দেশে এক কোটিরও বেশি পেনশনভোগী মানুষ আছেন, যাঁরা পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ যেমন ব্যাঙ্ক, পোস্ট অফিস ইত্যাদির মাধ্যমে তাঁদের বকেয়া পেনশন পান। পেনশনভোগীদের প্রতি বছর নভেম্বর মাসে পেনশন বিতরণকারী কর্তৃপক্ষকে ‘লাইফ সার্টিফিকেট’ জমা করতে হয়। আগে সেই লাইফ সার্টিফিকেটের ফর্ম দেওয়া হত ব্যাঙ্ক-পোস্ট অফিস থেকেই পেনশনভোগীদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা শারীরিক ভাবে সুস্থ নন। সে ক্ষেত্রে এই বয়স্ক মানুষদের কষ্ট লাঘব করতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র।