Haridebpur Murder Case: Ayan Mondal was called to talk about marriage with girlfriend on the day of murder, says sources dgtl
Haridebpur Murder Case
মেয়ের সঙ্গে বিয়ের কথা বলতেই কি ডাকেন বান্ধবীর মা? কেন দু’বার রাজস্থান থেকে ফিরতে হয় অয়নকে?
পুলিশ সূত্রে খবর, কর্মসূত্রে রাজস্থান চলে যাওয়ার পর থেকেই অয়নকে তাঁর বান্ধবী এবং বান্ধবীর মা রাজ্যে ফিরে আসার জন্য চাপ দিতে থাকেন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৩:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
সময় যতই এগোচ্ছে ততই পরতে পরতে জট খুলছে অয়ন হত্যা-রহস্যের নেপথ্যে থাকা ঘটনাবলির। হরিদেবপুর-কাণ্ডে তদন্তে নেমে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তকারী দলের হাতে। বান্ধবীর সঙ্গে বিয়ের কথা পাকা করার নাম করেই না কি ডেকে পাঠানো হয়েছিল নিহত অয়ন মণ্ডলকে। তবে সেখানে গিয়ে অয়ন বুঝতে পারেন তাঁকে মিথ্যা কথা বলে ডেকে পাঠানো হয়েছে। আর তা থেকেই গন্ডগোলের সূত্রপাত। তদন্তে নেমে এমনই জানতে পারছেন তদন্তকারী অফিসারেরা।
০২২১
এ ছাড়া পুলিশের হাতে এই তথ্যও উঠে এসে যে, কাজের জন্য দু’বার রাজস্থান গিয়েছিলেন অয়ন। কিন্তু দু’বারই তাঁকে ফিরে আসতে হয়। কারণ? বান্ধবী এবং তাঁর মায়ের কাছ থেকে বাড়ি ফিরে আসার অতিরিক্ত চাপ। এমনটাই দাবি করা হচ্ছে অয়নের ঘনিষ্ঠ মহলের তরফে।
০৩২১
সূত্রের খবর, কর্মসূত্রে রাজস্থান চলে যাওয়ার পর থেকেই অয়নকে তাঁর বান্ধবী এবং বান্ধবীর মা রাজ্যে ফিরে আসার জন্য চাপ দিতে থাকে। বার বার ফোন করে অয়নকে ফিরে আসার কথা বলতে থাকেন মা-মেয়ে।
০৪২১
মা-মেয়ের চাপে এক বার নাকি তিন দিনের মাথায় রাজস্থান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন অয়ন। তদন্তে নেমে এমন তথ্যই উঠে এসেছে পুলিশের হাতে।
০৫২১
সূত্রের খবর, অয়নের কাছ থেকে দূরে রাখতে এক সময় মেয়ের বিয়ে দিতেও উঠেপড়ে লেগেছিলেন অয়নের বান্ধবীর মা রুমা জানা।
০৬২১
কিন্তু মেয়ের বিয়ে এত তাড়াতাড়ি দিতে রাজি হননি বাবা দীপক জানা। মেয়ের বিয়ে নিয়ে মতভেদর কারণে অয়নের বান্ধবীর বাবা-মায়ের মধ্যে চরম অশান্তি হয়েছিল বলেও সূত্র মারফত জানা গিয়েছে।
০৭২১
তদন্তে নেমে অয়ন, তাঁর বান্ধবী এবং বান্ধবীর মায়ের মধ্যে ত্রিকোণ প্রেমের তত্ত্ব আগেই সামনে উঠে এসেছিল।
০৮২১
নিহত অয়নের বাবা দাবি করেছিলেন, অয়নের বান্ধবী এবং বান্ধবীর মা, দুমার ছেলে কী করবে? একটাই তো ’জনেই একসঙ্গে অয়নকে ভালবাসতেন। আর তা নিয়ে অয়নের কিছু করার ছিল না। তিনি বলেন, ‘‘অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে আমার ছেলের সঙ্গে ওঁর স্ত্রীরও সম্পর্ক রয়েছে, মেয়ের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে। ভেবেছে ওকে যদি মেরে দিই তা হলে আমার সংসার সুখে থাকবে। এই কারণেই খুন করা হয়েছে। মা-ও আমার ছেলেকে ভালবাসে, মেয়েও আমার ছেলেকে ভালবাসে। আছেলে! এ বার কী করবে ছেলেটা? দু’জনকে একসঙ্গে কী করে চালাবে?’’ পরে এই দাবি থেকে সরে আসেন তিনি। সোমবার তিনি আনন্দবাজার অনলাইনের সামনে দাবি করেন, পুলিশ অফিসারের ‘চাপে’ই তিনি বলতে বাধ্য হয়েছিলেন, মা এবং মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল অয়নের। তিনি সিবিআই তদন্তও চান।
০৯২১
ত্রিকোণ প্রেমের তত্ত্বে সায় দিয়েছিলেন অয়নের এক বন্ধু রাজু প্রামাণিক ওরফে টাবলুও। রাজু এই দাবিও করেছিলেন যে, দশমীর দিন বান্ধবীর মায়ের ডাকে সাড়া দিয়েই নাকি অয়ন সেখানে গিয়েছিলেন।
১০২১
অয়নের রাজস্থানে কাজ করতে গিয়েও ফিরে আসা এবং বান্ধবীর বিয়ে নিয়ে মা-বাবার অশান্তি সেই ত্রিকোণ প্রেমের তত্ত্বকে আরও জোরালো করছে বলেই মনে করা হচ্ছে।
১১২১
হরিদেবপুর-কাণ্ডে তদন্তে নেমে পুলিশ একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অয়ন মণ্ডল যে খুন হয়েছেন, তা নিশ্চিত করা গেলেও এখনও থেকে গিয়েছে বেশ কিছু প্রশ্ন। তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর মিললেও এখনও জবাব মিলছে না বেশ কিছু প্রশ্নের।
১২২১
এই সব প্রশ্নের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন— অয়নকে কোথায় খুন করা হয়েছিল? কোথায়ই বা গেল তাঁর মোবাইল ফোন?
১৩২১
পুলিশি তদন্তে উঠে এসেছে, অয়নকে খুন করা হয় তাঁর বান্ধবীর বাড়িতেই। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অয়নকে ভোঁতা এবং ভারী কোনও বস্তু দিয়ে মাথার পিছনে আঘাত করে খুন করা হয়।
১৪২১
অয়নের বান্ধবীর বাড়ির এক তলা এবং দোতলা সম্পূর্ণ থাকলেও তিন নম্বর তলা নির্মীয়মাণ। প্রাথমিক তদন্ত অনুযায়ী, অয়নের বান্ধবীর নির্মীয়মাণ বাড়ির দোতলাতেই খুন করা হয় অয়নকে।
১৫২১
কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা রক্তের কোনও দাগ দোতলায় পাননি। রক্তের দাগ থেকে থাকলেও তা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আগেই ধুয়ে ফেলা হয়েছিল বলেও মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
১৬২১
পাশাপাশি এই প্রশ্নও উঠে আসছে যে, অয়নের কাছে থাকা ফোন কোথায়?
১৭২১
ঘটনার দিন রাতে অয়নের বান্ধবীর বাড়ির বাইরে পাহারায় থাকা বন্ধু রাজুর দাবি, ওই দিন অয়ন তাঁকে বার বার ফোন করেছিলেন। কাঁদো কাঁদো গলায় জানিয়েছিলেন, বান্ধবীর মা তাঁর বুকে ঘুষি মেরেছে। তাঁর বুকে ব্যথা করছে। ফোনে অয়নের সঙ্গে যে রাজুর বার কয়েক কথা হয়েছিল, সেই প্রমাণও রাজু দিয়েছেন।
১৮২১
কিন্তু খুনের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না অয়নের সেই ফোন। পুলিশ সূত্রে খবর, অয়নের বান্ধবী দাবি করেন, অয়নের ফোনে ‘আপত্তিকর’ ছবি রয়েছে। তাঁর দাবি কতটা সঠিক, তা ফোনটি পরীক্ষা করে দেখার পরেই বলা সম্ভব বলে মত তদন্তকারীদের।
১৯২১
ফোনে বান্ধবী এবং তাঁর মায়ের ‘আপত্তিকর’ কোনও ছবি ছিল কি না, সে দিকেই আপাতত নজর রয়েছে তদন্তকারীদের। ‘আপত্তিকর’ ছবি দেখিয়ে অয়ন ক্রমাগত ব্ল্যাকমেল করতেন কি না, তা-ও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
২০২১
ফোনে বান্ধবী এবং তাঁর মায়ের ‘আপত্তিকর’ কোনও ছবি ছিল কি না, সে দিকেই আপাতত নজর রয়েছে তদন্তকারীদের। ‘আপত্তিকর’ ছবি দেখিয়ে অয়ন ক্রমাগত ব্ল্যাকমেল করতেন কি না, তা-ও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
২১২১
হরিদেবপুর-কাণ্ডে ধৃত সাত জনের মধ্যে দু’জন নাবালক। আগামী ১২ অক্টোবর পর্যন্ত ওই দু’জন বাদে বাকি অভিযুক্তদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।