Dil Se Bura Lagta Hai fame Devraj Patel dies in accident, all you need to know about him dgtl
Devraj Patel Dies
এক সংলাপে মাত! ২২ বছরে অজানার দেশে পাড়ি ‘দিল সে বুরা লগতা হ্যায়’ খ্যাত ইউটিউবারের
দেবরাজের জন্ম ছত্তীসগঢ়ের মহাসমুন্দ জেলার ডাবপালি এলাকায়। লকডাউন আবহে তাঁর ‘দিল সে বুরা লগতা হ্যায়’ ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
রায়পুরশেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৫:১০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বকখালি ঘুরতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাংলার জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডলের। এর পর মে মাসে যমুনা এক্সপ্রেসওয়েতে বেপরোয়া বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের আরও এক জনপ্রিয় ইউটিউবারের। বেপোরয়া গতিতে প্রাণ যায় আরও এক ভারতীয় ইউটিউবার অগস্ত্য চৌহানের। তার দে়ড় মাস যেতে না যেতেই আবার বাইক দুর্ঘটনা। আবার মৃত্যু। আবার সেই ইউটিউবার। মৃত্যু হল ছত্তীসগঢ়ের বিখ্যাত কৌতুকশিল্পী এবং ইউটিউবার দেবরাজ পটেলের।
০২১৭
সোমবার একটি ভিডিয়োর শুটিং সেরে অন্য একটি শুটের জন্য রায়পুরে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ‘দিল সে বুরা লগতা হ্যায়’ মিমের স্রষ্টা দেবরাজের।
০৩১৭
দেবরাজের জন্ম ছত্তীসগঢ়ের মহাসমুন্দ জেলার বাগবাহরা ব্লকের ডাবপালি এলাকায়। কোভিডের লকডাউন আবহে তাঁর ‘দিল সে বুরা লগতা হ্যায়’ ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০২০ সালে দেবরাজের ওই ভিডিয়ো এবং সংলাপ তাঁকে খ্যাতি এনে দিয়েছিল।
০৪১৭
দেবরাজ বেশি পরিচিত ছিলেন তাঁর হাস্যরসের জন্য। যে রসে মেতেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-ও।
০৫১৭
দেবরাজের ইউটিউব চ্যানেলে ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৫৭ হাজার। ইউটিউব-সহ অন্যান্য সমাজমাধ্যম থেকে তিনি আয় করতেন লক্ষ লক্ষ টাকা।
০৬১৭
শুধু ‘দিল সে বুরা লগতা হ্যায়’ নয়, আরও অনেক বিখ্যাত উক্তির জন্য খ্যাতি পেয়েছিলেন দেবরাজ।
০৭১৭
ভারতের জনপ্রিয় এবং বৈগ্রাহিক ইউটিউবার ভুবন বামের সঙ্গেও কাজ করেছেন দেবরাজ। ভুবন পরিচালিত এবং অভিনীত ওয়েব সিরিজ়, ‘ঢিন্ডোরা’তে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন।
০৮১৭
দেবরাজের বাবা ঘনশ্যাম পটেল একজন কৃষিবিদ এবং মা গৌরী এক জন গৃহবধূ। দেবরাজ ছাড়া ঘনশ্যামের আরও এক পুত্র এবং কন্যা রয়েছে। দেবরাজ ছিলেন কনিষ্ঠ পুত্র।
০৯১৭
চেহারার জন্য ছোটবেলা থেকেই কটাক্ষের মুখ পড়তে হত দেবরাজকে। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এক দিন এমন কিছু করবেন, যাতে তাঁকে সবাই এক নামে চিনবে। সেই ভাবনা থেকেই ইউটিউবে আসা এবং নিজের চেষ্টায় জনপ্রিয় হওয়া।
১০১৭
মৃত্যুর আগে দেবরাজের আপলোড করা শেষ ভিডিয়োতেও সকলকে হাসিয়ে গিয়েছেন দেবরাজ। ওই ভিডিয়োতে তিনি বলেন, ‘‘ভগবান আমার চেহারা এমন ভাবে বানিয়েছে যে কেউ বুঝতে পারে না যে আমাকে কী বলবে?’’
১১১৭
ইউটিউবে ভিডিয়ো বানানো ছাড়াও অনেক রকম সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন দেবরাজ।
১২১৭
রাজ্যের জনপ্রিয় ইউটিউবারের অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাঘেল। টুইটারে দেবরাজের সঙ্গে তাঁর একটি ভিডিয়ো শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সেই ভিডিয়োতে মুখ্যমন্ত্রীকে ‘কাকা’ বলে সম্বোধন করতে দেখা গিয়েছে দেবরাজকে।
১৩১৭
বাঘেল টুইটারে লিখেছেন, “দেবরাজ পটেল, যিনি ‘দিল সে বুরা লগতা হ্যায়’ দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ভগবান তাঁর পরিবারকে শক্তি দিক।”
১৪১৭
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন দেবরাজ। একটি ভিডিয়োর শুটিং সেরে বাইকে করে নব রায়পুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন দেবরাজ। বাইকের পিছনের আসনে বসেছিলেন তিনি।
১৫১৭
তেলিবান্ধা থানার অন্তর্গত লবণডিহা এলাকায় তাঁর বাইকের সঙ্গে ধাক্কা লাগে একই দিকে যাওয়া একটি ট্রাকের। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন দেবরাজ। ট্রাকের পিছনের চাকায় পিষে যায় তাঁর দেহ।
১৬১৭
বাইকটি চালাচ্ছিলেন রাকেশ মনোহর নামে দেবরাজেরই এক বন্ধু। তাঁর কোনও আঘাত লাগেনি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে রাকেশ ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দেবরাজকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ট্রাক এবং তাঁর চালককে আটক করা হয়েছে।
১৭১৭
মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল দেবরাজের সাফল্যের দৌড়। জনপ্রিয় ইউটিউবারের অকালমৃত্যুতে স্তম্ভিত অনুগামীরাও। দেবরাজের মৃত্যুতে শোকবার্তায় ছেয়ে গিয়েছে সমাজমাধ্যম।