নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের একাংশ চাইছিলেন, তিনি আবার বিয়ের পিঁড়িতে বসুন। আবার নতুন করে সাজিয়ে নিন জীবন। প্রথম বিয়ে ভাঙার বছর ঘুরতে না ঘুরতে সামান্থার দ্বিতীয় বিয়ের গুঞ্জনে হঠাৎ ছেয়ে গিয়েছে চলচ্চিত্র জগৎ। জল্পনা, সামান্থা নতুন জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন, রাজি হয়েছেন বিয়েতেও।