Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Crime

Murder: ৫০ জন ট্যাক্সিচালককে খুন করে কুমিরভর্তি খালে ফেলে দেহ, ১৬ বছর জেল খাটছে চিকিৎসক

আর্থিক টানাপড়েনের জন্য ট্যাক্সিচালকদের খুন করে প্রমাণ লোপাট করার জন্য কুমিরভর্তি খালে ফেলে দিত বিহারের এই চিকিৎসক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৩:৫৫
Share: Save:
০১ ১৬
ভারতে সিরিয়াল কিলিংয়ের এমন কিছু ঘটনা রয়েছে, যা দেশবাসীর গায়ে কাঁটা দেওয়ার জন্য যথেষ্ট। এমনকি, পুলিশ আধিকারিকেরাও যখন তদন্ত শুরু করেছেন, তখন এমন ভয়াবহ তথ্য সামনে এসেছে, যা দেখে তাঁরাও চমকে গিয়েছেন।

ভারতে সিরিয়াল কিলিংয়ের এমন কিছু ঘটনা রয়েছে, যা দেশবাসীর গায়ে কাঁটা দেওয়ার জন্য যথেষ্ট। এমনকি, পুলিশ আধিকারিকেরাও যখন তদন্ত শুরু করেছেন, তখন এমন ভয়াবহ তথ্য সামনে এসেছে, যা দেখে তাঁরাও চমকে গিয়েছেন।

০২ ১৬
২০২০ সালে দিল্লি পুলিশের হাতে এমনই এক সিরিয়াল কিলার ধরা পড়ে। তবে, তার খুন করার পদ্ধতি শুনে পুলিশ আধিকারিকেরাও ঘাবড়ে যান।

২০২০ সালে দিল্লি পুলিশের হাতে এমনই এক সিরিয়াল কিলার ধরা পড়ে। তবে, তার খুন করার পদ্ধতি শুনে পুলিশ আধিকারিকেরাও ঘাবড়ে যান।

০৩ ১৬
দেবেন্দ্র শর্মা ওরফে দেবিন্দর, যে ‘ডক্টর ডেথ’ (মৃত্যুর চিকিৎসক) নামে বেশি পরিচিত। পেশায় চিকিৎসক হলেও রোগীদের প্রাণ বাঁচানোর বদলে একের পর এক খুন করেছে সে।

দেবেন্দ্র শর্মা ওরফে দেবিন্দর, যে ‘ডক্টর ডেথ’ (মৃত্যুর চিকিৎসক) নামে বেশি পরিচিত। পেশায় চিকিৎসক হলেও রোগীদের প্রাণ বাঁচানোর বদলে একের পর এক খুন করেছে সে।

০৪ ১৬
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন দেবেন্দ্র খুব শান্ত মাথায় বলেছিল, একটা সময় পর সে খুনের হিসাব রাখা ছেড়ে দিয়েছিল।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন দেবেন্দ্র খুব শান্ত মাথায় বলেছিল, একটা সময় পর সে খুনের হিসাব রাখা ছেড়ে দিয়েছিল।

০৫ ১৬
সারা জীবনে সে ৫০-এর বেশি খুন করেছে। সেই সংখ্যা ১০০-ও হতে পারে— এমনই জানিয়েছিল সে। খুনের পিছনে কী উদ্দেশ্য ছিল, তা জিজ্ঞাসা করতেই দেবেন্দ্র জানায়, বহু দিন ধরেই আর্থিক টানাপড়েনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল সে।

সারা জীবনে সে ৫০-এর বেশি খুন করেছে। সেই সংখ্যা ১০০-ও হতে পারে— এমনই জানিয়েছিল সে। খুনের পিছনে কী উদ্দেশ্য ছিল, তা জিজ্ঞাসা করতেই দেবেন্দ্র জানায়, বহু দিন ধরেই আর্থিক টানাপড়েনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল সে।

০৬ ১৬
অর্থ উপার্জনের রাস্তা খুঁজছিল সে। তাই শেষ পর্যন্ত এই পথই বেছে নেয় দেবেন্দ্র। বিহার থেকে আয়ুর্বেদ নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করার পর ১১ বছর ধরে নিজের ক্লিনিকেই রোগী দেখত দেবেন্দ্র। সেই সময় তার আর্থিক পরিস্থিতি খুব একটা ভাল ছিল না।

অর্থ উপার্জনের রাস্তা খুঁজছিল সে। তাই শেষ পর্যন্ত এই পথই বেছে নেয় দেবেন্দ্র। বিহার থেকে আয়ুর্বেদ নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করার পর ১১ বছর ধরে নিজের ক্লিনিকেই রোগী দেখত দেবেন্দ্র। সেই সময় তার আর্থিক পরিস্থিতি খুব একটা ভাল ছিল না।

০৭ ১৬
ডাক্তারি পেশায় থাকাকালীন সে জানত, বেআইনি ভাবে কিডনি প্রতিস্থাপন করলে বিপুল পরিমাণ টাকা রোজগার করা যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ১০ বছর সে ১২৫টি কিডনি প্রতিস্থাপন করেছিল। একটি কিডনি প্রতিস্থাপন করতেই সে পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত পেত।

ডাক্তারি পেশায় থাকাকালীন সে জানত, বেআইনি ভাবে কিডনি প্রতিস্থাপন করলে বিপুল পরিমাণ টাকা রোজগার করা যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ১০ বছর সে ১২৫টি কিডনি প্রতিস্থাপন করেছিল। একটি কিডনি প্রতিস্থাপন করতেই সে পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত পেত।

০৮ ১৬
বেআইনি ভাবে টাকা রোজগারের জন্য প্রথমে একটি ভুয়ো গ্যাস এজেন্সিও খুলেছিল দেবেন্দ্র। তবে, ব্যবসায় লোকসান হওয়ায় সে কিডনি প্রতিস্থাপন করবে বলে সিদ্ধান্ত নেয়।

বেআইনি ভাবে টাকা রোজগারের জন্য প্রথমে একটি ভুয়ো গ্যাস এজেন্সিও খুলেছিল দেবেন্দ্র। তবে, ব্যবসায় লোকসান হওয়ায় সে কিডনি প্রতিস্থাপন করবে বলে সিদ্ধান্ত নেয়।

০৯ ১৬
কিডনি পাচার-কাণ্ডের তদন্ত শুরু করলে ২০০৪ সালে দেবেন্দ্র গুরুগ্রাম পুলিশের হাতে ধরা পড়ে। সেই সময় দেবেন্দ্র ও তার দলের সদস্যরা টাকা রোজগারের জন্য আরও নৃশংস পথ বেছে নিয়েছিল।

কিডনি পাচার-কাণ্ডের তদন্ত শুরু করলে ২০০৪ সালে দেবেন্দ্র গুরুগ্রাম পুলিশের হাতে ধরা পড়ে। সেই সময় দেবেন্দ্র ও তার দলের সদস্যরা টাকা রোজগারের জন্য আরও নৃশংস পথ বেছে নিয়েছিল।

১০ ১৬
তারা খোঁজ পেয়েছিল, উত্তরপ্রদেশে ট্যাক্সি বিক্রি করে প্রচুর টাকা পাওয়া যায়। তাই ট্যাক্সিচালকদের অপহরণ করে প্রথমে দলের সদস্যরা তাঁদের খুন করত। পরে সেই ট্যাক্সিগুলি বিক্রি করে ট্যাক্সিপিছু ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা পেত তারা।

তারা খোঁজ পেয়েছিল, উত্তরপ্রদেশে ট্যাক্সি বিক্রি করে প্রচুর টাকা পাওয়া যায়। তাই ট্যাক্সিচালকদের অপহরণ করে প্রথমে দলের সদস্যরা তাঁদের খুন করত। পরে সেই ট্যাক্সিগুলি বিক্রি করে ট্যাক্সিপিছু ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা পেত তারা।

১১ ১৬
একই বছরে জয়পুরের এক ট্যাক্সিচালককে খুন করার অপরাধে দেবেন্দ্রকে রাজস্থান আদালতের তরফে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এমনকি, ২০০৭ সালে ফরিদাবাদের এক ট্যাক্সিচালককে হত্যার অপরাধে দেবেন্দ্র-সহ আরও দুই সদস্য দোষী সাব্যস্ত হয়। পরে, ২১ জন চালককে খুন করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

একই বছরে জয়পুরের এক ট্যাক্সিচালককে খুন করার অপরাধে দেবেন্দ্রকে রাজস্থান আদালতের তরফে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এমনকি, ২০০৭ সালে ফরিদাবাদের এক ট্যাক্সিচালককে হত্যার অপরাধে দেবেন্দ্র-সহ আরও দুই সদস্য দোষী সাব্যস্ত হয়। পরে, ২১ জন চালককে খুন করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

১২ ১৬
ঠিক তার পরের বছর গুরুগ্রাম আদালত তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। দেবেন্দ্র স্বীকার করে, সে ৫০টিরও বেশি খুন করেছে। ১৬ বছর টানা জেল খাটার পর তাকে ২০ দিনের জন্য প্যারোলে ছাড়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে ফিরে না এলে তল্লাশি শুরু করে পুলিশ।

ঠিক তার পরের বছর গুরুগ্রাম আদালত তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। দেবেন্দ্র স্বীকার করে, সে ৫০টিরও বেশি খুন করেছে। ১৬ বছর টানা জেল খাটার পর তাকে ২০ দিনের জন্য প্যারোলে ছাড়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে ফিরে না এলে তল্লাশি শুরু করে পুলিশ।

১৩ ১৬
প্যারোল থেকে ছাড়া পাওয়ার ছ’মাস পর হদিস মেলে দেবেন্দ্রর। পুলিশের দাবি, সে জয়পুর থেকে সোজা দিল্লিতে যায়। বাপরোলা এলাকায় এক বিধবা মহিলাকে বিয়ে করে সে। তার পর জমি বিক্রির ব্যবসা শুরু করে দেবেন্দ্র।

প্যারোল থেকে ছাড়া পাওয়ার ছ’মাস পর হদিস মেলে দেবেন্দ্রর। পুলিশের দাবি, সে জয়পুর থেকে সোজা দিল্লিতে যায়। বাপরোলা এলাকায় এক বিধবা মহিলাকে বিয়ে করে সে। তার পর জমি বিক্রির ব্যবসা শুরু করে দেবেন্দ্র।

১৪ ১৬
দিল্লি থেকেই জয়পুরের এক ব্যক্তিকে জমি বিক্রি করে সে। তবে, লোক ঠকানোর জন্যেই সে এই ব্যবসায় নামে। পুলিশের কাছে ধরা পড়ার পর সে জানায়, দিল্লিতে আসার পর সে নতুন ভাবে জীবন শুরু করবে বলে ভেবেছিল। তাই বিয়ে করে নতুন ব্যবসা শুরু করে।

দিল্লি থেকেই জয়পুরের এক ব্যক্তিকে জমি বিক্রি করে সে। তবে, লোক ঠকানোর জন্যেই সে এই ব্যবসায় নামে। পুলিশের কাছে ধরা পড়ার পর সে জানায়, দিল্লিতে আসার পর সে নতুন ভাবে জীবন শুরু করবে বলে ভেবেছিল। তাই বিয়ে করে নতুন ব্যবসা শুরু করে।

১৫ ১৬
মৃতদেহগুলি কোথায় লুকিয়ে রেখেছে জিজ্ঞাসা করা হলে দেবেন্দ্র জানায়, খুন করার পর কাশগঞ্জের হাজারা খালে চালকদের দেহ ফেলে দিত সে। সেই খালে ভর্তি কুমির। ফলে, মৃতদেহের হদিস পাওয়া কোনও ভাবেই সম্ভব নয়।

মৃতদেহগুলি কোথায় লুকিয়ে রেখেছে জিজ্ঞাসা করা হলে দেবেন্দ্র জানায়, খুন করার পর কাশগঞ্জের হাজারা খালে চালকদের দেহ ফেলে দিত সে। সেই খালে ভর্তি কুমির। ফলে, মৃতদেহের হদিস পাওয়া কোনও ভাবেই সম্ভব নয়।

১৬ ১৬
নিজে যাতে কোনও ভাবেই ধরা না পড়ে, তার জন্য এত নিখুঁত পরিকল্পনা করেছিল, যা শুনে পুলিশও অবাক হয়ে যায়। এখনও সিরিয়াল কিলারদের তালিকা ঘাঁটলে ‘ডক্টর ডেথ’-এর নাম তালিকার শীর্ষে থাকে।

নিজে যাতে কোনও ভাবেই ধরা না পড়ে, তার জন্য এত নিখুঁত পরিকল্পনা করেছিল, যা শুনে পুলিশও অবাক হয়ে যায়। এখনও সিরিয়াল কিলারদের তালিকা ঘাঁটলে ‘ডক্টর ডেথ’-এর নাম তালিকার শীর্ষে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy