দুনিয়ার সবচেয়ে দামি বই কোনটি জানেন? তা হল লিওনার্দো দা ভিঞ্চির রচনাসংগ্রহ ‘কোডেক্স লেস্টার’। ১৯৯৪-এ একটি নিলামে বিল গেটস এই বই <br> কিনেছিলেন ২০৯৪.৯৫ মিলিয়ন ডলারে। তবে বইটি কিনে নিজের লাইব্রেরিতেই বাক্সবন্দি করে রাখেননি মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা।<br> মাঝেমধ্যে তা বিভিন্ন মিউজিয়ামে প্রদর্শনের জন্য ধারও দেন তিনি।