Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
IPL 2023

বাইশ গজ কাঁপাচ্ছেন ক্রিকেটাররা, গ্যালারিতে নজর কাড়ছেন তাঁদের স্ত্রী-বান্ধবীরা

চার-ছক্কায় খেলায় বাইশ গজের মাঠে উদ্‌যাপন চলছে। তবে, চলতি বছরে আইপিএল চলাকালীন ক্রিকেট অনুরাগীদের নজর কাড়ছে গ্যালারিও।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ মে ২০২৩ ১৭:৪৩
Share: Save:
০১ ১৩
বল কখনও বাউন্ডারির বাইরে, কখনও বা চমকপ্রদ ব্যাটিং এবং বোলিং করে বাইশ গজ মাতাচ্ছেন আইপিএলের ক্রিকেটারেরা। চার-ছক্কায় খেলায় বাইশ গজের মাঠে উদ্‌যাপন চলছে। তবে, চলতি বছরে আইপিএল চলাকালীন ক্রিকেট অনুরাগীদের নজর কাড়ছে গ্যালারিও।

বল কখনও বাউন্ডারির বাইরে, কখনও বা চমকপ্রদ ব্যাটিং এবং বোলিং করে বাইশ গজ মাতাচ্ছেন আইপিএলের ক্রিকেটারেরা। চার-ছক্কায় খেলায় বাইশ গজের মাঠে উদ্‌যাপন চলছে। তবে, চলতি বছরে আইপিএল চলাকালীন ক্রিকেট অনুরাগীদের নজর কাড়ছে গ্যালারিও।

০২ ১৩
দর্শকের মাঝে এক ঝলক দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গিনীদেরও। বিরাট কোহলি হোক বা হার্দিক পাণ্ড্য, রূপে এবং গুণে ছক্কা মারতে বাকি রাখেন না তাঁদের সঙ্গিনীরাও।

দর্শকের মাঝে এক ঝলক দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গিনীদেরও। বিরাট কোহলি হোক বা হার্দিক পাণ্ড্য, রূপে এবং গুণে ছক্কা মারতে বাকি রাখেন না তাঁদের সঙ্গিনীরাও।

০৩ ১৩
আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেশ জুড়ে। এই উত্তেজনার মাঝেও বাইশ গজের মাঠ থেকে গ্যালারিতে ভালবাসার সেতু তৈরি করেছেন বিরাট কোহলি।

আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেশ জুড়ে। এই উত্তেজনার মাঝেও বাইশ গজের মাঠ থেকে গ্যালারিতে ভালবাসার সেতু তৈরি করেছেন বিরাট কোহলি।

০৪ ১৩
আরসিবি দলের অধিনায়ক বিরাট কোহলি। খেলার মাঠে জয়ের মুহূর্ত তৈরি হওয়ার পরেই তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার দিকে ছুড়ে দিলেন চুম্বন।

আরসিবি দলের অধিনায়ক বিরাট কোহলি। খেলার মাঠে জয়ের মুহূর্ত তৈরি হওয়ার পরেই তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার দিকে ছুড়ে দিলেন চুম্বন।

০৫ ১৩
এই প্রথম বার নয়, ক্রিকেট মাঠে এর আগেও বিরাট-অনুষ্কার রসায়ন ফুটে উঠেছে। ২০১৮ সালেও বিরাটকে সঙ্গ দিতে ইংল্যান্ড গিয়েছিলেন অভিনেত্রী। সে বারও ২৩তম সেঞ্চুরি সেরে মাঠে দাঁড়িয়ে গ্যালারির দিকে ফিরে স্ত্রীকে উড়ন্ত চুমু পাঠিয়েছিলেন বিরাট।

এই প্রথম বার নয়, ক্রিকেট মাঠে এর আগেও বিরাট-অনুষ্কার রসায়ন ফুটে উঠেছে। ২০১৮ সালেও বিরাটকে সঙ্গ দিতে ইংল্যান্ড গিয়েছিলেন অভিনেত্রী। সে বারও ২৩তম সেঞ্চুরি সেরে মাঠে দাঁড়িয়ে গ্যালারির দিকে ফিরে স্ত্রীকে উড়ন্ত চুমু পাঠিয়েছিলেন বিরাট।

০৬ ১৩
তবে শুধুমাত্র অনুষ্কা নয়, শত ব্যস্ততার মাঝেও জীবনসঙ্গীদের পাশে দাঁড়াতে গ্যালারিতে দেখা যায় বলি অভিনেত্রী থেকে শুরু করে নামকরা তারকারাও।

তবে শুধুমাত্র অনুষ্কা নয়, শত ব্যস্ততার মাঝেও জীবনসঙ্গীদের পাশে দাঁড়াতে গ্যালারিতে দেখা যায় বলি অভিনেত্রী থেকে শুরু করে নামকরা তারকারাও।

০৭ ১৩
বলি অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির সঙ্গে সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন লোকেশ রাহুল।

বলি অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির সঙ্গে সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন লোকেশ রাহুল।

০৮ ১৩
চলতি বছরের জানুয়ারি মাসেই লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক রাহুল এবং আথিয়া বিয়ে করেন। চলতি বছরে গ্যালারিতে দেখা গিয়েছে আথিয়াকে।

চলতি বছরের জানুয়ারি মাসেই লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক রাহুল এবং আথিয়া বিয়ে করেন। চলতি বছরে গ্যালারিতে দেখা গিয়েছে আথিয়াকে।

০৯ ১৩
২০১৫ সালে ‘হিরো’ ছবিতে অভিনয় করে হিন্দি ফিল্মজগতে হাতেখড়ি হয় আথিয়ার। ২০১৯ সালে বড় পর্দায় শেষ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘মোতিচুর চকনাচুর’ ছবিতে নাওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করেন তিনি।

২০১৫ সালে ‘হিরো’ ছবিতে অভিনয় করে হিন্দি ফিল্মজগতে হাতেখড়ি হয় আথিয়ার। ২০১৯ সালে বড় পর্দায় শেষ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘মোতিচুর চকনাচুর’ ছবিতে নাওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করেন তিনি।

১০ ১৩
রাজস্থানের লেগস্পিনার যুজবেন্দ্র চহালের স্ত্রী ধনশ্রী শর্মাকেও দেখা যাচ্ছে গ্যালারিতে। বলিপাড়ার সঙ্গে যোগ রয়েছে চহাল-পত্নীরও।

রাজস্থানের লেগস্পিনার যুজবেন্দ্র চহালের স্ত্রী ধনশ্রী শর্মাকেও দেখা যাচ্ছে গ্যালারিতে। বলিপাড়ার সঙ্গে যোগ রয়েছে চহাল-পত্নীরও।

১১ ১৩
কেরিয়ারের শুরুর দিকে ডেন্টিস্ট হিসাবে কাজ করলেও পরে নাচের উপর বিশেষ প্রশিক্ষণ নেন ধনশ্রী। বর্তমানে বলিউডের কোরিয়োগ্রাফার হিসাবে জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামেও ৫৪ লক্ষ অনুরাগী রয়েছে চহাল পত্নীর।

কেরিয়ারের শুরুর দিকে ডেন্টিস্ট হিসাবে কাজ করলেও পরে নাচের উপর বিশেষ প্রশিক্ষণ নেন ধনশ্রী। বর্তমানে বলিউডের কোরিয়োগ্রাফার হিসাবে জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামেও ৫৪ লক্ষ অনুরাগী রয়েছে চহাল পত্নীর।

১২ ১৩
২০২০ সালে গুজরাত টাইটান্স দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন। কিন্তু অতিমারির ফলে তখন জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ের অনুষ্ঠান সারতে পারেননি হার্দিক।

২০২০ সালে গুজরাত টাইটান্স দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন। কিন্তু অতিমারির ফলে তখন জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ের অনুষ্ঠান সারতে পারেননি হার্দিক।

১৩ ১৩
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আবার বিয়ে করেন হার্দিক এবং নাতাশা। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন নাতাশা এবং হার্দিকের পুত্র অগস্ত্যও। আইপিএলে গুজরাতের ম্যাচ চলাকালীন মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা যায় হার্দিক-পত্নীকে।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আবার বিয়ে করেন হার্দিক এবং নাতাশা। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন নাতাশা এবং হার্দিকের পুত্র অগস্ত্যও। আইপিএলে গুজরাতের ম্যাচ চলাকালীন মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা যায় হার্দিক-পত্নীকে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy