Corona Virus in India : Luxurious Residence of Many Bollywood Stars Has Been Sealed dgtl
corona virus in indis
সিল করা হল মুম্বইয়ের ‘ওবেরয় স্প্রিংস’, কোন বলি তারকারা এই আবাসনে থাকেন জানেন?
দক্ষিণ মুম্বইয়ের অন্ধেরীর ওই আবাসনের নাম ‘ওবেরয় স্প্রিংস’। বলিউডের বেশ কয়েক জন তারকার ঠিকানা এই বিলাসবহুল আবাসন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ০৯:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
করোনাত্রস্ত পরিবেশে সাধারণ মানুষের মতো বলিউডের তারকারাও গৃহবন্দি। এ বার আতঙ্ক বাড়িয়ে সিল করা হল মুম্বইয়ের এক অভিজাত আবাসন। দক্ষিণ মুম্বইয়ের অন্ধেরীর ওই আবাসনের নাম ‘ওবেরয় স্প্রিংস’। বলিউডের বেশ কয়েক জন তারকার ঠিকানা এই বিলাসবহুল আবাসন।
০২১৫
জানা গিয়েছে, আবাসনের ‘সি উইং’-এর বাসিন্দা ১১ বছরের এক বালিকার শরীরে ধরা পড়ে কোভিড ১৯। তার পরেই সতর্কতাস্বরূপ সিল করে দেওয়া হয়েছে পুরো আবাসন।
০৩১৫
এই আবাসনেই থাকেন চিত্রাঙ্গদা সিংহ। ফলে ঘরের বাইরে আবাসন চত্বরেও এখন তাঁর পা রাখা নিষেধ।
০৪১৫
একই অবস্থা আর এক নায়িকা মুগ্ধা গডসেরও। ‘ফ্যাশন’ ছবির নায়িকাও এই আবাসনের বাসিন্দা।
০৫১৫
শুধু দুই নায়িকাই নন। এই আবাসনে থাকেন এক ঝাঁক নায়কও। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক, জাতীয় পুরস্কারজয়ী ভিকি কৌশলের বাড়িও এই আবাসন।
০৬১৫
ভিকির প্রতিবেশী রাজকুমার রাও। ‘নিউটন’ ছবির নায়কও থাকেন এই নামী বহুতলে।
০৭১৫
কৃষ্ণা অভিষেক-কাশ্মীরা শাহের মতো তারকা দম্পতিও থাকেন এই বহুতলে। সঙ্গে থাকে তাঁদের দুই সন্তান।
০৮১৫
‘ভারতের মাইকেল জ্যাকসন’ প্রভু দেবাও এই আবাসনের বাসিন্দাদের এক জন।
০৯১৫
তাঁর বাকি প্রতিবেশীদের মতো সম্পূর্ণ ঘরবন্দি অভিনেতা নীল নীতিন মুকেশও। তিনিও সস্ত্রীক থাকেন ‘ওবেরয় স্প্রিংস’-এ।
১০১৫
নায়ক নায়িকাদের পাশাপাশি এই আবাসনে থাকেন পরিচালক আনন্দ এল রাই, প্রযোজক-পরিচলক বিপুল শাহ এবং কোরিয়োগ্রাফার আহমেদ খান।
১১১৫
ছোটপর্দার বহু তারকাও ফ্ল্যাট কিনেছেন এই আবাসনে। তাঁদের মধ্যে অন্যতম অঙ্কিতা লোখান্ডে। তাঁকে সম্প্রতি বড়পর্দাতেও দেখা গিয়েছে।
১২১৫
বলিউডের প্রযোজক করিম মোরানি, তাঁর দুই মেয়ে জোয়া ও শাজা মোরানি এবং কণিকা কপূর ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ।
১৩১৫
চিকিৎসার পরে তাঁদের সবাইকেই অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
১৪১৫
সাবধানতার জন্য ‘ওবেরয় স্প্রিংস’-এর ‘সি’ উইং সম্পূর্ণ এবং ‘এ’ ও ‘বি’ দু’টি উইং-কে আংশিক সিল করা হয়েছে।
১৫১৫
স্যানিটাইজ করা হয়েছে সম্পূর্ণ আবাসন চত্বরকে। বৃহন্মুম্বই পুরনিগমের তরফে এই আবাসনের বাসিন্দাদের বিশেষ সতর্কতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।