Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Amir Khan-Karishma Kapoor

‘ক্লাসিক’ ছবির চুম্বনদৃশ্যের শুট হয় তিন দিন ধরে! সেট ছেড়ে নড়েননি চুমুতে অনভিজ্ঞ বলি নায়িকার মা

২৮ বছর আগে পরিচালনা করলেও এখনও ধর্মেশের মুখে প্রায়ই ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার শুটিংয়ের কিস্‌সা শোনা যায়। তেমনই এক গল্প শুনিয়ে তিনি তাক লাগিয়েছিলেন সিনেপ্রেমীদের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১০:০৬
Share: Save:
০১ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

১৯৯৬ সালের ১৫ নভেম্বর। মুক্তি পেয়েছিল আমির খান এবং করিশ্মা কপূর অভিনীত সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’। পরিচালক ছিলেন ধর্মেশ দর্শন। সেই ছবি মুক্তির ২৮ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি।

০২ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

‘রাজা হিন্দুস্তানি’ ছাড়াও আরও ছ’টি সিনেমা পরিচালনা করেছেন ধর্মেশ। তার মধ্যে একাধিক ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। তবে ধর্মেশও স্বীকার করেন, আমির এবং করিশ্মার ‘রাজা হিন্দুস্তানি’র জন্য তাঁর মনে বিশেষ জায়গা রয়েছে।

০৩ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

২৮ বছর আগে পরিচালনা করলেও এখনও ধর্মেশের মুখে প্রায়ই ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার শুটিংয়ের কিস্‌সা শোনা যায়। তেমনই এক গল্প শুনিয়ে তিনি তাক লাগিয়েছিলেন সিনেপ্রেমীদের।

০৪ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

‘রাজা হিন্দুস্তানি’র গান এবং বিভিন্ন দৃশ্য আজও জনপ্রিয়। তবে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল আমির এবং করিশ্মার একটি দীর্ঘ চুম্বনদৃশ্য। সেই দৃশ্য নিয়ে সেই সময় চর্চাও কম হয়নি। বিভিন্ন জল্পনাও তৈরি হয়েছিল।

০৫ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

সংবাদমাধ্যম ‘লেহরেঁ রেট্রো’র সঙ্গে একটি সাক্ষাৎকারে সেই চুম্বনদৃশ্য নিয়েই মুখ খোলেন ধর্মেশ। জানান, সেই বিখ্যাত চুম্বনদৃশ্যের নেপথ্যকাহিনি।

০৬ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

‘রাজা হিন্দুস্তানি’ ছবির শুটিংয়ের সময় করিশ্মার বয়স ২২, আমির ৩১-এর যুবক। পর্দায় চুম্বনদৃশ্যে আমিরের হাতেখড়়ি হলেও করিশ্মা ওই ছবির আগে কোনও চুম্বনদৃশ্যে অভিনয় করেননি। আর তা নিয়েই চিন্তিত ছিলেন ধর্মেশ।

০৭ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

ধর্মেশ জানান, তিনি আমির এবং করিশ্মাকে আলাদা করে এই দৃশ্যের কথা বলেছিলেন। প্রতিটি শট আলাদা করে ব্যাখ্যা করেছিলেন। আমির পুরো বিষয়টি নিয়ে খুব সাধারণ ভাবে নিলেও করিশ্মা পুরো বিষয়টি নিয়‌ে খুব উত্তেজিত ছিলেন।

০৮ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

ধর্মেশের কথায়, ‘‘করিশ্মা খুব ভাল কাজ করছিলেন। তবে চুম্বনদৃশ্য নিয়ে খুব উত্তেজিত ছিলেন তিনি। আমি সেটা বুঝতে পারছিলাম। করিশ্মা আগে কখনও চুম্বনের দৃশ্যে অভিনয় করেনি। আমি ওঁকে বার বার বলেছিলাম যে, তিনি কী পরবেন, ব্যাকগ্রাউন্ডে কী হবে। কিন্তু তিনি আমায় বলেছিলেন, ‘তোমার এত কিছু বলার দরকার নেই’।’’

০৯ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

যদিও ধর্মেশের চিন্তা কমেনি। সেই চিন্তা আরও বাড়িয়েছিলেন করিশ্মার মা ববিতা কপূর।

১০ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

সেই সময় বলিউডে কান পাতলেই শোনা যেত, করিশ্মার প্রায় প্রতিটি ছবির শুটিংয়েই উপস্থিত থাকতেন ববিতা। মেয়েকে চোখে চোখে রাখতেন। করিশ্মা কোন সিনেমায় কাজ করবেন এবং কোন সিনেমায় কাজ করবেন না, সেই সিদ্ধান্তও নাকি নিতেন ববিতা।

১১ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

আর সেই কারণেই সিনেমার পর্দায় মেয়ের প্রথম চুম্বনদৃশ্যের কথা ববিতার থেকে লুকোনোর কথা ভাবতে পারেননি ধর্মেশ। করিশ্মার বয়স কম হওয়ার কারণেও বিষয়টি তাঁর মাকে জানানোর সিদ্ধান্ত নেন পরিচালক।

১২ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

ধর্মেশ বলেন, ‘‘আমি ববিতাজিকে ঘরের ভিতরে বসিয়ে পুরো দৃশ্যের বর্ণনা দিয়েছিলাম। কারণ, কারিশ্মা তখনও খুব ছোট ছিল। বলিপাড়ায় লোলো (করিশ্মার ডাক নাম)-কে সবাই ভাল মেয়ে বলেই জানত। খুব ঝামেলা ও করত না।’’ পুরো দৃশ্যের কথা শুনে মেয়ের চুম্বন করা নিয়ে ববিতা কোনও আপত্তি করেননি।

১৩ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

এর পরেই সেই দৃশ্যের শুটিং শুরু হয়। তবে ধর্মেশ জানিয়েছেন, ওই একটি দৃশ্য শুট করতে সময় লেগেছিল তিন দিন! আর ওই তিন দিনই সেটে উপস্থিত ছিলেন ববিতা।

১৪ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

ধর্মেশ আরও যোগ করেছেন, ছবির প্রযোজকেরা চেয়েছিলেন পোস্টারে চুম্বনের দৃশ্যের ছবি রাখতে। তবে তিনি সেই অনুমতি দেননি। নিজগুণেই সুপারহিট হয়েছিল সিনেমা।

১৫ ১৫
All you need to know the story about kissing scene of Amir Khan, Karishma Kapoor starrer Raja Hindustani

উল্লেখ্য, ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে আমির-করিশ্মা ছাড়াও কুণাল খেমু, অর্চনা পূরন সিংহ, সুরেশ ওবেরয় এবং জনি লিভারের মতো অভিনেতারা অভিনয় করেছিলেন। নব্বইয়ের দশকের সেই ছবি ‘ক্লাসিক’ তকমাও পেয়েছিল।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy