Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Enrique Macaya Márquez

লাল কার্ড-হীন ফুটবল থেকে ‘হ্যান্ড অফ গড’, ১৭টি বিশ্বকাপের সাক্ষী মেসির দেশের সাংবাদিক

আর্জেন্টিনার বর্ষীয়ান এবং বিশ্বকাপের প্রবীণতম সাংবাদিক এনরিক মাকায়া মারকুয়েজ। কাতার বিশ্বকাপ সূচনার দিন নিজের ৮৮তম জন্মদিন পালন করেছেন তিনি। মোট ১৭টি বিশ্বকাপে তিনি ছিলেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১০:৫০
Share: Save:
০১ ২১
বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি, তবে সময়ের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা ফিরেছে ছন্দে। গ্রুপ পর্যায় পেরিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালেও জয় ছিনিয়ে নিয়েছেন মেসিরা।

বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি, তবে সময়ের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা ফিরেছে ছন্দে। গ্রুপ পর্যায় পেরিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালেও জয় ছিনিয়ে নিয়েছেন মেসিরা।

ছবি: সংগৃহীত।

০২ ২১
প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। দু’টি গোলের মধ্যে একটি স্বয়ং মেসির। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় তাঁর গোল খেলায় প্রাণ ফিরিয়ে আনে।

প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। দু’টি গোলের মধ্যে একটি স্বয়ং মেসির। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় তাঁর গোল খেলায় প্রাণ ফিরিয়ে আনে।

ছবি: সংগৃহীত।

০৩ ২১
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি গোল করেছেন জুলিয়ান আলভারেজ। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় সেই গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেয় ২-০।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি গোল করেছেন জুলিয়ান আলভারেজ। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় সেই গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেয় ২-০।

ছবি: সংগৃহীত।

০৪ ২১
এর পর একটি গোল শোধ করতে পেরেছিল ক্যাঙারুদের দেশ। তবে তা-ও আত্মঘাতী গোল। ৭৭ মিনিটে আর্জেন্টিনার গোলপোস্টের দিকে উড়ে আসা একটি বলে মাথা ছুঁইয়ে ফেলেন এনজ়ো ফার্নান্ডেজ। খেলার ফল হয় ২-১।

এর পর একটি গোল শোধ করতে পেরেছিল ক্যাঙারুদের দেশ। তবে তা-ও আত্মঘাতী গোল। ৭৭ মিনিটে আর্জেন্টিনার গোলপোস্টের দিকে উড়ে আসা একটি বলে মাথা ছুঁইয়ে ফেলেন এনজ়ো ফার্নান্ডেজ। খেলার ফল হয় ২-১।

ছবি: সংগৃহীত।

০৫ ২১
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত এই জয়ের পর হাসতে হাসতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন মেসিরা। নীল-সাদা জার্সির এই জয় অগণিত ভক্তের মতো স্টেডিয়ামে বসে দেখলেন আরও এক জন। তিনি আর্জেন্টিনার বর্ষীয়ান এবং বিশ্বকাপের অন্যতম প্রবীণ সাংবাদিক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত এই জয়ের পর হাসতে হাসতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন মেসিরা। নীল-সাদা জার্সির এই জয় অগণিত ভক্তের মতো স্টেডিয়ামে বসে দেখলেন আরও এক জন। তিনি আর্জেন্টিনার বর্ষীয়ান এবং বিশ্বকাপের অন্যতম প্রবীণ সাংবাদিক।

ছবি: সংগৃহীত।

০৬ ২১
কথা হচ্ছে এনরিক মাকায়া মারকুয়েজকে নিয়ে। কাতার বিশ্বকাপ সূচনার দিন নিজের ৮৮তম জন্মদিন পালন করেছেন এই আর্জেন্টিনীয় সাংবাদিক।

কথা হচ্ছে এনরিক মাকায়া মারকুয়েজকে নিয়ে। কাতার বিশ্বকাপ সূচনার দিন নিজের ৮৮তম জন্মদিন পালন করেছেন এই আর্জেন্টিনীয় সাংবাদিক।

ছবি: সংগৃহীত।

০৭ ২১
ফিফার হিসাব অনুযায়ী, কাতারে ফুটবল বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের মধ্যে বর্ষীয়ান তিনিই। মোট ১৭টি বিশ্বকাপে তিনি সাংবাদিকতা করেছেন।

ফিফার হিসাব অনুযায়ী, কাতারে ফুটবল বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের মধ্যে বর্ষীয়ান তিনিই। মোট ১৭টি বিশ্বকাপে তিনি সাংবাদিকতা করেছেন।

ছবি: সংগৃহীত।

০৮ ২১
বিশ্বকাপে সাংবাদিক হিসাবে মারকুয়েজের অভিষেক হয় ১৯৫৮ সালে। যে বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে অভিষেক হয়েছিল ব্রাজিলীয় কিংবদন্তি পেলের।

বিশ্বকাপে সাংবাদিক হিসাবে মারকুয়েজের অভিষেক হয় ১৯৫৮ সালে। যে বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে অভিষেক হয়েছিল ব্রাজিলীয় কিংবদন্তি পেলের।

ছবি: সংগৃহীত।

০৯ ২১
সেই ১৯৫৮ থেকে ২০২২। দীর্ঘ ৬৪ বছর ধরে বিশ্বকাপ দেখছেন মারকুয়েজ। বিশ্বকাপের ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই। তাঁকে এবং তাঁর মতো আরও কয়েক জন বর্ষীয়ান সাংবাদিককে এ বছর বিশেষ সম্মান দিয়েছে ফিফা।

সেই ১৯৫৮ থেকে ২০২২। দীর্ঘ ৬৪ বছর ধরে বিশ্বকাপ দেখছেন মারকুয়েজ। বিশ্বকাপের ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই। তাঁকে এবং তাঁর মতো আরও কয়েক জন বর্ষীয়ান সাংবাদিককে এ বছর বিশেষ সম্মান দিয়েছে ফিফা।

ছবি: সংগৃহীত।

১০ ২১
মারকুয়েজ ছাড়াও সাংবাদিক হিসাবে অনেক বিশ্বকাপ কভার করার রেকর্ড রয়েছে জার্মানির হার্টমুট শেরজা (১৬টি বিশ্বকাপ) এবং উরুগুয়ের জর্জ দা সিলভেইরার (১৫টি বিশ্বকাপ)।

মারকুয়েজ ছাড়াও সাংবাদিক হিসাবে অনেক বিশ্বকাপ কভার করার রেকর্ড রয়েছে জার্মানির হার্টমুট শেরজা (১৬টি বিশ্বকাপ) এবং উরুগুয়ের জর্জ দা সিলভেইরার (১৫টি বিশ্বকাপ)।

ছবি: সংগৃহীত।

১১ ২১
এ ছাড়া, অন্তত ৮টি বিশ্বকাপে সংবাদমাধ্যমের হয়ে কাজ করেছেন, এমন ৮২ সাংবাদিককে সম্প্রতি কাতারের রাজধানী দোহাতে বিশেষ সম্মান প্রদান করেছে ফিফা। ফিফার সঙ্গে সেই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)।

এ ছাড়া, অন্তত ৮টি বিশ্বকাপে সংবাদমাধ্যমের হয়ে কাজ করেছেন, এমন ৮২ সাংবাদিককে সম্প্রতি কাতারের রাজধানী দোহাতে বিশেষ সম্মান প্রদান করেছে ফিফা। ফিফার সঙ্গে সেই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)।

ছবি: সংগৃহীত।

১২ ২১
দোহার সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘জার্নালিস্টস অন দ্য পোডিয়াম’। সেখানে মারকুয়েজ ও অন্যান্যদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল বিশ্বকাপের একটি ক্ষুদ্র সংস্করণ। ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনাল্ডো নাজারিওর হাত থেকে পুরস্কার নেন মারকুয়েজ।

দোহার সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘জার্নালিস্টস অন দ্য পোডিয়াম’। সেখানে মারকুয়েজ ও অন্যান্যদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল বিশ্বকাপের একটি ক্ষুদ্র সংস্করণ। ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনাল্ডো নাজারিওর হাত থেকে পুরস্কার নেন মারকুয়েজ।

ছবি: সংগৃহীত।

১৩ ২১
১৯৫৮ সালে মারকুয়েজ যখন জীবনের প্রথম বিশ্বকাপটি কভার করতে গিয়েছিলেন, তখন তিনি ২৩ বছরের তরুণ। উৎসাহ আর উত্তেজনায় যেন সর্বক্ষণ ফুটছেন। ফিফার সম্মান প্রদান অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করেছেন মারকুয়েজ।

১৯৫৮ সালে মারকুয়েজ যখন জীবনের প্রথম বিশ্বকাপটি কভার করতে গিয়েছিলেন, তখন তিনি ২৩ বছরের তরুণ। উৎসাহ আর উত্তেজনায় যেন সর্বক্ষণ ফুটছেন। ফিফার সম্মান প্রদান অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করেছেন মারকুয়েজ।

ছবি: সংগৃহীত।

১৪ ২১
সে সময় একটি আর্জেন্টিনীয় রেডিয়ো চ্যানেলে ধারাভাষ্যকার হিসাবে কাজ করতেন মারকুয়েজ। সুইডেনে আয়োজিত বিশ্বকাপের সব খবরাখবর দেশে পাঠাতেন টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে।

সে সময় একটি আর্জেন্টিনীয় রেডিয়ো চ্যানেলে ধারাভাষ্যকার হিসাবে কাজ করতেন মারকুয়েজ। সুইডেনে আয়োজিত বিশ্বকাপের সব খবরাখবর দেশে পাঠাতেন টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে।

ছবি: সংগৃহীত।

১৫ ২১
রেডিয়ো ছেড়ে মাঝে মারকুয়েজ টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার পর আবার ফিরেছেন বেতারে। বর্তমানে তিনি ডি স্পোর্টস-এ কাজ করেন।

রেডিয়ো ছেড়ে মাঝে মারকুয়েজ টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার পর আবার ফিরেছেন বেতারে। বর্তমানে তিনি ডি স্পোর্টস-এ কাজ করেন।

ছবি: সংগৃহীত।

১৬ ২১
আটান্নর সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে রীতিমতো পর্যুদস্ত করেছিল চেকোস্লোভাকিয়া। আপাত অনামী এই দেশের কাছে তারকাখচিত আর্জেন্টিনাকে ৬ গোল হজম করতে হয়েছিল।

আটান্নর সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে রীতিমতো পর্যুদস্ত করেছিল চেকোস্লোভাকিয়া। আপাত অনামী এই দেশের কাছে তারকাখচিত আর্জেন্টিনাকে ৬ গোল হজম করতে হয়েছিল।

ছবি: সংগৃহীত।

১৭ ২১
সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে মারকুয়েজ বলেন, ‘‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা নিজেদের বিশ্বসেরা বলে মনে করতাম। কিন্তু গিয়ে দেখলাম, যে দেশের নামই কখনও শুনিনি, তারা আমাদের ৬ গোল দিল! হজম করতে পারছিলাম না।’’

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে মারকুয়েজ বলেন, ‘‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা নিজেদের বিশ্বসেরা বলে মনে করতাম। কিন্তু গিয়ে দেখলাম, যে দেশের নামই কখনও শুনিনি, তারা আমাদের ৬ গোল দিল! হজম করতে পারছিলাম না।’’

ছবি: সংগৃহীত।

১৮ ২১
সময় পেরিয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে বিশ্বকাপ। ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই মঞ্চে একসময় লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার নিয়মটুকুও ছিল না। সাক্ষী মারকুয়েজ।

সময় পেরিয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে বিশ্বকাপ। ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই মঞ্চে একসময় লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার নিয়মটুকুও ছিল না। সাক্ষী মারকুয়েজ।

ছবি: সংগৃহীত।

১৯ ২১
১৯৮৬ সালে মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ বিতর্কের ঝড় তোলে। বিশ্বকাপের সেই আদি লগ্ন থেকে ফিফার বিবর্তন দেখেছেন মারকুয়েজ। কাতারের বিশ্বকাপে এক-একটি গোল নিয়ে প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ তাঁর অভিজ্ঞতার ঝুলিকে আরও সমৃদ্ধ করল।

১৯৮৬ সালে মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ বিতর্কের ঝড় তোলে। বিশ্বকাপের সেই আদি লগ্ন থেকে ফিফার বিবর্তন দেখেছেন মারকুয়েজ। কাতারের বিশ্বকাপে এক-একটি গোল নিয়ে প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ তাঁর অভিজ্ঞতার ঝুলিকে আরও সমৃদ্ধ করল।

ছবি: সংগৃহীত।

২০ ২১
মারকুয়েজরা জানান, ফুটবল এখন অনেক বেশি জনপ্রিয়। পাঁচ কিংবা ছয়ের দশকে ফিফার বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা, ২০২২-এর সঙ্গে তার আকাশপাতাল তফাত। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সংবাদমাধ্যমও। মারকুয়েজ জানান, আগের চেয়ে এখন বিশ্বকাপে সাংবাদিকদের সংখ্যাও অনেক বেশি হয়েছে।

মারকুয়েজরা জানান, ফুটবল এখন অনেক বেশি জনপ্রিয়। পাঁচ কিংবা ছয়ের দশকে ফিফার বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা, ২০২২-এর সঙ্গে তার আকাশপাতাল তফাত। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সংবাদমাধ্যমও। মারকুয়েজ জানান, আগের চেয়ে এখন বিশ্বকাপে সাংবাদিকদের সংখ্যাও অনেক বেশি হয়েছে।

ছবি: সংগৃহীত।

২১ ২১
বিশ্বকাপের টুকরো স্মৃতির কোলাজ এবং অভিজ্ঞতার ঝুলি নিয়ে ফিফার পুরস্কারমঞ্চে উঠেছিলেন মারকুয়েজরা। যত দিন বিশ্বকাপ থাকবে, ফিফার সঙ্গে থেকে যাবে তাঁদের এই সঞ্চয়ও।

বিশ্বকাপের টুকরো স্মৃতির কোলাজ এবং অভিজ্ঞতার ঝুলি নিয়ে ফিফার পুরস্কারমঞ্চে উঠেছিলেন মারকুয়েজরা। যত দিন বিশ্বকাপ থাকবে, ফিফার সঙ্গে থেকে যাবে তাঁদের এই সঞ্চয়ও।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy