Gold price is increasing rapidly in Kolkata take a look at the price list dgtl
Gold Price
৭ দিনে হাজার পার! হু হু করে বাড়ছে দাম, আদৌ কি এখন সোনা কেনা উচিত?
শেষ ৩ দিনে সোনার দাম বেড়েছে ৯০০ টাকা। আগামী কয়েক দিনে এই দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালেও।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:৫৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
ভরা বিয়ের মরসুম। সোনার দোকানেও ক্রেতাদের ভিড় লেগে আছে। কিন্তু বিয়েতে কার্যত অপরিহার্য এই ধাতুর দাম বাড়ছে চড়চড় করে।
ছবি: সংগৃহীত।
০২১৭
গত ৩ দিনে কলকাতায় এক ধাক্কায় ৯০০ টাকা বেড়েছে সোনার দাম। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের কপালেও। সোনার দাম বাড়লে বিক্রি কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গত ৩ দিনে কলকাতায় এক ধাক্কায় ৯০০ টাকা বেড়েছে সোনার দাম। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের কপালেও। সোনার দাম বাড়লে বিক্রি কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছবি: সংগৃহীত।
০৩১৭
যদিও সোনার দাম বৃদ্ধির প্রভাব এখনও বাজারে পড়েনি বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, দাম বাড়লেও তা আপাতত সাধ্যের মধ্যেই রয়েছে। তাই বিক্রিতে ভাটা পড়েনি।
ছবি: সংগৃহীত।
০৪১৭
স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন, হলুদ ধাতুর দাম বাড়ছে। সে সম্পর্কে ক্রেতারাও সচেতন। কিন্তু তাঁরা আশঙ্কা করছেন, আগামী দিনে সোনার দাম আরও বেড়ে যাবে। তাই আগেভাগেই তাঁরা সোনা কিনতে শুরু করেছেন।
ছবি: সংগৃহীত।
০৫১৭
রবিবার (০৪ ডিসেম্বর, ২০২২) কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ৫৪৩০০ টাকা (২৪ ক্যারাট)। শনিবারের চেয়ে তা ৫০ টাকা বেড়েছে।
ছবি: সংগৃহীত।
০৬১৭
রবিবার ২২ ক্যারাট গয়না সোনার দাম হয়েছে ৫১৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। এ ক্ষেত্রেও শনিবারের তুলনায় দাম বেড়েছে ৫০ টাকা।
ছবি: সংগৃহীত।
০৭১৭
২২ ক্যারাট হলমার্ক সোনার দাম রবিবার এক ধাক্কায় বেড়েছে ১০০ টাকা। কলকাতায় হলমার্ক সোনা বিকোচ্ছে প্রতি ১০ গ্রাম ৫২৩০০ টাকায়।
ছবি: সংগৃহীত।
০৮১৭
সোনার এই দামের সঙ্গে প্রতি ক্ষেত্রে আলাদা করে প্রযুক্ত হবে জিএসটি এবং টিসিএস-এর মতো কর।
ছবি: সংগৃহীত।
০৯১৭
গত ১ সপ্তাহে সোনার দামের দৈনিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, গত রবিবার (২৭ নভেম্বর, ২০২২) সোনার দাম ১৫০ টাকা বেড়েছিল। তার পর সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার— এই ৪ দিন আর দাম বাড়েনি।
ছবি: সংগৃহীত।
১০১৭
শুক্রবার সোনার দাম বেড়ে যায় ৩০০ টাকা (পাকা, গয়না এবং হলমার্ক)। তার পর শনিবার সোনার দাম আরও বাড়ে। ওই দিন হলমার্ক সোনার দাম এক ধাক্কায় বেড়েছিল ৫৫০ টাকা। পাকা ও গয়না সোনার দাম বেড়েছিল ৫০০ টাকা করে।
ছবি: সংগৃহীত।
১১১৭
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান বলছে, গত আট দিনে কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম বেড়েছে ১০৫০ টাকা। শুধুমাত্র চলতি মাসেই, অর্থাৎ মাত্র ৪ দিনে, সোনার দাম বেড়েছে ৯০০ টাকা। আগামী কয়েক দিনে এই দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ছবি: সংগৃহীত।
১২১৭
সোনার দাম আচমকা বাড়তে শুরু করার নেপথ্যে সম্ভাব্য কারণ দেখিয়েছেন অর্থনীতি এবং ব্যবসায়িক ক্ষেত্রের বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, কয়েক মাস ধরে আমেরিকার ডলারের দাম বাড়ছিল। তখন বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ডলার এবং বন্ডে বিনিয়োগ করছিলেন। তাই সোনার দাম তখন কমে গিয়েছিল।
ছবি: সংগৃহীত।
১৩১৭
কিন্তু সম্প্রতি ডলারের মূল্য ফের নিম্নমুখী। তা ছাড়া, আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ জানিয়েছে, আগামী দিনে চড়া হারে সুদ বৃদ্ধির পথ থেকে সরে আসবে তারা। এর ফলে লগ্নির ক্ষেত্র হিসেবে জৌলুস হারাতে পারে বন্ড, মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
ছবি: সংগৃহীত।
১৪১৭
ডলারের দাম কমায় বিনিয়োগকারীরা ফের সোনার দিকে ঝুঁকেছেন। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবার বাড়তে শুরু করেছে। ভারতেও পড়ছে তার অনিবার্য প্রভাব।
ছবি: সংগৃহীত।
১৫১৭
বিয়ের মরসুমে রুপোর দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। রবিবার কলকাতায় প্রতি কিলোগ্রাম রুপোর বাটের দাম ৬৫৭০০ টাকা। প্রতি কিলোগ্রাম খুচরো রুপো বিকোচ্ছে ৬৫৮০০ টাকায়। প্রতি ক্ষেত্রেই শনিবারের তুলনায় এই দাম ৯০০ টাকা বেশি।
ছবি: সংগৃহীত।
১৬১৭
শুক্রবার এবং শনিবার রুপোর দাম পাল্লা দিয়ে বেড়েছে। শুক্রবার এক ধাক্কায় রুপোর দাম বাড়ে ১৬৫০ টাকা। শনিবার আরও ১২০০ টাকা দাম বেড়ে যায় রুপোর।
ছবি: সংগৃহীত।
১৭১৭
গয়না বিক্রির বাজারে এখনও ভাটা পড়েনি ঠিকই, তবে সোনা এবং রুপোর দাম যে হারে লাগাতার বেড়ে চলেছে, তাতে বিয়ের মরসুমে মধ্যবিত্তের পকেটে টান পড়তে পারে বলে আশঙ্কা করছেন গয়না ব্যবসায়ীরা।