Howrah opens first 3D planetarium in the country dgtld
3D planetarium
দেশের প্রথম থ্রি-ডি তারামণ্ডলের দরজা খুলল হাওড়ায়, ১৪ কোটির প্রেক্ষাগৃহে টিকিটের দাম কত?
হাওড়া পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই তারামণ্ডলে ২৫ মিনিট ধরে প্রতিটি শো চলবে। এ ছাড়া, এখানে বাংলা, ইংরেজি এবং হিন্দিতেও শো চালু করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
হাওড়াশেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১৪:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
বড়দিনের ছুটির আগেই নতুন আকর্ষণ হাওড়ায়। শুক্রবার থেকে হাওড়ার শরৎ সদনে চালু হল দেশের প্রথম ত্রিমাত্রিক (থ্রি-ডি) তারামণ্ডল।
ছবি: সংগৃহীত।
০২১৩
হাওড়া পুরনিগমের তত্ত্বাবধানে নির্মিত এই তারামণ্ডলের নির্মাণকাজ শেষ হয়ে গেলেও বছর তিনেক ধরে তা বন্ধ ছিল। অবশেষে তার দোর খুলল।
ছবি: সংগৃহীত।
০৩১৩
যদিও দুর্গাপুজোর আগেই এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তা চালু করা সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছেন হাওড়া পুর কর্তৃপক্ষ।
ছবি: সংগৃহীত।
০৪১৩
অবশেষে সেই প্রযুক্তিগত সমস্যা মেটানো হয়েছে। এর পর বৃহস্পতিবার এই তারামণ্ডলের উদ্বোধন করা হয়। থ্রি-ডি তারামণ্ডলের যাত্রা শুরুর দিনে একটি বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছিল। তবে আমজনতার জন্য এর দরজা খুলল শুক্রবার।
ছবি: সংগৃহীত।
০৫১৩
এত দিন পর্যন্ত রাজ্যে একমাত্র তারামণ্ডল ছিল কলকাতার বিড়লা তারামণ্ডল। তবে তাতে দ্বিমাত্রিক (টু়-ডি) শো দেখা যেত। ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই তারামণ্ডলের প্রেক্ষাগৃহে লেজ়ার শোয়ের মাধ্যমে মহাবিশ্বের নানা গ্রহ-নক্ষত্রের খুঁটিনাটি জানা যাবে।
ছবি: সংগৃহীত।
০৬১৩
হাওড়ার পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর দাবি, ‘‘হাওড়া তারামণ্ডল হল দেশের প্রথম থ্রি-ডি (ত্রিমাত্রিক) তারামণ্ডল।’’
ছবি: সংগৃহীত।
০৭১৩
সুজয় আরও বলেন, ‘‘১০০ আসন বিশিষ্ট এই তারামণ্ডলের প্রেক্ষাগৃহে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাপানি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।’’
ছবি: সংগৃহীত।
০৮১৩
সৌরজগতের সঙ্গে দর্শকদের পরিচয় করাতে দিনে মোট ৩টি শো থাকবে এই তারামণ্ডলে। মহাকাশের গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং সেই সম্পর্কিত তথ্যও জানতে পারবেন দর্শকেরা।
ছবি: সংগৃহীত।
০৯১৩
সুজয় জানিয়েছেন, মহাকাশের সাম্প্রতিক আবিষ্কার সম্পর্কে তারামণ্ডলে প্রদর্শনীরও আয়োজন করা হবে।
ছবি: সংগৃহীত।
১০১৩
তারামণ্ডলে আপাতত রবিবার ছাড়া প্রতি দিন দুপুর ৩টে, বিকেল ৪টে এবং ৫টা— এই ৩টি করে শো চলবে বলে জানিয়েছেন হাওড়ার পুর কর্তৃপক্ষ।
ছবি: সংগৃহীত।
১১১৩
পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, তারামণ্ডলে প্রতিটি শো চলবে ২৫ মিনিট ধরে। এ ছাড়া, এখানে বাংলা, ইংরেজি এবং হিন্দিতেও শো চালু করা হয়েছে। সুজয়ের কথায়, ‘‘তারমণ্ডলে থ্রি-ডি অ্যানিমেশন তৈরি করা-সহ অন্যান্য প্রযুক্তিগত সহায়তায় দেশ-বিদেশের সংস্থা যৌথ ভাবে কাজ করেছে।’’
ছবি: সংগৃহীত।
১২১৩
সুজয় আরও বলেন, ‘‘প্রেক্ষাগৃহে প্রতিটি শোয়ের জন্য বড়দের টিকিটে মাথাপিছু খরচ হবে ১২০ টাকা। তবে পড়ুয়াদের জন্য টিকিটের দাম ৭০ টাকা করে। পরিচয়পত্র দেখিয়ে ওই টাকায় টিকিট সংগ্রহ করতে হবে।’’ যদিও পুর সূত্রে খবর, কোনও স্কুল কর্তৃপক্ষ তাদের ছাত্র-ছাত্রীদের একসঙ্গে নিয়ে তারামণ্ডলে এলে মাথাপিছু টিকিটের দাম ৫০ টাকা করে নেওয়া হবে।
ছবি: সংগৃহীত।
১৩১৩
সুজয়ের মন্তব্য, ‘‘এ বার শীতে হাওড়ার বাসিন্দাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার এই থ্রি-ডি তারামণ্ডল।’’