শ্যাম দক্ষিণ ভারতের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। চেন্নাইয়ে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। শুক্রবার থেকেই ইন্টারনেটে ফের ট্রেন্ডিং জসসি।
০৪১২
একেবারে পঞ্জাবি পোশাকে বিয়ে করেছেন মোনা এবং শ্যাম। ‘জসসি’র পরনে ছিল লাল লেহঙ্গা-চোলি। শ্যাম পরেছিলেন মানানসই ঘিয়ে রঙের শেরওয়ানি।
০৫১২
চণ্ডীগড়ের একটি পঞ্জাবি পরিবারে ১৯৮০ সালে জন্ম মোনার। বাবা ছিলেন সেনা অফিসার। সেই সূত্রে দেশের বিভিন্ন জায়গায় কেটেছে তাঁর ছেলেবেলা।
০৬১২
মোনা সিংহ টেলিভিশনে কেরিয়ার শুরু করেছিলেন ২০০৩ সালে ‘জসসি জ্যায়সি কোই নেহি’ দিয়ে। প্রথম শো থেকেই তিনি দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।
০৭১২
এর পর বিভিন্ন ফিকশন এবং রিয়্যালিটি শোয়ের কাজে ব্যস্ত ছিলেন তিনি। মাঝে টেলিভিশন থেকে ছোট্ট বিরতি নিয়ে ‘থ্রি ইডিয়টস’, ‘জেড প্লাস’-এর মতো ছবিতেও অভিনয় করেন।
০৮১২
মোনার বন্ধু হওয়ার বাড়তি পাওনা কী? নতুন নতুন রান্না করে বন্ধুদের ডেকে খাওয়ানো মোনার খুব পছন্দের। এক সাক্ষাত্কারে মোনা জানিয়েছিলেন, ‘‘আমি আর মা দু’জনেই কুকিং ক্লাসে ভর্তি হয়ে দেশ-বিদেশের অনেক রকম রান্না শিখেছি। সময় পেলেই রান্না করে বন্ধুদের খেতে ডাকি।”
০৯১২
এক সময় বলিউড অভিনেতা বিদ্যুত্ জামওয়ালের সঙ্গে ডেট করতেন মোনা। টানা ৫ বছর তাঁরা সম্পর্কে ছিলেন। ২০১৫ সালে দু’জনের বিচ্ছেদ হয়। তার পরই মুম্বইয়ে একটি অনুষ্ঠানে শ্যামের সঙ্গে পরিচয় তাঁর।
১০১২
কিছু দিন আগেই মোনার মেহেন্দির অনুষ্ঠান হয়। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছিল।
১১১২
শুক্রবার মোনার বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর পরিবার এবং সমস্ত কাছে বন্ধুরা। উপস্থিত ছিলেন তাঁর সহ অভিনেত্রী এবং বন্ধু রক্সন্দা খান।
১২১২
এ ছাড়া গৌরব গেরা, গীতা কপূর, আশিস কপূরের মতো টেলিভিশন অভিনেতারাও উপস্থিত ছিলেন মোনার বিয়েতে।