পর পর দুই ত্রৈমাসিকে আমেরিকার জিডিপিতে উদ্বেগজনক ভাবে পতন দেখা দিয়েছে। এর আগে অতিমারি আবহে অর্থনৈতিক মন্দার মুখোমুখি এসে দাঁড়িয়েছিল আমেরিকা। পরে সেই দেশের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, তারা সেই মন্দা কাটিয়ে উঠেছে। তবে এই বার পর পর দুই ত্রৈমাসিকে জিডিপির পতনের ফলে একটাই প্রশ্ন বার বার উঠে আসছে। তা হলে কি আবারও অর্থনৈতিক মন্দার পথে রয়েছে বিশ্বের এই উন্নত দেশ?
প্রযুক্তিগত ভাবে কর্মসংস্থান, ভোক্তা ব্যয়, ব্যক্তিগত আয় এবং উৎপাদনের মাপকাঠি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞদের একটি দল জানাচ্ছে শীঘ্রই অর্থনৈতিক মন্দার মুখোমুখি হতে চলেছে আমেরিকা। একই সঙ্গে বিগত চার দশকের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে থাকায় আমেরিকার অনেক বাসিন্দাও মনে করছেন যে, ইতিমধ্যেই মন্দা দেখা দিয়েছে সে দেশে।