্রহ প্রবল। ভারতনট্যম এবং গানের পাশাপাশি ইশারা ভাষাও শিখেছেন তিনি।
১০১০
মানসা জানিয়েছেন, হায়দরাবাদে ফিরে গিয়ে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করবেন। আগামী দিনে এটাই তাঁর লক্ষ্য।