Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Richest MLA of INDIA

দেশের সব থেকে ধনী বিধায়ক কে? সব থেকে কম টাকা এ রাজ্যেরই এক বিধায়কের

এডিআরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কেএইচ পুত্তাস্বামী গৌড়া। তিনি নির্দল বিধায়ক। গৌড়ার সম্পত্তির পরিমাণ ১,২৬৭ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১০:০৫
Share: Save:
০১ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

জনতার ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। সেই বিধায়কদের মধ্যে কারও কারও সম্পত্তি কোটি কোটি টাকা। কারও আবার সম্পত্তির পরিমাণ অতি সামান্য। কোন বিধায়কের কত সম্পত্তি, সেই পরিসংখ্যান প্রকাশ করেছে একটি সংস্থা। তাতে দেখা গিয়েছে, গোটা দেশের মধ্যে কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর সম্পত্তি সব থেকে বেশি। আর বাংলার এক বিধায়কের সম্পত্তি সব থেকে কম।

০২ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) নামে একটি সংস্থা দেশের বিধায়কদের সম্পত্তি নিয়ে এই সমীক্ষা করেছে। যদিও সেই সমীক্ষার ফল যাচাই করে দেখেনি আনন্দবাজার অনলাইন। বিধায়কেরা নির্বাচনে প্রার্থিপদের মনোনয়ন পেশের সময় যে হলফনামা দিয়েছেন, তাতে উল্লেখ করা সম্পত্তির পরিমাণ দেখে এই তালিকা এডিআরের তৈরি করেছে সংস্থা।

০৩ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

দেশের ২৮টি রাজ্যে এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০০১ জন বিধায়কের সম্পত্তির উপর সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করেছে এডিআর।

০৪ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

গত মে মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচনে জিতে সরকার গড়েছে কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী হয়েছেন ডিকে শিবকুমার। সেই শিবকুমারের সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটি টাকা।

০৫ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

দেশের দ্বিতীয় এবং তৃতীয় ধনী বিধায়কও কর্নাটকেরই। এডিআরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কেএইচ পুত্তাস্বামী গৌড়া। তিনি নির্দল বিধায়ক। গৌড়ার সম্পত্তির পরিমাণ ১,২৬৭ কোটি টাকা।

০৬ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

দেশের ধনী বিধায়কদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রিয় কৃষ্ণ। তিনি কংগ্রেস বিধায়ক। তাঁর সম্পত্তির পরিমাণ ১,১৫৬ কোটি টাকা।

০৭ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

চার নম্বরে রয়েছেন টিডিপির এন চন্দ্রবাবু নায়ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬৮ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের কুপ্পম থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।

০৮ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

ধনী বিধায়কদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জয়ন্তীভাই সোমভাই পটেল। গুজরাতের মানসার বিধায়ক তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৬১ কোটি টাকা।

০৯ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

ষষ্ঠ স্থানে কর্নাটকের বিধায়ক সুরেশ বিএস। কংগ্রেস বিধায়কের সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি টাকা।

১০ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

সপ্তম স্থানে ওয়াইএস জগনমোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

১১ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

অষ্টম স্থানে রয়েছেন মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্বের বিধায়ক পরাগ শাহ। বিজেপি বিধায়কের সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা।

১২ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

নবম স্থানে রয়েছেন কংগ্রেসের টিএস বাবা। ছত্তীসগঢ়ের অম্বিকাপুরের বিধায়ক তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা।

১৩ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

দশম স্থানে মহারাষ্ট্রের আর এক বিজেপি বিধায়ক। তাঁর নাম মঙ্গলপ্রভাত লোধা। এই বিধায়কের সম্পত্তির পরিমাণ ৪৪১ কোটি টাকা।

১৪ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

দেশে বিধায়কদের মধ্যে সব থেকে কম সম্পত্তি রয়েছে বাংলার নির্মলকুমার ধারার। তিনি ইন্দাসের বিজেপি বিধায়ক।

১৫ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

দেশে সব থেকে কম সম্পত্তি রয়েছে, এমন ১০ জন বিধায়কের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নির্মল ছাড়াও রয়েছেন বাংলার আরও এক বিধায়ক। তাঁর নাম পুণ্ডরীকাক্ষ সাহা। তিনি নবদ্বীপের তৃণমূল বিধায়ক। তাঁর সম্পত্তির পরিমাণ ৩০ হাজার ৪২৩ টাকা।

১৬ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

গোটা দেশে মোট যত জন বিধায়ক রয়েছেন, তাঁদের প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ ১৩.৬৩ কোটি টাকা।

১৭ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

এডিআরের রিপোর্ট বলছে, যে বিধায়কদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে, তাঁদের সম্পত্তির পরিমাণ, যাঁদের নামে অপরাধের মামলা নেই, তাঁদের থেকে বেশি। যে বিধায়কদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে, তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ১৬.৩৬ কোটি টাকা। যাঁদের বিরুদ্ধে অপরাধের মামলা নেই, সেই বিধায়কদের গড় সম্পত্তির পরিমাণ ১১.৪৫ কোটি টাকা।

১৮ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

দেশের ধনী বিধায়কদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে চার জন কংগ্রেসের। তিন জন বিজেপির। শীর্ষে রয়েছেন কংগ্রেসের শিবকুমার। সেই নিয়ে একে অপরের দিকে আঙুল তুলেছেন দুই দলের নেতারা।

১৯ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

শিবকুমার জানিয়েছেন, তিনি দেশের ধনীতম ব্যক্তি নন, তবে গরিবও নন। তিনি এ-ও বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে এই সম্পত্তি অর্জন করেছি। এক জনের নামেই রয়েছে এই সম্পত্তি। আমি ধনীতম নই, গরিবও নই।’’

২০ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

এই প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ বলেন, ‘‘শিবকুমার এক জন ব্যবসায়ী। এতে সমস্যা কোথায়? বিজেপি বিধায়কদের বিষয়টিও দেখুন, বিশেষত খনি দুর্নীতির সঙ্গে জড়িত যাঁরা।’’

২১ ২১
DK Shivkumar is india’s richest MLA, who is poorest MLA

বিজেপি যদিও পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেসকেই। কর্নাটকের বিজেপি নেতা সুরেশ কুমার বলেন, ‘‘খনি দুর্নীতিতে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের ন্যায়বিচার হয়েছে। কংগ্রেস আসলে ধনীদেরই ভালবাসে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy