অমৃতা ভাবতেই পারেননি সানির জীবনে তিনি ছাড়া অন্য কোনও মহিলা থাকতে পারেন। কারণ তাঁর সঙ্গে সানি সে ভাবেই আচরণ করতেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৬:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
নিজের সেরা সময়ে সানি দেওলের সঙ্গেও বহু নায়িকার সম্পর্ক গুঞ্জরিত হয়েছে বলিউডে। ধর্মেন্দ্রপুত্রের অনস্ক্রিন ভাবমূর্তির সঙ্গে পর্দার বাইরের ইমেজের কোনও মিল নেই। সে সময় তাঁর ঘনিষ্ঠ নায়িকাদের মধ্যে অন্যতম অমৃতা সিংহ।
০২১৫
আটের দশকের শুরুতে দেওল পরিবার বলিউডে যথেষ্ট ক্ষমতাশালী ছিল। তাঁদের ক্ষমতার স্বর্ণযুগেই ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল সানির প্রথম ছবি ‘বেতাব’। বিপরীতে নায়িকা অমৃতা। তাঁরও এটা প্রথম ছবি ছিল।
০৩১৫
‘বেতাব’-এর শ্যুটিঙের সময় সানি-অমৃতা খুব কাছাকাছি চলে এসেছিলেন। নবাগতা অমৃতা তখন সানিকেই নিজের নায়ক মনে করতেন। সে সময় বহু সাক্ষাৎকারে তিনি বলতেন, বলিউডে সত্যি কোনও নায়ক থাকলে, সেটা সানি দেওলই।
০৪১৫
সুন্দরী অমৃতার জন্যও সানির মনে দুর্বলতা ছিল। ছবির সেটে দীর্ঘ ক্ষণ তাঁরা একসঙ্গে কাটাতেন।
০৫১৫
সুপারহিট ‘বেতাব’-এর পরের বছরই গুঞ্জরিত হয় সানির বিয়ের খবর। শোনা যেতে থাকে, ধর্মেন্দ্রর বড় ছেলে ইতিমধ্যেই বিবাহিত। কিন্তু নিজের ‘ফ্যান ফলোয়িং’ ধরে রাখার জন্য তিনি বিবাহিত পরিচয় লুকিয়ে রেখেছেন।
০৬১৫
আসলে ‘বেতাব’ মুক্তি পাওয়ার অনেক আগেই সানি বিয়ে করেছিলেন পূজাকে। পূজা ছিলেন লন্ডনের বাসিন্দা। দেওল পরিবার লন্ডনে গিয়ে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করিয়েছিল।
০৭১৫
দেওল পরিবার চায়নি সানির বিবাহিত পরিচয় প্রকাশ্যে আসুক। সে রকম ইচ্ছে ছিল পূজারও। তিনিও নিজেকে লুকিয়ে রেখেছিলেন আড়ালের ঘেরাটোপে।
০৮১৫
বিয়ের পরে প্রথম কয়েক বছর পূজা লন্ডনেই ছিলেন। এ দেশে আসার পরে সানির সঙ্গে তাঁর বিবাহিত জীবন চর্চিত হতে থাকে।
০৯১৫
তাঁদের বিয়ের খবর জানাজানি হতেই আশাহত হয়ে পড়েন অমৃতা। তাঁর স্বপ্নের প্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
১০১৫
অমৃতা ভাবতেই পারেননি সানির জীবনে তিনি ছাড়া অন্য কোনও মহিলা থাকতে পারেন। কারণ তাঁর সঙ্গে সানি সে ভাবেই আচরণ করতেন।
১১১৫
অমৃতার সঙ্গে সিনেমার সেটে সানি যে সময় রোমান্স করতেন, সে সময়ের মধ্যেই পরিবারের সঙ্গে গিয়েছিলেন পূজার সঙ্গে আলাপ করতে। তাঁদের সম্মতি পাওয়ার পরেই দুই পরিবারের মধ্যে বিয়ের কথা চূড়ান্ত হয়।
১২১৫
সানি দেওলের বিয়ের খবর জানার পর থেকে অমৃতার নিজেকে প্রতারিত বলে মনে হতে থাকে। তিনি ঠিক করেন এর পর সানির সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না।
১৩১৫
এর পর সানির সঙ্গে ক্রমশ নিজের দূরত্ব বাড়িয়ে ফেলেন অমৃতা। তার পর একদিন পুরোপুরি নিজেকে সরিয়ে নেন সম্পর্ক থেকে।
১৪১৫
সানির জীবনে অবশ্য এর পরেও বিবাহ বহির্ভূত সম্পর্ক এসেছে। যেখানে অমৃতার সঙ্গে তাঁর প্রেম শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে ডিম্পলের সঙ্গে সম্পর্ক।
১৫১৫
অমৃতার সঙ্গে সানির প্রেমপর্ব ছিল সংক্ষিপ্ত। কিন্তু ডিম্পলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অনেক বেশি গভীর। শোনা যায়, এখনও তাঁদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে।