কথায় আছে, ‘পড়াশোনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’। কঠোর অধ্যবসায় করেছেন। তার সুফলও হাতেনাতে পেয়েছেন তাঁরা। তাঁদের রুপোলি পর্দায় দেখা যায় না। তা সত্ত্বেও তাঁদের তারকা দ্যুতি নেহাত কম নয়! সমাজমাধ্যমে এই ললনাদের নিয়ে রোজই চর্চা চলে। সেলুলয়েডের নক্ষত্রদের মতোই তাঁদের ঘিরেও কৌতূহলের অন্ত নেই। তাঁরা দেশের হাল আমলের মহিলা আইএএস অফিসার।
আইএএস হওয়া চাট্টিখানি কথা নয়! এ এক সাধনার মতোই। আর পরীক্ষায় সফল হওয়ার পর আইএএস হিসাবে কাজ করাও মুখের কথা নয়। তাঁদের কাঁধে রয়েছে বিশাল দায়িত্ব। কাজটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ ক্ষেত্রে তাঁরা প্রত্যেকেই সফল। তাঁদের সেই সাফল্যের কাহিনি অনেককেই প্রেরণা জোগায়। আর এখানেই তাঁরা প্রত্যেকে তারকা হয়ে উঠেছেন। এমনই কয়েক জন মহিলা আইএএস অফিসারের কথা এখানে তুলে ধরা হল।