Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Elnaz Rekabi

হিজাব ছাড়া শৈলারোহণ! ইরানে ফিরতেই বিপুল সংবর্ধনা এলনাজ়কে, কিন্তু শাস্তি এড়াতে পারবেন কি?

ইরানে মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক। দেশের ভিতরে এবং বাইরে প্রকাশ্যে হিজাব ছাড়া থাকা ইরানের মেয়েদের জন্য নিষিদ্ধ। ইরানের মাটিতে একই নিয়ম অমুসলমান বা বিদেশি মেয়েদের জন্যও।

সংবাদ সংস্থা
সোল শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ২০:০২
Share: Save:
০১ ১৮
হিজাব না পরে আন্তর্জাতিক শৈলারোহন (রক ক্লাইম্বিং) প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইরানের এলনাজ় রেকাবি। দেশে ফেরার পর তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বাসিন্দারা।

হিজাব না পরে আন্তর্জাতিক শৈলারোহন (রক ক্লাইম্বিং) প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইরানের এলনাজ় রেকাবি। দেশে ফেরার পর তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বাসিন্দারা।

০২ ১৮
বুধবার সকালে ইরানের মাটিতে পা রেখেছেন এলনাজ়। তাঁকে অভ্যর্থনার জন্য ভোররাত থেকে বিমানবন্দরের সামনে ভিড় করেছিলেন অগুনতি মানুষ। এলনাজ়কে দেখেই আনন্দে মেতে ওঠেন তাঁরা। তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেয় ইরানের জনতা।

বুধবার সকালে ইরানের মাটিতে পা রেখেছেন এলনাজ়। তাঁকে অভ্যর্থনার জন্য ভোররাত থেকে বিমানবন্দরের সামনে ভিড় করেছিলেন অগুনতি মানুষ। এলনাজ়কে দেখেই আনন্দে মেতে ওঠেন তাঁরা। তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেয় ইরানের জনতা।

০৩ ১৮
দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে একটি আন্তর্জাতিক শৈলারোহণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত রবিবার (১৬ অক্টোবর)। সেখানেই অংশ নিয়েছিলেন বছর তেত্রিশের এলনাজ়। প্রতিযোগিতায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে একটি আন্তর্জাতিক শৈলারোহণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত রবিবার (১৬ অক্টোবর)। সেখানেই অংশ নিয়েছিলেন বছর তেত্রিশের এলনাজ়। প্রতিযোগিতায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন।

০৪ ১৮
বস্তুত, ইরানে মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক। দেশের ভিতরে যেমন, তেমনই দেশের বাইরেও প্রকাশ্যে হিজাব ছাড়া থাকা ইরানের মেয়েদের জন্য নিষিদ্ধ। ১৯৭৯ সাল থেকে এই আইন চালু রয়েছে। অমুসলমান এবং বিদেশি মেয়েদের ক্ষেত্রেও ইরানের মাটিতে একই নিয়ম প্রযোজ্য। এলনাজ় হিজাব না পরে প্রতিযোগিতায় অংশ নেওয়ায়, দেশে ফিরে তাঁর জেল হতে পারে বলে কেউ কেউ মনে করছেন।

বস্তুত, ইরানে মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক। দেশের ভিতরে যেমন, তেমনই দেশের বাইরেও প্রকাশ্যে হিজাব ছাড়া থাকা ইরানের মেয়েদের জন্য নিষিদ্ধ। ১৯৭৯ সাল থেকে এই আইন চালু রয়েছে। অমুসলমান এবং বিদেশি মেয়েদের ক্ষেত্রেও ইরানের মাটিতে একই নিয়ম প্রযোজ্য। এলনাজ় হিজাব না পরে প্রতিযোগিতায় অংশ নেওয়ায়, দেশে ফিরে তাঁর জেল হতে পারে বলে কেউ কেউ মনে করছেন।

০৫ ১৮
এলনাজ় অবশ্য এর মাঝেই ক্ষমা চেয়ে নিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, ওই প্রতিযোগিতায় তাঁকে হঠাৎ করে ডাকা হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় হিজাব বা মাথা ঢেকে রাখার কাপড়টিতে তাঁর কিছু সমস্যা হচ্ছিল। তাই সেটি খুলে ফেলতে হয়। ‘অনিচ্ছাকৃত’ এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

এলনাজ় অবশ্য এর মাঝেই ক্ষমা চেয়ে নিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, ওই প্রতিযোগিতায় তাঁকে হঠাৎ করে ডাকা হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় হিজাব বা মাথা ঢেকে রাখার কাপড়টিতে তাঁর কিছু সমস্যা হচ্ছিল। তাই সেটি খুলে ফেলতে হয়। ‘অনিচ্ছাকৃত’ এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

০৬ ১৮
ঘটনাচক্রে এলনাজ়ের ঘটনাটি এমন একটি সময়ে, যখন হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে রয়েছে ইরান। অনেকে মনে করছেন, সেই প্রতিবাদকে সমর্থন জানাতেই আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিয়েছিলেন তিনি। ক্ষমা প্রার্থনা করা কৌশলের কারণেও হতে পারে।

ঘটনাচক্রে এলনাজ়ের ঘটনাটি এমন একটি সময়ে, যখন হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে রয়েছে ইরান। অনেকে মনে করছেন, সেই প্রতিবাদকে সমর্থন জানাতেই আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিয়েছিলেন তিনি। ক্ষমা প্রার্থনা করা কৌশলের কারণেও হতে পারে।

০৭ ১৮
মঙ্গলবার এলনাজ়ের ইনস্টাগ্রাম পোস্টের পর দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রক জানায়, ইরানি তরুণী তাদের দেশ ছেড়েছেন। কিন্তু এলনাজ় নিজের দেশে ফিরছেন কি না, তা স্পষ্ট করে জানানো হয়নি তাদের তরফে।

মঙ্গলবার এলনাজ়ের ইনস্টাগ্রাম পোস্টের পর দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রক জানায়, ইরানি তরুণী তাদের দেশ ছেড়েছেন। কিন্তু এলনাজ় নিজের দেশে ফিরছেন কি না, তা স্পষ্ট করে জানানো হয়নি তাদের তরফে।

০৮ ১৮
সোলের ইরানি দূতাবাস জানিয়েছে, ১৮ অক্টোবর সকালে সিওল ছেড়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন এলনাজ়। তাঁর সঙ্গে দলের অন্যান্যরাও দেশে ফিরছেন।

সোলের ইরানি দূতাবাস জানিয়েছে, ১৮ অক্টোবর সকালে সিওল ছেড়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন এলনাজ়। তাঁর সঙ্গে দলের অন্যান্যরাও দেশে ফিরছেন।

০৯ ১৮
তার পর বুধবার দেশের মাটিতে পা রাখেন এলনাজ়। জনতার ভিড়ের মাঝেই তাঁকে বিমানবন্দর থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় এলনাজ়কে নিয়ে যাওয়া হল, তা জানা যায়নি।

তার পর বুধবার দেশের মাটিতে পা রাখেন এলনাজ়। জনতার ভিড়ের মাঝেই তাঁকে বিমানবন্দর থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় এলনাজ়কে নিয়ে যাওয়া হল, তা জানা যায়নি।

১০ ১৮
সোলের প্রতিযোগিতায় এলনাজ়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, দেওয়াল বেয়ে বেয়ে কী ভাবে উঁচুতে উঠছেন তিনি। তাঁর পরনে ছিল দেশের জার্সি। চুল ছিল পিছন দিকে উঁচু করে বাঁধা।

সোলের প্রতিযোগিতায় এলনাজ়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, দেওয়াল বেয়ে বেয়ে কী ভাবে উঁচুতে উঠছেন তিনি। তাঁর পরনে ছিল দেশের জার্সি। চুল ছিল পিছন দিকে উঁচু করে বাঁধা।

১১ ১৮
সোলের প্রতিযোগিতায় হিজাব ছাড়া এলনাজ়কে দেখার পর সমাজমাধ্যমে ‘খবর’ ছড়ায়, দেশে শাস্তির ভয়ে এলনাজ় আত্মগোপন করেছেন। আবার তাঁর পাসপোর্ট ও ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি করেছেন কেউ কেউ। যদিও এ সব ‘ভুয়ো’ খবরের বিরোধিতা করেছে সোলের ইরানি দূতাবাস।

সোলের প্রতিযোগিতায় হিজাব ছাড়া এলনাজ়কে দেখার পর সমাজমাধ্যমে ‘খবর’ ছড়ায়, দেশে শাস্তির ভয়ে এলনাজ় আত্মগোপন করেছেন। আবার তাঁর পাসপোর্ট ও ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি করেছেন কেউ কেউ। যদিও এ সব ‘ভুয়ো’ খবরের বিরোধিতা করেছে সোলের ইরানি দূতাবাস।

১২ ১৮
এলনাজ় ইরানের সবচেয়ে সফল শৈলারোহীদের মধ্যে অন্যতম। বিভিন্ন প্রতিযোগিতায় এর আগে অনেক পুরস্কার জিতেছেন তিনি। দেশকে এনে দিয়েছেন বেশ কিছু পদক।

এলনাজ় ইরানের সবচেয়ে সফল শৈলারোহীদের মধ্যে অন্যতম। বিভিন্ন প্রতিযোগিতায় এর আগে অনেক পুরস্কার জিতেছেন তিনি। দেশকে এনে দিয়েছেন বেশ কিছু পদক।

১৩ ১৮
গত ১৬ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে হিজাব না পরার ‘অপরাধে’ ২২ বছরের তরুণী মাহশা আমিনিকে আটক করেছিল পুলিশ। তার পর পুলিশি হেফাজতেই তাঁর মৃত্যু হয়।

গত ১৬ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে হিজাব না পরার ‘অপরাধে’ ২২ বছরের তরুণী মাহশা আমিনিকে আটক করেছিল পুলিশ। তার পর পুলিশি হেফাজতেই তাঁর মৃত্যু হয়।

১৪ ১৮
মাহশার মৃত্যুর পর থেকেই হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশের সাধারণ নাগরিক, বিশেষত মহিলারা মাহশার মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন। প্রকাশ্যে হিজাব পুড়িয়ে, চুল কেটে তাঁদের প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে।

মাহশার মৃত্যুর পর থেকেই হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশের সাধারণ নাগরিক, বিশেষত মহিলারা মাহশার মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন। প্রকাশ্যে হিজাব পুড়িয়ে, চুল কেটে তাঁদের প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে।

১৫ ১৮
বিক্ষোভকারীদের দাবি, মেয়েরা কী পোশাক পরবেন, তা তাঁদের ব্যক্তিগত বিষয়। রাষ্ট্র সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না।

বিক্ষোভকারীদের দাবি, মেয়েরা কী পোশাক পরবেন, তা তাঁদের ব্যক্তিগত বিষয়। রাষ্ট্র সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না।

১৬ ১৮
রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের নানা প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে শতাধিক বিক্ষোভকারীর।

রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের নানা প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে শতাধিক বিক্ষোভকারীর।

১৭ ১৮
হিজাব বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল, তার মাঝেই ভিন্‌দেশে ইরানি তরুণীর হিজাব ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

হিজাব বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল, তার মাঝেই ভিন্‌দেশে ইরানি তরুণীর হিজাব ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

১৮ ১৮
দেশে ফিরে এলনাজ় জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন। তাঁর কারণে ইরানবাসীকে যে উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে, তার জন্য দুঃখপ্রকাশ করেছেন এলনাজ়। দেশের মানুষের অভ্যর্থনা তিনি পেয়েছেন। কিন্তু ইরানে তাঁর ভবিষ্যত কী হবে, তা এখনও পরিষ্কার নয়।

দেশে ফিরে এলনাজ় জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন। তাঁর কারণে ইরানবাসীকে যে উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে, তার জন্য দুঃখপ্রকাশ করেছেন এলনাজ়। দেশের মানুষের অভ্যর্থনা তিনি পেয়েছেন। কিন্তু ইরানে তাঁর ভবিষ্যত কী হবে, তা এখনও পরিষ্কার নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE