How many crores have been charged by the actors of Brahmastra dgtl
Brahmastra
কেউ পেলেন এক কোটি তো কেউ ৩০ কোটি! ‘ব্রহ্মাস্ত্র’ থেকে কত উপার্জন করলেন রণলিয়া-অমিতাভরা?
এখনও পর্যন্ত ‘ব্রহ্মাস্ত্র’-এর আয়ের পরিমাণ ২১৫ কোটি থেকে ২২৫ কোটির মধ্যে। কিন্তু এই ছবি থেকে কত টাকা উপার্জন করলেন অভিনেতারা?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
প্রায় এক দশকের পরিশ্রম। অবশেষে গত ৯ সেপ্টেম্বর, শুক্রবার দেশ জুড়ে হিন্দি, তেলুগু, কন্নড়, মালয়ালম-সহ ছ’টি ভাষায় মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্ব।
০২১৬
মুক্তির প্রথম দিনে ৭৫ কোটি টাকা উপার্জন করে এখনও পর্যন্ত ‘ব্রহ্মাস্ত্র’-এর আয়ের পরিমাণ ২১৫ কোটি থেকে ২২৫ কোটির মধ্যে।
০৩১৬
৪১০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শক মহলের মন জিতেছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন এবং মৌনি রায়। বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’।
০৪১৬
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর। এই ছবিতে কাজ করার জন্য পারিশ্রমিকও পেয়েছেন প্রচুর। সংবাদ সংস্থা সূত্র অনুযায়ী, এই ছবি থেকে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা উপার্জন করেছেন রণবীর।
০৫১৬
চলতি বছরের জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত ‘সমশেরা’ ছবিতে অভিনয় করেছিলেন রণবীর। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, ‘সমশেরা’ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেতা।
০৬১৬
আলিয়া ভট্ট এই ছবিতে রণবীরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবি থেকে আলিয়া ২০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
০৭১৬
সংবাদ সংস্থা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র’ থেকে আলিয়ার উপার্জন ১০ থেকে ১২ কোটি টাকা।
০৮১৬
সূত্রের খবর অনুযায়ী, ছবিপ্রতি ১০ থেকে ৩০ কোটি টাকা উপার্জন করেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।
০৯১৬
তবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করে আট কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অমিতাভ।
১০১৬
এই ছবিতে অভিনয় করেছেন তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা নাগার্জুন ।
১১১৬
সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা এই ছবিতে অভিনয় করে নয় থেকে ১১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।
১২১৬
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন মৌনি রায়।
১৩১৬
সংবাদ সংস্থা সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, মৌনি এই ছবি থেকে তিন কোটি টাকা উপার্জন করেছেন।
১৪১৬
এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডের ‘কিং খান’কে। দর্শক মহল তাঁর অভিনয়ে এতই মুগ্ধ যে তাঁর চরিত্রের উপর স্পিন-অফ বানানোর আবেদনও জানিয়েছেন পরিচালকের কাছে।
১৫১৬
তবে, ‘ব্রহ্মাস্ত্র’-এ অভিনয় করে শাহরুখ কত টাকা উপার্জন করেছেন তা জানা যায়নি।
১৬১৬
পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় ডিম্পল কপাডিয়াকেও। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, ডিম্পল এই ছবিতে অভিনয় করে এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।