How does Magic Floating Water Tap work continually dgtl
Magic Tap
শূন্যে ভাসছে কল, একটানা দিব্যি জল পড়ছে, কিন্তু কী ভাবে?
কোনও পাইপ নেই, অথচ কল থেকে অবিরাম জল পড়ে চলেছে! কলের মুখ হাওয়ায় ভাসছে, তা থেকে অঝোর ধারায় জল পড়েই চলেছে। আশ্চর্য হলেও এ রকম কল আমেরিকা, কানাডা, স্পেন ও বেলজিয়ামের পার্কগুলিতে গেলেই দেখতে পাওয়া যাবে। পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই ম্যাজিক কল।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ১৫:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
কোনও অবলম্বন ছাড়াই কলগুলো কী ভাবে দাঁড়িয়ে রয়েছে? আসলে এটা চোখের ভ্রম।
০২০৮
আসল বিষয়টা হল, বিশাল কলের মুখগুলো লম্বা কাচের নলের মাধ্যমে যুক্ত।
০৩০৮
স্বচ্ছ হওয়ায় কল থেকে জল পড়ার কারণে দর্শকদের কাছে সেটা অদৃশ্য বলে মনে হয়।
০৪০৮
ওই কাচের নলটি জলের পাম্পের সঙ্গে যুক্ত।
০৫০৮
সেই পাম্প থেকে জল ওই কাচের নল দিয়ে উপরের দিকে উঠে কলের মুখে ধাক্কা খেয়ে আবার নীচের দিকে নেমে আসে।
০৬০৮
ফলে যাঁরা এই ম্যাজিক কল দেখছেন তাঁদের মধ্যে একটা ভ্রম তৈরি হয়।
০৭০৮
মনে হয় কলগুলি যেন হাওয়ায় ভাসছে।
০৮০৮
এমন অদ্ভুত কল রয়েছে আমেরিকা, কানাডা, স্পেন ও বেলজিয়ামের পার্কগুলিতে।