Advertisement
২২ জানুয়ারি ২০২৫
bollywood

কৈশোরে ব্যর্থ বিয়ে, অজ্ঞাত প্রেমিকের সঙ্গে লিভ ইন, মাহি গিল নারাজ সন্তানের বাবার নাম প্রকাশে

মাহির অভিযোগ, এক বার তাঁকে রাতপোশাকে অডিশন দিতে বলেছিলেন পরিচালক! এর পর মাহি সতর্ক হয়ে যান ছবি বাছার ক্ষেত্রে। ২০০৮ সালেই অনুরাগ কশ্যপের আর একটি ছবি ‘গুলাল’-এ মাহির অভিনয় দর্শকমনে দাগ কেটে যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ১০:০৪
Share: Save:
০১ ২০
বেশিরভাগ সময়েই তিনি পর্দায় ষড়রিপুর বশ একজন নারী। যিনি হতাশার চোরাবালিতে ডুবে থাকতে ভালবাসেন। দেবি ডি-র ‘পারো’ এবং ‘সাহেব বিবি অ্য়ান্ড গ্য়াংস্টার’ ছবির জটিল নায়িকাচরিত্র পর্দায় ফুটিয়ে তোলা মাহি বাস্তবজীবনেও  বাঁধা গতে  চলতে নারাজ।

বেশিরভাগ সময়েই তিনি পর্দায় ষড়রিপুর বশ একজন নারী। যিনি হতাশার চোরাবালিতে ডুবে থাকতে ভালবাসেন। দেবি ডি-র ‘পারো’ এবং ‘সাহেব বিবি অ্য়ান্ড গ্য়াংস্টার’ ছবির জটিল নায়িকাচরিত্র পর্দায় ফুটিয়ে তোলা মাহি বাস্তবজীবনেও বাঁধা গতে চলতে নারাজ।

০২ ২০
চণ্ডীগড়ে এক জাঠ পরিবারে মাহির জন্ম ১৯৭৫ সালের ১৯ ডিসেম্বর। তাঁর বাবা ছিলেন পঞ্জাব সরকারের অর্থমন্ত্রকের উপদেষ্টা। মা ছিলেন কলেজের লেকচারার।

চণ্ডীগড়ে এক জাঠ পরিবারে মাহির জন্ম ১৯৭৫ সালের ১৯ ডিসেম্বর। তাঁর বাবা ছিলেন পঞ্জাব সরকারের অর্থমন্ত্রকের উপদেষ্টা। মা ছিলেন কলেজের লেকচারার।

০৩ ২০
মাহির নাম ছিল রিম্পি কৌর গিল। জন্মগত পরিচয় পাল্টে নিজের নাম ‘মাহি’ করে নেন তিনি। তাঁর দুই ভাইয়ের নাম নবনীত গিল এবং শিবেন্দ্র গিল।

মাহির নাম ছিল রিম্পি কৌর গিল। জন্মগত পরিচয় পাল্টে নিজের নাম ‘মাহি’ করে নেন তিনি। তাঁর দুই ভাইয়ের নাম নবনীত গিল এবং শিবেন্দ্র গিল।

০৪ ২০
সেন্ট কবীর পাবলিক স্কুলে পড়ার সময়েই এনসিসি করতেন মাহি। তাঁর স্বপ্নও ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। স্কুলের পরে মাহি চণ্ডীগড়ের কলেজ থেকে কলাবিদ্য়ায় স্নাতক হন। তার পর সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নেন।

সেন্ট কবীর পাবলিক স্কুলে পড়ার সময়েই এনসিসি করতেন মাহি। তাঁর স্বপ্নও ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। স্কুলের পরে মাহি চণ্ডীগড়ের কলেজ থেকে কলাবিদ্য়ায় স্নাতক হন। তার পর সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নেন।

০৫ ২০
স্বপ্নপূরণের পথে বাধ সাধল দুর্ঘটনা। সেনাবাহিনীতে আধিকারিক হওয়ার প্রবেশিকা পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি। এরপর যোগ দেন তিন মাসের প্রশিক্ষণপর্বে। সে সময়ে প্য়ারাশুটের দড়ি ছিঁড়ে গুরুতর আহত হন তিনি।

স্বপ্নপূরণের পথে বাধ সাধল দুর্ঘটনা। সেনাবাহিনীতে আধিকারিক হওয়ার প্রবেশিকা পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি। এরপর যোগ দেন তিন মাসের প্রশিক্ষণপর্বে। সে সময়ে প্য়ারাশুটের দড়ি ছিঁড়ে গুরুতর আহত হন তিনি।

০৬ ২০
এরপরই মাহির বাড়ির লোক ভয় পেয়ে যান। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন মুলতুবি রেখে মাহি নাটকে স্নাতকোত্তর করতে ভর্তি হন পঞ্জাব বিশ্ববিদ্য়ালয়ে। গুঞ্জন, তাঁর মায়ের ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু পারেননি রক্ষণশীলতার চাপে। মেয়ের মধ্যে নিজের স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন তিনি।

এরপরই মাহির বাড়ির লোক ভয় পেয়ে যান। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন মুলতুবি রেখে মাহি নাটকে স্নাতকোত্তর করতে ভর্তি হন পঞ্জাব বিশ্ববিদ্য়ালয়ে। গুঞ্জন, তাঁর মায়ের ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু পারেননি রক্ষণশীলতার চাপে। মেয়ের মধ্যে নিজের স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন তিনি।

০৭ ২০
পঞ্জাবি ছবি ‘হাওয়ায়েঁ’-তে মাহি সবার প্রথমে অভিনয় করেন। বলিউডে তাঁর প্রথম ছবি ‘খোয়া খোয়া চাঁদ’। সুধীর মিশ্র পরিচালিত এই ছবির নায়ক নায়িকা ছিলেন সাইনি আহুজা এবং সোহা আলি খান। এই ছবিতে খুব ছোট ভূমিকায় অভিনয়
করেছিলেন মাহি।

পঞ্জাবি ছবি ‘হাওয়ায়েঁ’-তে মাহি সবার প্রথমে অভিনয় করেন। বলিউডে তাঁর প্রথম ছবি ‘খোয়া খোয়া চাঁদ’। সুধীর মিশ্র পরিচালিত এই ছবির নায়ক নায়িকা ছিলেন সাইনি আহুজা এবং সোহা আলি খান। এই ছবিতে খুব ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন মাহি।

০৮ ২০
এর পর একটি জন্মদিনের পার্টিতে মাহিকে দেখে পছন্দ হয় অনুরাগ কশ্যপের। তিনি তাঁকে সুযোগ দেন ‘দেব ডি’ ছবিতে। পার্টিতে উচ্ছল মাহির মধ্য়ে তাঁর ছবির ‘পারো’-কে খুঁজে পেয়েছিলেন অনুরাগ। এই ছবিতে মাহির অভিনয় প্রশংসিত
হয় দর্শক ও সমালোচক, দু’ মহলেই।

এর পর একটি জন্মদিনের পার্টিতে মাহিকে দেখে পছন্দ হয় অনুরাগ কশ্যপের। তিনি তাঁকে সুযোগ দেন ‘দেব ডি’ ছবিতে। পার্টিতে উচ্ছল মাহির মধ্য়ে তাঁর ছবির ‘পারো’-কে খুঁজে পেয়েছিলেন অনুরাগ। এই ছবিতে মাহির অভিনয় প্রশংসিত হয় দর্শক ও সমালোচক, দু’ মহলেই।

০৯ ২০
‘দেব ডি’ ছবিতে অভিনয়ের পরে মাহির কাছে বেশ কিছু সুযোগ আসতে শুরু করে। কিন্তু প্রতি ছবিতেই তাঁর জন্য় বরাদ্দ হয় সাহসী দৃশ্য। পরে মাহি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁকে চিত্রনাট্য়ই দেওয়া হত না। শুধু বলা হত,কিছু কিছু সাহসী দৃশ্য়ে তোমাকে অভিনয় করতে হবে।

‘দেব ডি’ ছবিতে অভিনয়ের পরে মাহির কাছে বেশ কিছু সুযোগ আসতে শুরু করে। কিন্তু প্রতি ছবিতেই তাঁর জন্য় বরাদ্দ হয় সাহসী দৃশ্য। পরে মাহি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁকে চিত্রনাট্য়ই দেওয়া হত না। শুধু বলা হত,কিছু কিছু সাহসী দৃশ্য়ে তোমাকে অভিনয় করতে হবে।

১০ ২০
মাহির অভিযোগ, এক বার তাঁকে রাতপোশাকে অডিশন দিতে বলেছিলেন পরিচালক! এর পর মাহি সতর্ক হয়ে যান ছবি বাছার ক্ষেত্রে। ২০০৮ সালেই অনুরাগ কশ্যপের আর একটি ছবি ‘গুলাল’-এ মাহির অভিনয় দর্শকমনে দাগ কেটে যায়।

মাহির অভিযোগ, এক বার তাঁকে রাতপোশাকে অডিশন দিতে বলেছিলেন পরিচালক! এর পর মাহি সতর্ক হয়ে যান ছবি বাছার ক্ষেত্রে। ২০০৮ সালেই অনুরাগ কশ্যপের আর একটি ছবি ‘গুলাল’-এ মাহির অভিনয় দর্শকমনে দাগ কেটে যায়।

১১ ২০
অনুরাগ কশ্যপের ভাই অভিনব কশ্য়পের ছবি ‘দবাং’-এ অভিনয় করেন মাহি। কিন্তু পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সলমনের ছবি হলেও ‘দবাং’-এ অভিনয় তাঁর কেরিয়ারে কোনও সাহায্য করেনি।

অনুরাগ কশ্যপের ভাই অভিনব কশ্য়পের ছবি ‘দবাং’-এ অভিনয় করেন মাহি। কিন্তু পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সলমনের ছবি হলেও ‘দবাং’-এ অভিনয় তাঁর কেরিয়ারে কোনও সাহায্য করেনি।

১২ ২০
বরং, সেই তুলনায় ইন্ডাস্ট্রিতে মাহি নিজের জায়গা মজবুত করতে পেরেছিলেন ‘সাহেব বিবি অউর গ্য়াংস্টার’-এ। এই ছবিতে তাঁর ‘মাধবী’ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পায়।

বরং, সেই তুলনায় ইন্ডাস্ট্রিতে মাহি নিজের জায়গা মজবুত করতে পেরেছিলেন ‘সাহেব বিবি অউর গ্য়াংস্টার’-এ। এই ছবিতে তাঁর ‘মাধবী’ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পায়।

১৩ ২০
এ সময় পরিচালক তিগমাংশু ধুলিয়ার সঙ্গে মাহির সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন শোনা যেতে থাকে। ক্রমে ইন্ডাস্ট্রিতে আলোচনার মূল বিষয় হয়ে ওঠে তাঁদের প্রেম। মাহির অভিনয়ে মুগ্ধ তিগমাংশু তাঁর ‘পান সিংহ তোমর’ এবং ‘সাহেব বিবি গ্য়াংস্টার রিটার্নস’ ছবিতেও সুযোগ দেন তাঁকে।

এ সময় পরিচালক তিগমাংশু ধুলিয়ার সঙ্গে মাহির সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন শোনা যেতে থাকে। ক্রমে ইন্ডাস্ট্রিতে আলোচনার মূল বিষয় হয়ে ওঠে তাঁদের প্রেম। মাহির অভিনয়ে মুগ্ধ তিগমাংশু তাঁর ‘পান সিংহ তোমর’ এবং ‘সাহেব বিবি গ্য়াংস্টার রিটার্নস’ ছবিতেও সুযোগ দেন তাঁকে।

১৪ ২০
‘বুলেট রাজা’ ছবিতে মাহির জন্য বিশেষ একটি গানের সিকোয়েন্স রাখেন তিগমাংশু। এখানেই শেষ নয়। শুধু মাহির কথা ভেবেই নাকি তিগমাংশু পরিচালনা করেন ‘সাহেব বিবি অউর গ্য়াংস্টার থ্রি’ ছবির। কিন্তু বক্স অফিসে ছবিটি চূড়ান্ত ব্যর্থ হয়।

‘বুলেট রাজা’ ছবিতে মাহির জন্য বিশেষ একটি গানের সিকোয়েন্স রাখেন তিগমাংশু। এখানেই শেষ নয়। শুধু মাহির কথা ভেবেই নাকি তিগমাংশু পরিচালনা করেন ‘সাহেব বিবি অউর গ্য়াংস্টার থ্রি’ ছবির। কিন্তু বক্স অফিসে ছবিটি চূড়ান্ত ব্যর্থ হয়।

১৫ ২০
ব্যর্থতার দায় গিয়ে পড়ে পরিচালক তিগমাংশুর উপরেই। অভিযোগ, তিনি মাহিকে গুরুত্ব দিতে বাকি কুশীলবদের ভূমিকা যথেচ্ছ ছোট করে দিয়েছিলেন। মাহি-সর্বস্ব এই ছবি সফল হয়নি বক্স অফিসে।

ব্যর্থতার দায় গিয়ে পড়ে পরিচালক তিগমাংশুর উপরেই। অভিযোগ, তিনি মাহিকে গুরুত্ব দিতে বাকি কুশীলবদের ভূমিকা যথেচ্ছ ছোট করে দিয়েছিলেন। মাহি-সর্বস্ব এই ছবি সফল হয়নি বক্স অফিসে।

১৬ ২০
তিগমাংশু ছাড়াও মাহির সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে রণদীপ হুডার। কিন্তু কোনও সম্পর্কই মাহি স্বীকার করেননি। তাছাড়া বিবাহিত তিগমাংশুর সঙ্গে তাঁর প্রেম রয়ে যায় গুঞ্জন হয়েই।

তিগমাংশু ছাড়াও মাহির সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে রণদীপ হুডার। কিন্তু কোনও সম্পর্কই মাহি স্বীকার করেননি। তাছাড়া বিবাহিত তিগমাংশুর সঙ্গে তাঁর প্রেম রয়ে যায় গুঞ্জন হয়েই।

১৭ ২০
তবে এ সব গুঞ্জন ছাড়া অনেকেই জানেন না সিনেমায় অভিনয় শুরুর আগে থেকেই মাহি বিবাহিত ছিলেন। কলেজে পড়ার সময় তিনি বিয়ে করেছিলেন বাড়ির অমতে। কিন্তু সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। পরে মাহি জানান, সেটা ছিল তাঁর নিছক ‘ছেলেমানুষি’।

তবে এ সব গুঞ্জন ছাড়া অনেকেই জানেন না সিনেমায় অভিনয় শুরুর আগে থেকেই মাহি বিবাহিত ছিলেন। কলেজে পড়ার সময় তিনি বিয়ে করেছিলেন বাড়ির অমতে। কিন্তু সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। পরে মাহি জানান, সেটা ছিল তাঁর নিছক ‘ছেলেমানুষি’।

১৮ ২০
তবে মাহি গিল সবথেকে বেশি চমক দেন ২০১৯ সালে। জানান, তাঁর মেয়ের বয়স সাড়ে তিন বছর! এর আগে মাহির সন্তানের কথা কেউ জানতেন না। সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে মাহি জানান, তাঁর বয়ফ্রেন্ড গোয়ায় থাকেন। তাঁদের সন্তানের জন্ম হয়েছে ২০১৬-এ।

তবে মাহি গিল সবথেকে বেশি চমক দেন ২০১৯ সালে। জানান, তাঁর মেয়ের বয়স সাড়ে তিন বছর! এর আগে মাহির সন্তানের কথা কেউ জানতেন না। সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে মাহি জানান, তাঁর বয়ফ্রেন্ড গোয়ায় থাকেন। তাঁদের সন্তানের জন্ম হয়েছে ২০১৬-এ।

১৯ ২০
সে সময় তাঁর হাতে বেশি ছবি ছিল না। তাই মা হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান মাহি। কিন্তু বয়ফ্রেন্ডের নাম বা পরিচয় মাহি জানাননি। শুধু বলেছেন,তাঁর প্রেমিক আদতে জম্মুর বাসিন্দা। এখন গোয়ায় হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত।

সে সময় তাঁর হাতে বেশি ছবি ছিল না। তাই মা হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান মাহি। কিন্তু বয়ফ্রেন্ডের নাম বা পরিচয় মাহি জানাননি। শুধু বলেছেন,তাঁর প্রেমিক আদতে জম্মুর বাসিন্দা। এখন গোয়ায় হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত।

২০ ২০
মেয়ের নাম মাহি রেখেছেন ভেরোনিকা। তিনি মেয়েকে নিয়ে কাজের সূত্রে মুম্বইয়ে থাকেন। মাঝে  মাঝেই গোয়া যান প্রেমিকের সঙ্গে থাকতে। আপাতত লিভ ইন সম্পর্কেই খুশি। জানিয়েছেন, ভবিষ্য়তে বিয়ের কথা ভাবতে পারেন। তবে তাঁর কাছে যে কোনও সম্পর্কে ব্যক্তিগত পরিসর খুবই গুরুত্বপূর্ণ।

মেয়ের নাম মাহি রেখেছেন ভেরোনিকা। তিনি মেয়েকে নিয়ে কাজের সূত্রে মুম্বইয়ে থাকেন। মাঝে মাঝেই গোয়া যান প্রেমিকের সঙ্গে থাকতে। আপাতত লিভ ইন সম্পর্কেই খুশি। জানিয়েছেন, ভবিষ্য়তে বিয়ের কথা ভাবতে পারেন। তবে তাঁর কাছে যে কোনও সম্পর্কে ব্যক্তিগত পরিসর খুবই গুরুত্বপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy