Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Bollywood

সুস্মিতা থেকে শাহিদ, কঙ্কনা, নতুন ছবি এবং সিরিজ় নিয়ে ওটিটি মাতাতে আসছেন এই বলি তারকারা

প্রেক্ষাগৃহেই নয়, খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে নতুন ওয়েব সিরিজ় নিয়ে আসছেন সুস্মিতা সেন, শাহিদ কপূর, কঙ্কনা সেনশর্মা, সিদ্ধার্থ মলহোত্রা, মনোজ বাজপেয়ী, কাজল-সহ বলিপাড়ার বহু নক্ষত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৭:৩৩
Share: Save:
০১ ১৫
দুর্গাপুজোর পরেই আসছে বড়দিনের মরসুম। এই সময় নতুন বছরকে স্বাগত জানাতে বলিউডের নামকরা তারকারা শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিয়ে আসছে একের পর এক চমক।

দুর্গাপুজোর পরেই আসছে বড়দিনের মরসুম। এই সময় নতুন বছরকে স্বাগত জানাতে বলিউডের নামকরা তারকারা শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিয়ে আসছে একের পর এক চমক।

০২ ১৫
সুস্মিতা সেন, শাহিদ কপূর, কঙ্কনা সেনশর্মা, সিদ্ধার্থ মলহোত্রা, মনোজ বাজপেয়ী, কাজল-সহ আরও বহু নক্ষত্র ওটিটি প্ল্যাটফর্মে নতুন ওয়েব সিরিজ় নিয়ে আসছেন।

সুস্মিতা সেন, শাহিদ কপূর, কঙ্কনা সেনশর্মা, সিদ্ধার্থ মলহোত্রা, মনোজ বাজপেয়ী, কাজল-সহ আরও বহু নক্ষত্র ওটিটি প্ল্যাটফর্মে নতুন ওয়েব সিরিজ় নিয়ে আসছেন।

০৩ ১৫
‘আর্যা’ সিরিজ়ের সাফল্যের পর ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনকে এ বার দেখা যাবে গৌরী সবন্তের ভূমিকায়। এই সিরিজ়টি এক রূপান্তরকামী মহিলার আত্মজীবনীমূলক কাহিনির উপর ভিত্তি করে বানানো হবে।

‘আর্যা’ সিরিজ়ের সাফল্যের পর ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনকে এ বার দেখা যাবে গৌরী সবন্তের ভূমিকায়। এই সিরিজ়টি এক রূপান্তরকামী মহিলার আত্মজীবনীমূলক কাহিনির উপর ভিত্তি করে বানানো হবে।

০৪ ১৫
সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘ভুট’ ওটিটি প্ল্যাটফর্মে সামনের বছর এই ওয়েব সিরিজ়টি মুক্তি পাবে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, ‘ভুট’ ওটিটি প্ল্যাটফর্মে সামনের বছর এই ওয়েব সিরিজ়টি মুক্তি পাবে।

০৫ ১৫
‘ফরজি’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম বার দেখা যাবে বলিউডের ‘চকলেট বয়’ শাহিদ কপূরকে। তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকেও। সংবাদ সংস্থা সূত্রের খবর, অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

‘ফরজি’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম বার দেখা যাবে বলিউডের ‘চকলেট বয়’ শাহিদ কপূরকে। তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকেও। সংবাদ সংস্থা সূত্রের খবর, অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

০৬ ১৫
একই প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ়ের তৃতীয় পর্ব। এই দুই জনপ্রিয় সিরিজ়ের দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর থেকেই পরবর্তী সিজ়ন মুক্তির জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছে দর্শকমহল। সামনের বছরেই এই দু’টি সিরিজ় ওটিটি  প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলেই সংবাদ সংস্থা সূত্রের খবর।

একই প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ়ের তৃতীয় পর্ব। এই দুই জনপ্রিয় সিরিজ়ের দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর থেকেই পরবর্তী সিজ়ন মুক্তির জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছে দর্শকমহল। সামনের বছরেই এই দু’টি সিরিজ় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলেই সংবাদ সংস্থা সূত্রের খবর।

০৭ ১৫
শুধু ‘দ্য ফ্যামিলি ম্যান’-এই নয়, মনোজ বাজপেয়ীকে দেখা যাবে আরও একটি ওয়েব সিরিজ়েও। ‘স্যুপ’ ওয়েব সিরিজ়ে কঙ্কনা সেনশর্মার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতাকে।

শুধু ‘দ্য ফ্যামিলি ম্যান’-এই নয়, মনোজ বাজপেয়ীকে দেখা যাবে আরও একটি ওয়েব সিরিজ়েও। ‘স্যুপ’ ওয়েব সিরিজ়ে কঙ্কনা সেনশর্মার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতাকে।

০৮ ১৫
ইতিমধ্যেই এই থ্রিলার ওয়েব সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসায় দর্শকমহল মুক্তির আশায় দিন গুনছে। খুব শীঘ্রই এই সিরিজ়টি ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পেতে চলেছে।

ইতিমধ্যেই এই থ্রিলার ওয়েব সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসায় দর্শকমহল মুক্তির আশায় দিন গুনছে। খুব শীঘ্রই এই সিরিজ়টি ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পেতে চলেছে।

০৯ ১৫
আমেরিকান শো ‘দ্য গুড ওয়াইফ’-এর অবলম্বনে পরিচালক সুপর্ণ এস ভর্মা একই নামের একটি ওয়েব সিরিজ় বানাতে চলেছেন। মুখ্যচরিত্রে দেখা যাবে কাজলকে। সামনের বছর ‘ডিজনি প্লাস হটস্টার’-এ এই সিরিজ়টি মুক্তি পাবে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।

আমেরিকান শো ‘দ্য গুড ওয়াইফ’-এর অবলম্বনে পরিচালক সুপর্ণ এস ভর্মা একই নামের একটি ওয়েব সিরিজ় বানাতে চলেছেন। মুখ্যচরিত্রে দেখা যাবে কাজলকে। সামনের বছর ‘ডিজনি প্লাস হটস্টার’-এ এই সিরিজ়টি মুক্তি পাবে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।

১০ ১৫
খুব শীঘ্রই ‘নেটফ্লিক্স’-এ নতুন ক্রাইম ওয়েব সিরিজ় নিয়ে আসছেন রাজকুমার রাও। ‘গানস্ অ্যান্ড গুলাবস্’ সিরিজ়ে রাজকুমারের সঙ্গে দেখা যাবে গুলশন দেভাইহা, আদর্শ গৌরব এবং দক্ষিণী অভিনেতা দুলকের সলমনকেও।

খুব শীঘ্রই ‘নেটফ্লিক্স’-এ নতুন ক্রাইম ওয়েব সিরিজ় নিয়ে আসছেন রাজকুমার রাও। ‘গানস্ অ্যান্ড গুলাবস্’ সিরিজ়ে রাজকুমারের সঙ্গে দেখা যাবে গুলশন দেভাইহা, আদর্শ গৌরব এবং দক্ষিণী অভিনেতা দুলকের সলমনকেও।

১১ ১৫
রোহিত শেট্টির পরিচালনায় ‘কপ ওয়ার্ল্ড’-এর অ্যাকশন দর্শককে বহু বছর ধরে বড় পর্দায় বিনোদন জুগিয়ে এসেছে। এ বার পরিচালক আসছেন ওটিটি প্ল্যাটফর্মেও। ওয়েব সিরিজ়টির নাম ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। মুখ্যচরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রা, বিবেক ওবেরয় এবং শিল্পা শেট্টিকেও।

রোহিত শেট্টির পরিচালনায় ‘কপ ওয়ার্ল্ড’-এর অ্যাকশন দর্শককে বহু বছর ধরে বড় পর্দায় বিনোদন জুগিয়ে এসেছে। এ বার পরিচালক আসছেন ওটিটি প্ল্যাটফর্মেও। ওয়েব সিরিজ়টির নাম ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। মুখ্যচরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রা, বিবেক ওবেরয় এবং শিল্পা শেট্টিকেও।

১২ ১৫
সংবাদ সংস্থা সূত্রের খবর, সামনের বছর ‘অ্যামাজন প্রাইম ভিডিয়ো’ ওটিটি প্ল্যাটফর্মে ওই ওয়েব সিরিজ়টি মুক্তি পাবে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, সামনের বছর ‘অ্যামাজন প্রাইম ভিডিয়ো’ ওটিটি প্ল্যাটফর্মে ওই ওয়েব সিরিজ়টি মুক্তি পাবে।

১৩ ১৫
১৪ অক্টোবর, শুক্রবার ‘নেটফ্লিক্স’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘মিসম্যাচড’ ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব। রোম্যান্টিক কমেডি ড্রামা ঘরানার এই সিরিজে প্রযোক্তা কোলি এবং রোহিত সুরেশ সরফের জুটি দর্শকের মন কেড়েছিল। রণবিজয় সিংহও এই সিরিজ়ে অভিনয় করে দর্শক মহলে আলাদা করে নিজের জায়গা করে নিয়েছেন।

১৪ অক্টোবর, শুক্রবার ‘নেটফ্লিক্স’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘মিসম্যাচড’ ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব। রোম্যান্টিক কমেডি ড্রামা ঘরানার এই সিরিজে প্রযোক্তা কোলি এবং রোহিত সুরেশ সরফের জুটি দর্শকের মন কেড়েছিল। রণবিজয় সিংহও এই সিরিজ়ে অভিনয় করে দর্শক মহলে আলাদা করে নিজের জায়গা করে নিয়েছেন।

১৪ ১৫
শুধু ওয়েব সিরিজই নয়, প্রেক্ষাগৃহে সদ্য মুক্তিপ্রাপ্ত যে ছবিগুলি বক্স অফিসে ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে, চলতি বছরে সেই ছবিগুলিও মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। সংবাদ সংস্থা সূত্রে খবর, নভেম্বর মাসেই ‘ডিজ়নি প্লাস হটস্টার’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রণলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’।

শুধু ওয়েব সিরিজই নয়, প্রেক্ষাগৃহে সদ্য মুক্তিপ্রাপ্ত যে ছবিগুলি বক্স অফিসে ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে, চলতি বছরে সেই ছবিগুলিও মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। সংবাদ সংস্থা সূত্রে খবর, নভেম্বর মাসেই ‘ডিজ়নি প্লাস হটস্টার’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রণলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’।

১৫ ১৫
পুজোর মরসুমে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিক্রম বেধা’ এবং ‘পোন্নিয়িন সেলভান’ ছবির প্রথম পর্ব। সংবাদ সংস্থা সূত্রে খবর, ডিসেম্বর মাসে ‘ভুট’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেধা’ এবং চলতি বছরের শেষেই ‘পোন্নিয়িন সেলভান’ দেখতে পাওয়া যাবে ‘অ্যামাজন প্রাইম ভিডিয়ো’ ওটিটি প্ল্যাটফর্মে।

পুজোর মরসুমে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিক্রম বেধা’ এবং ‘পোন্নিয়িন সেলভান’ ছবির প্রথম পর্ব। সংবাদ সংস্থা সূত্রে খবর, ডিসেম্বর মাসে ‘ভুট’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেধা’ এবং চলতি বছরের শেষেই ‘পোন্নিয়িন সেলভান’ দেখতে পাওয়া যাবে ‘অ্যামাজন প্রাইম ভিডিয়ো’ ওটিটি প্ল্যাটফর্মে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE