From Sunny Deol to Ameesha Patel, Gadar 2 budget and star cast fees dgtl
Gadar 2: The Katha Continues Cast Fees
কেউ পাঁচ কোটি, কেউ মাত্র ২৫ লক্ষ! ‘গদর’ ছবির দ্বিতীয় পর্ব থেকে কত আয় করছেন সানি, অমিশারা?
চলতি বছরের ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিটি বানাতে ৫০ কোটি টাকা খরচ করেছেন ছবি নির্মাতারা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৩:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৩
২০০১ সালের ১৫ জুন। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’। বলি পরিচালক অনিল শর্মা বড় পর্দায় সানি দেওল এবং অমিশা পটেলের মধ্যে সম্পর্কের যে রসায়ন ফুটিয়ে তুলেছিলেন তা বাহবা পেয়েছিল বলিপাড়ার সমালোচক-সহ দর্শকেরও।
০২২৩
তার পর কেটে গিয়েছে দু’দশকেরও বেশি সময়। সানি এবং অমিশার পর্দার ‘প্রেম কথা’ থামেনি। চলতি বছরে মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’।
০৩২৩
২০০১ সালে মুক্তি পেয়ে ‘গদর’ ছবির প্রথম পর্ব বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। সাড়ে ১৮ কোটি টাকা বাজেটের ছবি বক্স অফিস থেকে ১৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল।
০৪২৩
চলতি বছরের ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিটি বানাতে ৫০ কোটি টাকা খরচ করেছেন ছবি নির্মাতারা।
০৫২৩
‘গদর’ ছবির দ্বিতীয় পর্বেও মুখ্যচরিত্রে অভিনয় করছেন সানি। তারা সিংহের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
০৬২৩
বলিপাড়া সূত্রে খবর, তারা সিংহের চরিত্রে অভিনয় করতে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সানি।
০৭২৩
সানির বিপরীতে অভিনয় করছেন অমিশা। ৫ বছরের বিরতির পর আবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে অমিশাকে। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে শেষ কাজ করেছিলেন তিনি।
০৮২৩
‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে সাকীনার চরিত্রে অভিনয় করছেন অমিশা। বলিপাড়ার অন্দরমহলে শোনা যায়, এই ছবিতে কাজ করে ২ কোটি টাকা উপার্জন করেছেন অভিনেত্রী।
০৯২৩
‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে তারা সিংহ এবং সাকীনার পুত্রের চরিত্রের নাম চরণজিৎ। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন উৎকর্ষ শর্মা।
১০২৩
উৎকর্ষ আসলে অনিলের পুত্র। ‘গদর’ ছবির প্রথম পর্বেও চরণজিতের চরিত্রে শিশু অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন উৎকর্ষ।
১১২৩
‘গদর: এক প্রেম কথা’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে কাজ করার পর থামেননি উৎকর্ষ। ‘অব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়োঁ’ এবং ‘আপনে’ ছবিতেও শিশু অভিনেতার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
১২২৩
বলিপাড়া থেকে আট বছরের বিরতি নেওয়ার পর ২০১৫ সালে ‘পারপস’ ছবিতে চিত্রনাট্য নির্মাণের পাশাপাশি পরিচালনার দায়িত্বে ছিলেন উৎকর্ষ।
১৩২৩
তার পর ‘স্টিল লাইফ’ ছবিতেও চিত্রনাট্য নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন উৎকর্ষ। ২০১৮ সালে মিঠুন চক্রবর্তী এবং নওয়াজ়উদ্দিন সিদিক্কির সঙ্গে ‘জিনিয়াস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
১৪২৩
পাঁচ বছর পর ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবির হাত ধরে আবার বড় পর্দায় ফিরছেন উৎকর্ষ। বলিপাড়া সূত্রে খবর, চরণজিতের চরিত্রে অভিনয় করে ১ কোটি টাকা আয় করেছেন পরিচালকের পুত্র।
১৫২৩
‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে নতুন মুখ হিসাবে অভিনয় করছেন সিমরত কউর। এর আগে একাধিক তেলুগু ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।
১৬২৩
বলিপাড়া সূত্রে খবর, ‘গদর’ ছবির দ্বিতীয় পর্বে অভিনয় করে ৮০ লক্ষ টাকা উপার্জন করেছেন সিমরত।
১৭২৩
বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিন্হার পুত্র লব সিন্হাকেও অভিনয় করতে দেখা যাবে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে। কানাঘুষো শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয়ের জন্য ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
১৮২৩
‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে অভিনয় করেছেন মণীশ ওয়াধওয়া। ছোট পর্দায় ‘চন্দ্রগুপ্ত মৌর্য’ ধারাবাহিকে চাণক্যের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন তিনি।
১৯২৩
বলিপাড়ার অন্দরমহলের খবর, ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে অভিনয় করে ৬০ লক্ষ টাকা উপার্জন করেছেন মণীশ।
২০২৩
‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাজ্জাদ দেলাফ্রুজকে। সলমন খান অভিনীত ‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছবির পাশাপাশি ‘স্পেশ্যাল অপ্স’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন সাজ্জাদ।
২১২৩
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে ৪০ লক্ষ টাকা উপার্জন করেন সাজ্জাদ।
২২২৩
টেলি অভিনেতা গৌরব চোপড়া ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। ‘উত্তরণ’ এবং ‘সাড্ডা হক’ ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি।
২৩২৩
বলিপাড়া সূত্রে খবর, ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন গৌরব।