জিবুতির পর এ বার বেনিন। ধীরে ধীরে মাকড়সার মতো জাল বিছিয়ে ‘অন্ধকার মহাদেশ’কে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে চিন। ঋণ, আর্থিক এবং সামরিক সাহায্যের টোপ গিলিয়ে আফ্রিকার একের পর এক রাষ্ট্রকে তাঁর ইশারায় চলতে বাধ্য করছে বেজিং। অন্য দিকে, ড্রাগনের বিষাক্ত নিঃশ্বাস ঘাড়ের কাছে পড়তে থাকায় রাতের ঘুম উড়েছে আমেরিকার।
পশ্চিম আফ্রিকার দেশ বেনিন প্রজাতন্ত্রের (রিপাবলিক অফ বেনিন) কৌশলগত অবস্থানে নজর রয়েছে চিনের। সেখানকার আমজনতার সবচেয়ে বড় অংশটিই বাস করে আটলান্টিক সংলগ্ন গিনি উপসাগরের দক্ষিণ উপকূলে। বলা বাহুল্য, উপসাগরীয় এলাকাটিতে নৌসেনা ঘাঁটি তৈরি করতে পারলে সরাসরি আটলান্টিকে প্রবেশের সোজা রাস্তা পেয়ে যাবে বেজিংয়ের লালফৌজ। এতে তাঁদের পক্ষে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানো অনেক বেশি সহজ হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।