২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’ এবং ‘জওয়ান’। দু’টি ছবিই ভাল ব্যবসা করে। চলতি বছরের গোড়ায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ফাইটার’ও বক্স অফিসে ভাল ব্যবসা করে। বলিপাড়ার অন্যতম সর্বোচ্চ উপার্জনকারী দীপিকা পাড়ুকোনের এই তিনটি ছবি বক্স অফিসে ২৪৮০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। লক্ষ্মীলাভ হলেও অভিনেত্রীর কেরিয়ারের ঝুলি থেকে বাদও পড়েছে একাধিক নারীকেন্দ্রিক ছবি।