Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Sergey Brin

Sergey Brin divorce: বিশ্বের ষষ্ঠ ধনীর বিবাহবিচ্ছেদ, ভাগ হবে প্রায় সাড়ে সাত লক্ষ কোটির সম্পত্তি!

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সেরগেই ব্রিনের চার বছরের বিয়ে ভাঙতে চলেছে। তাঁর বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয়েছে খোরপোশের অঙ্ক নিয়ে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৫:২৩
Share: Save:
০১ ১৪
গুগলের সহ-প্রতিষ্ঠাতা সেরগেই ব্রিনের চার বছরের বিয়ে ভাঙতে চলেছে। সেরগেই এখন পৃথিবীর ধনীশ্রেষ্ঠদের তালিকায় ষষ্ঠ স্থানে। তাঁর বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয়েছে খোরপোশের অঙ্ক নিয়ে।

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সেরগেই ব্রিনের চার বছরের বিয়ে ভাঙতে চলেছে। সেরগেই এখন পৃথিবীর ধনীশ্রেষ্ঠদের তালিকায় ষষ্ঠ স্থানে। তাঁর বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয়েছে খোরপোশের অঙ্ক নিয়ে।

০২ ১৪
৪৮ বছরের ধনকুবের সেরগেই তাঁর স্ত্রী নিকোলে সানাহানের থেকে বিচ্ছেদ চেয়েছেন চলতি মাসে। আদালতকে গুগল প্রতিষ্ঠাতা জানিয়েছেন, তাঁদের দু’জনের মধ্যে যে বিভেদ বা মতপার্থক্য তৈরি হয়েছে, তা আর মিটমাট করা সম্ভব নয়।

৪৮ বছরের ধনকুবের সেরগেই তাঁর স্ত্রী নিকোলে সানাহানের থেকে বিচ্ছেদ চেয়েছেন চলতি মাসে। আদালতকে গুগল প্রতিষ্ঠাতা জানিয়েছেন, তাঁদের দু’জনের মধ্যে যে বিভেদ বা মতপার্থক্য তৈরি হয়েছে, তা আর মিটমাট করা সম্ভব নয়।

০৩ ১৪
সেরগেইয়ের এই ডিভোর্স মামলার পরই শুরু হয়েছে তাঁদের বিচ্ছেদ পরবর্তী বিষয়— স্ত্রীকে খোরপোশ, সন্তানের হেফাজত ইত্যাদি।

সেরগেইয়ের এই ডিভোর্স মামলার পরই শুরু হয়েছে তাঁদের বিচ্ছেদ পরবর্তী বিষয়— স্ত্রীকে খোরপোশ, সন্তানের হেফাজত ইত্যাদি।

০৪ ১৪
গত চার বছরে সেরগেই তৃতীয় ধনকুবের যিনি বিবাহবিচ্ছেদের মুখে। তাঁর দুই উত্তরসূরি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং অ্যামাজন প্রধান জেফ বেজোসের বিচ্ছেদের মামলা শেষ পর্যন্ত মোটা অঙ্কের খোরপোশে গিয়ে থেমেছে।

গত চার বছরে সেরগেই তৃতীয় ধনকুবের যিনি বিবাহবিচ্ছেদের মুখে। তাঁর দুই উত্তরসূরি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং অ্যামাজন প্রধান জেফ বেজোসের বিচ্ছেদের মামলা শেষ পর্যন্ত মোটা অঙ্কের খোরপোশে গিয়ে থেমেছে।

০৫ ১৪
এক বছর আগেই বিচ্ছেদ হয়েছে বিল এবং মেলিন্ডা গেটসের। তাঁদের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা ছিল ১৪ হাজার ৫০০ কোটি ডলারের সম্পত্তির। তারও দু’বছর আগে বিবাহবিচ্ছিন্ন বেজোস এবং ম্যাকেঞ্জি স্কটের সামনে ছিল ১৩ হাজার ৭০০ কোটি ডলারের সম্পত্তি ভাগ করার চ্যালেঞ্জ। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলাকারী সেরগেই ৯ হাজার ৪০০ কোটি ডলারের মালিক।

এক বছর আগেই বিচ্ছেদ হয়েছে বিল এবং মেলিন্ডা গেটসের। তাঁদের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা ছিল ১৪ হাজার ৫০০ কোটি ডলারের সম্পত্তির। তারও দু’বছর আগে বিবাহবিচ্ছিন্ন বেজোস এবং ম্যাকেঞ্জি স্কটের সামনে ছিল ১৩ হাজার ৭০০ কোটি ডলারের সম্পত্তি ভাগ করার চ্যালেঞ্জ। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলাকারী সেরগেই ৯ হাজার ৪০০ কোটি ডলারের মালিক।

০৬ ১৪
২০১৮ সালের ৭ নভেম্বর বিয়ে করেন সেরগেই-নিকোলে। সেই বিয়ে হয়েছিল আড়ম্বরহীন, জাঁকজমকরহিত এক অনুষ্ঠানে। ধনকুবেরসুলভ বাহুল্য ছিল না কোনও।

২০১৮ সালের ৭ নভেম্বর বিয়ে করেন সেরগেই-নিকোলে। সেই বিয়ে হয়েছিল আড়ম্বরহীন, জাঁকজমকরহিত এক অনুষ্ঠানে। ধনকুবেরসুলভ বাহুল্য ছিল না কোনও।

০৭ ১৪
গুগলের সহ প্রতিষ্ঠাতা সেরগেই বর্তমানে শুধুমাত্র অ্যালফাবেটের এক জন বোর্ড সদস্য। তিনি ২০১৮ সালে গুগলের প্রশাসনিক পদে ছিলেন। নিকোলেও তখন একজন উদ্যোগপতি। ক্লিয়ার অ্যাকসেস আইপি নামে এক সংস্থার সিইও । তিনি এক জন খ্যাতনামী আইনজীবীও।

গুগলের সহ প্রতিষ্ঠাতা সেরগেই বর্তমানে শুধুমাত্র অ্যালফাবেটের এক জন বোর্ড সদস্য। তিনি ২০১৮ সালে গুগলের প্রশাসনিক পদে ছিলেন। নিকোলেও তখন একজন উদ্যোগপতি। ক্লিয়ার অ্যাকসেস আইপি নামে এক সংস্থার সিইও । তিনি এক জন খ্যাতনামী আইনজীবীও।

০৮ ১৪
২০১৫ সাল থেকেই সেরগেইয়ের সঙ্গে সম্পর্ক শুরু নিকোলের। ওই বছরই গুগলের সহ-প্রতিষ্ঠাতা এবং তাঁর প্রাক্তন স্ত্রীর বিচ্ছেদ হয়। আগের বিয়ের সূত্রে দুই সন্তানের বাবা সেরগেই। নিকোলে এবং সেরগেইয়েরও দু’বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

২০১৫ সাল থেকেই সেরগেইয়ের সঙ্গে সম্পর্ক শুরু নিকোলের। ওই বছরই গুগলের সহ-প্রতিষ্ঠাতা এবং তাঁর প্রাক্তন স্ত্রীর বিচ্ছেদ হয়। আগের বিয়ের সূত্রে দুই সন্তানের বাবা সেরগেই। নিকোলে এবং সেরগেইয়েরও দু’বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

০৯ ১৪
২০২১ সালের ডিসেম্বর থেকে আলাদা থাকছেন সেরগেই এবং নিকোলে। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা আদালতে জুন মাসে সেরগেই ডিভোর্সের মামলা দায়ের করেন।

২০২১ সালের ডিসেম্বর থেকে আলাদা থাকছেন সেরগেই এবং নিকোলে। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা আদালতে জুন মাসে সেরগেই ডিভোর্সের মামলা দায়ের করেন।

১০ ১৪
মামলায় সেরগেই তাঁদের কন্যার যৌথ দায়িত্ব চেয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়ের দেখভালের জন্য স্ত্রীর কাছ থেকে কোনও অর্থ সাহায্যের প্রয়োজন নেই তাঁর। তবে একই সঙ্গে এ-ও জানিয়েছেন যে, নিকোলেও সন্তান পালনের জন্য তাঁর কাছ থেকে কোনও অর্থ সাহায্য পাবেন না।

মামলায় সেরগেই তাঁদের কন্যার যৌথ দায়িত্ব চেয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়ের দেখভালের জন্য স্ত্রীর কাছ থেকে কোনও অর্থ সাহায্যের প্রয়োজন নেই তাঁর। তবে একই সঙ্গে এ-ও জানিয়েছেন যে, নিকোলেও সন্তান পালনের জন্য তাঁর কাছ থেকে কোনও অর্থ সাহায্য পাবেন না।

১১ ১৪
কিন্তু সেরগেইয়ের অর্থে কী ভাগ পাবেন নিকোলে? আইনজীবীরা জানাচ্ছেন, এ ব্যাপারে আগাম একটি ব্যবস্থা করে রেখেছিলেন সেরগেই। বিয়ের আগে নিকোলেকে দিয়ে একটি প্রাক্-বিবাহ চুক্তিপত্রে সই করিয়েছিলেন তিনি। যার জেরে বিচ্ছেদ হলেও নিকোলে ধনকুবেরের সম্পত্তির দাবি করতে পারবেন না।

কিন্তু সেরগেইয়ের অর্থে কী ভাগ পাবেন নিকোলে? আইনজীবীরা জানাচ্ছেন, এ ব্যাপারে আগাম একটি ব্যবস্থা করে রেখেছিলেন সেরগেই। বিয়ের আগে নিকোলেকে দিয়ে একটি প্রাক্-বিবাহ চুক্তিপত্রে সই করিয়েছিলেন তিনি। যার জেরে বিচ্ছেদ হলেও নিকোলে ধনকুবেরের সম্পত্তির দাবি করতে পারবেন না।

১২ ১৪
যদিও আইনজীবীরা জানিয়েছেন, এখনই নিশ্চিত করে বলা যাবে না কিছু। বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই সিদ্ধান্ত বদলাতেও পারে।

যদিও আইনজীবীরা জানিয়েছেন, এখনই নিশ্চিত করে বলা যাবে না কিছু। বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই সিদ্ধান্ত বদলাতেও পারে।

১৩ ১৪
পুরনো ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে খোরপোশ দিতে হয়েছিল সেরগেইকে। কিন্তু সেই অর্থের পরিমাণ এ পর্যন্ত জানতে পারেনি কেউ।

পুরনো ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে খোরপোশ দিতে হয়েছিল সেরগেইকে। কিন্তু সেই অর্থের পরিমাণ এ পর্যন্ত জানতে পারেনি কেউ।

১৪ ১৪
নিকোলে এবং সেরগেইয়ের বিচ্ছেদের মামলাটিতেও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে আদালতে। ফলে এ ক্ষেত্রেও শেষ পর্যন্ত ৯ হাজার ৪০০ কোটি ডলারের বিপুল সম্পত্তি যা ভারতীয় মুদ্রায় সাত লক্ষ ৩৪ হাজার কোটি টাকার সমান, তার ভাগাভাগি গোপনে থেকে যাওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করছেন অনেকে।

নিকোলে এবং সেরগেইয়ের বিচ্ছেদের মামলাটিতেও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে আদালতে। ফলে এ ক্ষেত্রেও শেষ পর্যন্ত ৯ হাজার ৪০০ কোটি ডলারের বিপুল সম্পত্তি যা ভারতীয় মুদ্রায় সাত লক্ষ ৩৪ হাজার কোটি টাকার সমান, তার ভাগাভাগি গোপনে থেকে যাওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy