Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Monday's Highest Temperature in West Bengal

বাঁকুড়া, পানাগড়ের জোর লড়াই, পিছিয়ে নেই দমদমও! জ্বালাপোড়া গরমে চ্যাম্পিয়ন কোন শহর?

গত কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, এমনকি উত্তরবঙ্গেও যা গরম পড়েছে, তা অতীতের সাপেক্ষে নজির গড়ে ফেলেছে। জেলায় তো বটেই, কলকাতাতেও তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১১:২১
Share: Save:
০১ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

আকাশে মেঘের দেখা নেই। যে দিকে চোখ যায়, শুধু খটখটে রোদ। হাওয়া অফিসের পূর্বাভাসেও জোরদার বৃষ্টির সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। এ দিকে, দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে।

০২ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

গত কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এমনকি উত্তরবঙ্গেও যা গরম পড়েছে, তা অতীতের সাপেক্ষে নজির গড়ে ফেলেছে। জেলায় তো বটেই, কলকাতাতেও তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি।

০৩ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

গ্রীষ্মকালে রাজ্যের কোনও কোনও এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি অবশ্য আগেও তৈরি হয়েছে। তবে প্রত্যেক দিন তাপপ্রবাহ, গরম বাতাসের এই জ্বালাপোড়া অস্বস্তি গাঙ্গেয় বঙ্গে শেষ কবে দেখা গিয়েছিল, মনে করতে পারছেন না অনেকেই।

০৪ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

এই পরিস্থিতিতে সামগ্রিক ভাবে কোনও আশার বাণী শোনাতে পারছে না হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে দক্ষিণের কিছু জেলা এবং পশ্চিমের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে তাতে স্বস্তির আশ্বাস নেই।

০৫ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

রাজ্যের কোন জেলার কোথায় সর্বোচ্চ পারদ কতটা উঠল, হাওয়া অফিসের তরফে তার বিস্তারিত তালিকা প্রতি দিনই প্রকাশ করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাকে গরমে সমানে সমানে টক্কর দিতে শুরু করেছে কলকাতাও।

০৬ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

সোমবারের বুলেটিন অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় শীর্ষে রয়েছে বেশ কয়েকটি জেলা। সেই সঙ্গে দমদমও তালিকায় উপরের দিকে উঠে এসেছে। গরমের লড়াইয়ে হাড্ডাহাড্ডি দ্বৈরথ দেখা গিয়েছে বাঁকুড়া এবং শ্রীনিকেতনের মধ্যে।

০৭ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

বাঁকুড়াই অবশ্য শেষ হাসি হেসেছে। সোমবার বাঁকুড়া শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৫ ডিগ্রি বেশি।

০৮ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

গরমের বিচারে এর পরেই রয়েছে বীরভূমের শ্রীনিকেতন। সেখানে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি।

০৯ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

পানাগড়েও সোমবার পারদ ৪৩ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছিল। এ ছাড়া, মালদহ এবং আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির বেশি।

১০ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

মালদহে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।

১১ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

দমদমে সোমবারের তাপমাত্রা জেলাকে টেক্কা দিয়েছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, বর্ধমান এবং হুগলির মগরায় একই তাপমাত্রা অনুভূত হয়েছে।

১২ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

পুরুলিয়ায় পারদ উঠেছিল ৪১.৭ ডিগ্রিতে। তা ছাড়া, মেদিনীপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, বালুরঘাটে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

১৩ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক, ব্যারাকপুর, উলুবেড়িয়া, ক্যানিং এবং কাঁথিতে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা ছিল সোমবার।

১৪ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার তাপপ্রবাহ হয়েছে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। বাদ ছিল শুধু পাহাড়ঘেঁষা কয়েকটি জেলা।

১৫ ১৫
West Bengal districts maximum temperature were record high on Monday.

দাবদাহের দাপটে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। কবে আসবে বৃষ্টি? প্রত্যেকেই হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছেন।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy