Due to rise of temperature than usual winter will be delayed in West Bengal dgtl
West Bengal Weather Update
শীতে ‘কাঁটা’ পাকিস্তান! আপাতত দেখা মিলবে না ঠান্ডার? কী বলল হাওয়া অফিস
রাজ্যে শীত আসার পথে কি কাঁটা বিছিয়ে দিচ্ছে পাকিস্তান? আবহাওয়া দফতরের তরফে তেমনই ইঙ্গিত মিলল।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
এক দিনের ঠান্ডাই সঙ্গী শহরবাসীর। বুধবার বহু দিন পরে তাপমাত্রা স্বাভাবিকের ঘরে থাকলেও, বৃহস্পতিবার সকাল থেকেই তা আবার ঊর্ধ্বমুখী।
০২১২
রাজ্যে শীত আসার পথে কি কাঁটা বিছিয়ে দিচ্ছে পাকিস্তান? আবহাওয়া দফতরের তরফে তেমনই ইঙ্গিত মিলল।
০৩১২
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বুধবার বহু দিন পর কলকাতায় স্বাভাবিকের ঘরেই ছিল তাপমাত্রা— ১৪ ডিগ্রি সেলসিয়াস।
০৪১২
বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন গোটা রাজ্যেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তার পরের দু’দিন একই রকম থাকতে পারে তাপমাত্রা।
০৫১২
অর্থাৎ, এই পূর্বাভাস থেকে স্পষ্ট যে, আগামী পাঁচ দিন শীতের কনকনানি অধরাই থাকছে। এর কারণ হিসাবে আবহবিদদের একাংশ পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করছেন।
০৬১২
তাঁরা জানাচ্ছেন, জম্মু এবং জম্মু লাগোয়া পাকিস্তানে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। ফলে দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে।
০৭১২
আর এই দু’য়ের জেরে রাজ্যে ঢোকার পথে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। অন্য দিকে, পূবালি হাওয়া প্রবেশের ফলে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ।
০৮১২
মূলত এই কারণেই শীতপ্রেমীরা সে ভাবে ঠান্ডার দেখা পাচ্ছেন না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কবে শীত স্বমহিমায় ফিরবে, তা নিয়ে কোনও আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস।
০৯১২
তবে তাদের তরফে জানানো হয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী কয়েক দিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।
১০১২
কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে।