খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন ‘কোকা কোলা গার্ল’। টেলি ও বিজ্ঞাপনী দুনিয়ায় কোকা কোলা গার্ল হিসেবেই বেশি পরিচিতি তিনি। কে এই কোকা কোলা গার্ল?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১১:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন ‘কোকা কোলা গার্ল’। টেলি ও বিজ্ঞাপনী দুনিয়ায় কোকা কোলা গার্ল হিসেবেই বেশি পরিচিতি তিনি।
০২১০
সম্প্রতি ভুবন বামের সঙ্গে ‘সঙ্গ হুঁ তেরে’ নামে একটি গানের অ্যালবামে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরালও হয়। দর্শকদের পছন্দও হয় সেই গান। শোনা যাচ্ছে, এই গানের সাফল্যের পর বলিউড থেকে অফার পেয়েছেন তিনি। কে এই কোকাকোলা গার্ল? ছবি: ইনস্টাগ্রাম।
০৩১০
আসল নাম অনিমা কাশ্যপ। বিজ্ঞাপন জগতের বেশ পরিচিত নাম। কোকা কোলা ছাড়া লিমকা, নিভিয়া ক্রিম, কল্যাণ জুয়েলার্স, লাক্স ও লেস-এর বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
০৪১০
অনিমা এক জন মডেল তো বটেই, তবে তাঁর আরও একটা পরিচয় রয়েছে। তিনি এক জন পেশাদার ক্যানভাস আর্টিস্ট। ছবি: ইনস্টাগ্রাম
০৫১০
কাজ করেছেন বলিউডের নামকরা স্টারদের সঙ্গেও। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খানের মতো স্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম
০৬১০
এক সাক্ষাত্কারে অনিমা বলেছেন, আমি যদি কোনও দিন অভিনেত্রীও হই, বিজ্ঞাপনের কাজ ছাড়ব না। কারণ অ্যাড ফিল্ম আমার প্যাশন। ছবি: ইনস্টাগ্রাম
০৭১০
৭ বছর ধরে অ্যাড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনিমা। ছবি: ইনস্টাগ্রাম
০৮১০
হরিয়ানার গুরুগ্রামে জন্ম। ডি এ ভি পাবলিক স্কুলে পড়াশোনা শেষে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। ছবি: ইনস্টাগ্রাম
০৯১০
দিল্লিতে থাকাকালীন মডেলিংয়ের কাজও করেছেন অনিমা। কিন্তু মডেলিংয়ের কেরিয়ার তাঁর কাছে খুব একটা আকর্ষণীয় ছিল না। ছবি: ইনস্টাগ্রাম
১০১০
অভিনয় করাটাই ছিল তাঁর মূল লক্ষ্য। তাই মডেলিং ছেড়ে দিল্লিতে অস্মিতা থিয়েটার গ্রুপে যোগ দেন অনিমা। তার পর সেখান থেকে মুম্বই যান। এখান থেকেই অ্যাড ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম