বিয়ের পর এখনও যেন স্বপ্নের রাজ্যে রয়েছেন নুসরত। নব দম্পতিকে ঘিরে আত্মীয়-বন্ধুদের অনুষ্ঠান এখনও চলছে। বাকি রয়েছে কলকাতার রিসেপশনও।
০৩১২
‘সান-সি অ্যান্ড মি’— ছবিটি শেয়ার করে লিখেছেন নুসরত। বোদরুমে কাটানো তাঁর একান্ত মুহূর্ত। টলিউডে সেই অর্থে ডেস্টিনেশন ওয়েডিং শুরু হল নুসরতের হাত ধরেই।
০৪১২
মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, ইয়ট পার্টি, হোয়াইট ওয়েডিং- সহ বিভিন্ন অনুষ্ঠান করেছেন নুসরত-নিখিল। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়রা।
০৫১২
গত শনিবার রাতে কলকাতা ফিরেছেন নুসরত-নিখিল। বিমানবন্দরেও তাঁদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন প্রিয়জনেরা।
০৬১২
কলকাতা ফিরেছেন নুসরতের বিয়েতে বোদরুমে টলিউড থেকে একমাত্র আমন্ত্রিত অভিনেত্রী মিমি চক্রবর্তীও। তিনিও সদ্য নির্বাচিত সাংসদ। কিন্তু নুসরতের বিয়েতে উপস্থিত থাকার কারণে দুই বন্ধুর শপথ নেওয়া হয়নি।
০৭১২
শোনা যাচ্ছে, সপ্তাহের শুরুতেই নিখিলকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছেন নুসরত। সেখানেই শপথ নিয়ে সংসদের কাজ শুরু করবেন।
০৮১২
নুসরত জয়ী হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। তাঁর বিয়ের সময় সেখানকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শোনা যাচ্ছে, দিল্লি থেকে ফিরে বসিরহাট যাবেন নুসরত।
০৯১২
সূত্রের খবর, কলকাতার আলিপুরে নতুন একটি ফ্ল্যাটে থাকবেন নুসরত-নিখিল। তাঁদের ফ্ল্যাট সাজানোর কাজও শেষ।
১০১২
নুসরত-নিখিলের বিয়ের লোগো ছিল ‘এনজে’। নুসরত জাহান এবং নিখিল জৈন। দু’জনের নাম এবং পদবির আদ্যক্ষর ব্যবহার করে তৈরি হয়েছিল লোগো। দম্পতি একে অপরকে নাকি ওই নামেই ডাকেন।
১১১২
নুসরত-নিখিলের আইনি বিয়ে এখনও হয়নি। অনুষ্ঠানের পালা শেষ। এ বার তাঁরা রেজিস্ট্রি করবেন বলে খবর।
১২১২
রাজনীতি এবং বিয়ে। খুব কম সময়ের মধ্যে জীবনের দুটো নতুন চ্যাপ্টার শুরু করলেন নুসরত। কবে শুটিং ফ্লোরে ফিরবেন, তা অবশ্য এখনও জানাননি তিনি।