সেই যুগে এই ছিল গোরস্থান যাওয়ার মূল তথা এক মাত্র রাস্তা। রাস্তা জুড়ে ভয়ের বাতাবরণ এতটাই প্রকট যে, সাবেক কলকাতার পাল্কি বাহকদের দলও সে পথে যেতে হাজার বার ভাবতে বাধ্য হতেন। শোনা যায়, তাঁরা পত্রপাঠ বলে উঠতেন, ও রাস্তায় যেতে হলে বাবুকে বাড়তি কড়ি গুনতে হবে। হাড়হিম করা ভয়ের সেই রাজপথই এখন কলকাতার প্রমোদসরণি, পার্ক স্ট্রিট।