Fees charged by judges from television reality shows dgtl
Bollywood Celebrity
Bollywood celebrities: লাখের ঘরে অর্থ উপার্জন! শো প্রতি কত পারিশ্রমিক পান এই বিচারকেরা
শিল্পা শেট্টি থেকে হিমেশ রেশমিয়া বিচারকের আসনে বসে বিপুল অঙ্কের অর্থ উপার্জন করেন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১১:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
ছোট পর্দায় ধারাবাহিকের পাশাপাশি রিয়্যালিটি শো দর্শকদের আগ্রহের পরিধির মধ্যে পড়ে। ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শোগুলির মধ্যে ‘ইন্ডিয়ান আইডল’, ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি’, ‘ডান্স ইন্ডিয়া ডান্স’, ‘রোডিজ রেভলিউশন’, ‘সুপার ডান্সার’, ‘ইন্ডিয়া’জ গট ট্যালেন্ট’ উল্লেখযোগ্য।
০২১৪
এই অনুষ্ঠানগুলিতে নাচ, গান-সহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসেন বিভিন্ন বয়সের, বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাধররা।
০৩১৪
শক্তি মোহন, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংহ, সুনিধি চৌহান, প্রিন্স নারুলা, নেহা কক্করের মতো এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা রিয়্যালিটি শো-এর মাধ্যমেই পা রেখেছেন পেশাদার সঙ্গীতজীবনে, তার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন।
০৪১৪
এই সব শো-এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিচারকেরা। এই আসনে থাকা ব্যক্তিত্বদের দায়িত্বভার যেমন গুরুতর, ঠিক তেমনই মোটা অঙ্কের পারিশ্রমিক থেকেও বঞ্চিত হন না তাঁরা।
০৫১৪
মহিলা বিচারকদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান শিল্পা শেট্টি কুন্দ্রা। নাচের বিভিন্ন রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে শিল্পাকে দেখা যায়।
০৬১৪
শো প্রতি ১৪ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘সুপার ডান্সার’-এর চতুর্থ সিজন চলাকালীন পর্ব প্রতি ২০ লক্ষ টাকা পেয়েছেন শিল্পা।
০৭১৪
একাধারে ভিডিয়ো জকি ও অভিনেতা রণবিজয় সিংহ শো পরিচালনা করেন দারুণ নৈপুণ্যে। কিন্তু ‘রোডিজ রেভলিউশন’-এ বিচারকের আসনে তিনি আলাদা ভাবে নজর কেড়েছেন। জানা যায়, রণবিজয় ‘রোডিজ রেভলিউশন’ শো-এর পর্ব প্রতি ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
০৮১৪
ওই একই রিয়্যালিটি শো-এর বিচারক নেহা ধুপিয়া। প্রতিটি পর্ব শ্যুট করতে পারিশ্রমিক হিসাবে তিনি আট লক্ষ টাকা নেন।
০৯১৪
‘রোডিজ রেভলিউশন’-এ দেখা যায় নিখিল ছিনাপাকেও। পর্ব প্রতি তাঁকে নয় লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়।
১০১৪
গত পাঁচ বছর ধরে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি’ শো-কে রোহিত শেট্টি অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। পর্ব পিছু তিনি নয় লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
১১১৪
‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন নেহা কক্কর। এখন তিনিই সোজা বিচারকের আসনে। দ্বাদশ সিজনের পর্ব প্রতি তিনি পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক পান।
১২১৪
হিমেশ রেশমিয়ার মুখে ‘‘জয় মাতা দি, লেট’স রক’’ উক্তিটি দারুণ জনপ্রিয়। ‘ইন্ডিয়ান আইডল’-এ বিচারকের আসনে বসে প্রায়ই তাঁকে এই কথাটি বলতে শোনা গিয়েছে। পর্ব পিছু তাঁকে চার লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়।
১৩১৪
‘ইন্ডিয়ান আইডল’ ছাড়াও হিমেশকে ‘মিউজিক কা মহা মুকাবলা’, ‘সুর ক্ষেত্র’, ‘সা রে গা মা পা চ্যালেঞ্জ’-সহ বিভিন্ন রিয়্যালিটি শো-এ বিচারকের ভূমিকায় দেখা যায়।
১৪১৪
এ ছাড়াও মাধুরী দীক্ষিত নেনে, ‘কপিল শর্মা শো’-খ্যাত অর্চনা পূরণ সিংহ, গীতা কপূর, কিরণ খের বিচারক হিসাবে পর্ব পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান বলে জানা যায়।